Tuesday, 28 July 2020

কবিতা: মা --অনিতা রায় মুখার্জী

কবি পরিচিতি: অনিতা রায় মুখার্জী  একজন গৃহবধূ। তার ছেলে দীপ্তাংশু রায় মুখার্জী একজন প্রতিভাবান তরুন কবি, সেই সুবাদে তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন এবং লেখালিখিতে মনোনিবেশ করেন। সেই থেকেই সাহিত্য জগতের সাথে তিনি ওতোপ্রোতভাবে জড়িত। 

বর্তমানে তিনি প্রাঙ্গণ সাহিত্য পত্রিকারপ্রচার বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে চলেছেন। তাছাড়া আরও কটি পত্রিকার সাথে তিনি যুক্ত রয়েছেন।
----------------------------------------------------------

🏵🏵 মা 🏵🏵

তোমার কথা মনে পড়লেই মা আমার মনের মধ্যে ভেসে আসে তোমার সেই ভুবন ভোলানো হাসিমায়া মমতায় জড়ানো -----ভালোবাসার এক নিবিড় বাঁধন।তোমার জন্যই তো দেখতে পেয়েছিলামএই সুন্দর পৃথিবীর প্রথম আলো।তুমিই তো আমার কথামালারপ্রথম বর্ণপরিচয় ----তুমিই তো আমার অন্ধকার রাতেরআশার আলো ----তুমিই তো আমার চোখের মণিহৃদয়ের ধ্রুবতারা ----তুমিই তো আমার সকল সৃষ্টিরগভীর অনুপ্রেরণা ----তোমাকে দেখলেই দূর হয়ে যায়আমার সব দুঃখ- কষ্ট- যন্ত্রণা।তাই আজ মাতৃ দিবসের শুভলগ্নেপ্রার্থণা করি বারবার ---তোমাকেই যেন পাই মাতৃরূপেজীবনে মরণে শতরূপে শতবার।।

-------------------------------🏵🏵------------------------

No comments:

Post a Comment