শিক্ষাজীবন - বাংলা, এম.এ (উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়)
কর্মজীবন- বর্তমানে সরকারী প্রোজেক্টে কর্মরত।
বালুরঘাট,দক্ষিণ দিনাজপুর।
ফোন নং - 8617681811/ 9614125170 (হোয়াটস্অ্যাপ)
-----------------------------------------------------------------
মায়াবী সময়ের হাতছানি
চাঁদ গহ্বরে বসে মায়াবী প্রেমের চমকানি
বাইপাসের বুকে মৃত স্মৃতিরা ঘুমিয়ে
রাত ঢেকে যায় রাতের মোহময়ী অন্ধকারে
জাল বিন্যাসে ব্যস্ত গভীর ঠোঁটের লিপস্টিক ।
অদৃশ্য বোবা কান্না বেরিয়ে আসছে চামড়া ফেটে
হ্যারিকেনের নিভু আলোয় অচেনা সব থমথমে পথ
ঘুমঘুম চোখের স্বপ্নে আঁচড় কাঁটে সময়ের বিষাক্ত নখ
জল রংয়ের ছবিতে ভাসে ঘোমটা দেওয়া পৃথিবীর ব্যাথা।
----------------------------------------------------------------
অকাল প্রেম ও পৃথিবী
অসমাপ্ত মাফলারের সুতোয় ঝুলছে,একফালি চাঁদ
জীর্ণকায় ঘড়ির কাঁটায় দুলছে জং ধরা সময়,
আমাজনের দাবানলে জ্বলছে শকুনির পাশা,
স্নানের জলে সারা শরীর স্পর্শ করে,প্রেমের নাগপাশ।
ধূপের ধোঁয়ার পাঁকে হারিয়ে
যাওয়া পৃথিবী চলেছে,লাঠিতে ভর করে,সভ্যতার বিবর্তনে।
ঠুনকো কাঁচের পাহাড়ি ঝর্ণা ভিজিয়ে দেয় আতস কাঁচের বিছানা।
কুয়াশায় পাকানো দড়িতে বাঁধা পড়েছে,মরুভূমির একরাশ তপ্ত বালির আর্তনাদ।
----------------------------------------------------------------
অব্যক্ত অভিসার
বকুলের মালায় গাঁথা সাজানো প্রেম
খোলা দুয়ারে দাঁড়িয়ে
শ্যাম ও শ্রীমতির
তীর্যক প্রতিবিম্ব|
হাতের তালুতে স্নান করে দাহ করা শরীর|
বিধ্বস্ত অভিসারে ছিন্নভিন্ন যমুনা হারায়
তার নিজস্ব সত্ত্বার প্রতিধ্বনি
অব্যক্ত চাঁপা অভিশাপের হাসিতে ডাক প্রহরী জাগে
নিশুতি সময়ের অন্তিম সুরের মূর্ছনায়|
----------------------------------------------------------------
No comments:
Post a Comment