কবিতা
--------
কবি পরিচিতি : আমার নাম পাপিয়া মাহাতো । পিতা স্বর্গীয় সন্তোষ মাহাতো,মাতা স্বর্গীয় পারুল মাহাতো।আমার জন্ম মালদা জেলার হব্বিপুর থানার আইহোতে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক( বি,এ ) দর্শনে ।আমি আইহো উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
আমার নতুন লেখা পড়তে-লিখতে, ছবি আঁকতে, গাছ লাগাতে খুব ভালো লাগে ।বলা যেতে পারে যেকোনো সৃজনশীল কাজ আমার খুব ভালো লাগে।
---------------------------------------------------------
আলো
এপারে নিঝুম অন্ধকারে বসে বসে
নদীর ওপারে শহরতলীর -----
দূরের আলোর দিকে দেখলে ,
ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোগুলি;
বলে দেয় জীবন্ত জীবনের কতো জলচ্ছবি।
ঐ যে দূরের ঐ আলোটা
আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল ,
মনেহয় কোনো পথিক
তাঁর গন্তব্যে পৌঁছে গেল।
দূর আকাশে আলোর রোশনায়;
কত রকম রঙের আলোর মাখামাখি,
মনেহয় অচেনা কোনো দুটি মন ---
মিলল নতুন এক বন্ধনে।
দূরের গাঢ় ঠিকরাচ্ছে চোখে
বলে দিচ্ছে বাগানের একটা ফল পারার নিষ্ঠুর গল্পটাকে ।
ঐ যে নীল আলোটা দেখা যাচ্ছে ---
যেটা মিশে গেছে অন্ধকার নীল আকাশে;
দুটি সদ্য প্রকাশিত মন ,
মেলেছে স্বপ্নের পাখা----
ঐ নীল অন্ধকার আকাশের
সাদা মেঘের ভেলাতে।
টিমটিম করা অস্পষ্ট আলোতে ,
কোনো এক ছোট্ট শিশু
ভরছে উড়ান তার স্বপ্নের ।
দূরের ছোটো জানালাতে আবছা আলো,
ঝিম ধরা আলো আঁধারে -----
ভাবছে কোনো এক নারী
তার বেলাশেষের কাহিনী ।
শুরুতে বাবা-মায়ের ঘরে ছিল
ভাত কাপড়ের অভাবী।
স্বামীর ঘরে হোলো ভালোবাসার অভাবী,
শেষবেলায় ছেলেমেয়ের ঘরে হলো
শেষ আশ্রয়ের অভাবী;
অবশেষে বৃদ্ধাশ্রমে হোলো ঠাঁই তারি।
এরকমই জীবনের কত গল্প,
লেখা আছে সব আলোয় অল্প অল্প।
-----------------------------------------------------------
শারদীয়া
মেঘের ভেলা নীল আকাশে ওড়ে;
মাঠে রাশি রাশি কাশফুল ,
প্রফুল্ল মুখে হাসে।
মাঠ ভরে যায় কচি ধানগাছে,
শিউলির ডালে কুঁড়ি ভরে আসে
ঐ দেখ শারদীয়া আসে।
মাঠে মাঠে সবুজ ঘাসের মেলা,
গাছে গাছে যৌবনতার খেলা।
মাধবীলতা বাগান ভরিয়ে তোলে,
মৌমাছিরা তারই মাঝে আনাগোনা করে।
রাতের শেষে শিশির পড়ে ঘাসে
ঐ দেখ শারদীয়া আসে।
হাটে হাটে মানুষের আনাগোনা,
নতুন জামাকাপড় কিনবার পালা।
প্রবাসীদের দেশে আসার ভীড়,
আত্মীয়-স্বজনেরা অপেক্ষায় অধীর।
তারই মধ্যে, ভরন্ত নদী কূলে ফিরে আসে -------
ঐ দেখ শারদীয়া আসে।
--------------------------------------------------------
বিদগ্ধ (অনু কবিতা)
ধুঁকছে বর্তমান ধোঁওয়াশায়
সময়ের কঠিন দাবদাহে,
দগ্ধ স্মৃতিগুলো
ছাই হয়ে উড়ছে সারাক্ষণ মগজে
---------------------------------------------------------------
No comments:
Post a Comment