সাহিত্য আলোচনায় বিশেষ রুচি আছে l বহু পত্র-পত্রিকায় কবিতা গল্প প্রবন্ধ প্রকাশিত হয়েছে l "গল্পকথার গল্পগুচ্ছ" ও "গল্পের জাদুঘর" নামে দুটি গল্প সংকলনে গল্প প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে "কল্পপথে কাব্যরথে" নামে একটি একক কাব্যগ্রন্থ এবং ২০১৯ সালে "কল্পপথে গল্পরথে" নামে একক গল্পসংকলন প্রকাশিত হয়েছে l ২০২০ সালে প্রকাশিত হয়েছে "প্রাসঙ্গিকতায় ভাষা ও সাহিত্য" নামে একটি প্রবন্ধগ্রন্থ
_______________________________________
🏵🏵 মতবাদ 🏵🏵
রাস্তায় পড়ে আছে অনেক দেহ
গোটা এবং খণ্ড বিখণ্ড
আর পড়ে আছে ফেলে যাওয়া সম্পদ
জুতো, ছাতা, কাগজে মুড়ানো প্যাকেট
মানিব্যাগ, কিছু টাকা এমনি ছড়ানো
আর ছাপানো কাগজে কিছু মতবাদ
খানিক আগে শ্রেষ্ঠত্বের লড়াই ছেড়ে
সাইরেনের শব্দে পালিয়েছে তারা
পড়ে আছে শুধু পরাজিতরা উভয়পক্ষে
দুটো পাথর, শুকনো দুটো ডাল
আকাশে বেলুন হয়ে ওঠে
ঘষে উঠলেই আগুন জ্বলে
__________________🏵🏵___________________
No comments:
Post a Comment