Wednesday, 29 July 2020

শুভ্রা চক্রবর্তী


কবিতা বিভাগ
----------------

কবি পরিচিতি : শুভ্রা চক্রবর্তী জন্মগ্রহণ করেন ভারতবর্ষের আসাম রাজ্যের লামডিং শহরে ১৯৭৩ সালে । পিতা স্বর্গীয় শ্রী দেবেশ চন্দ্র চক্রবর্তী (অর্থনীতিতে স্নাতকোত্তর) রেলওয়ে চাকুরে ছিলেন । মা স্বর্গীয়া শ্রীমতি সবিতা চক্রবর্তী হাউজ ওয়াইফ ছিলেন । বি.এ. পাঠরতা যখন,তখন এই পরম মেধাবী, মামাগৃহে পালিতা সবিতা চক্রবর্তীর বিবাহ হয় । শুভ্রাদের বাড়িতে সর্বদাই সুশিক্ষা,দেশী-বিদেশী সাহিত্যিক পুস্তক-ম্যাগাজিন-পত্রিকা পঠন, সাহিত্যিক আলোচনা, মানব-মানবেতরদের প্রতি প্রেম, সততা, উদারতার শিক্ষাপরিবেশ ছিল । শুভ্রা চক্রবর্তী তাঁর পিতার অবিবাহিতা কন্যা সন্তান হিসেবে ওঁর পেনসন পান।  


গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ।  হিন্দিতে শায়রী আর বাংলায় কবিতা লেখেন । গল্পকার,প্রবন্ধকারও বটে । মানব এবং মানবেতরদের স্বীয় সাধ্যানুযায়ী সহায়তা করেন । এ'বছরই (২০২০) আত্মজীবনী গ্রন্থাকারে প্রকাশ করবেন ।

-----------------------------------------------------------------

একটি অতীত

অসম্পূর্ণ অগোছাল্ 
অতীত এক্-মনেরজীবন...! 
অনুভবের আকাঙ্ক্ষাতে 
মনে সঙ্গোপন...!
হয়তো বলবে কথা 
সেই অতীত্-ছান্দসী ,
মুক্তাকাশে নিরুদ্দেশে
আকাশমনে ভাসি...!

------------------------------------------------------------

চেতনা

মুক্তি রসের সুরে 
আমি জীবনের মাঝে 
গান গেয়ে যাই প্রতি ঘরে ঘরে 
অরূপ-শিখা হয়ে ।
আমি একা-প্রাণ ছন্দে 
শুধু আমারই জন্যে 
বেদনার সুর বাজিয়ে চলি 
সময়ের বাঁকে বাঁকে — !
মেরু প্রদেশের তুষার হেন 
শ্বেত্ আগুনের শিখা 
মৃত্যু-চেতনে যেন বলে যায় 
আমার জীবনগাঁথা !
আমার গানের মাঝে 
বিবাগীর সুর বাজে 
কোন্ এক কবির শিল্পীমনের 
বিহ্বল বিলাসী সুরে !
জীবনের নানা গদ্যে 
মনের কবিতা-পদ্যে 
লেখনীর বোধ কথা বলে যায় 
সুরের নানা ছন্দে !
উদাসী মনের বিলাসী সুরে 
মানিনী মুক্তি চায়, 
আকাশের গানে রাগিনী ছন্দে 
ফুলের পাপড়ি ছড়ায় — !
চাঁদের আলোক জ্যোৎস্নাকিরণ 
সূর্যের প্রেমদান,
পৃথিবীর গায়ে আকাশে বাতাসে 
ছড়ায় চেতন গান —!
'আপন মনের মাধুরী' মিশায়ে
চলেছে বিশ্বমেলা, 
মনের সাগরে গভীরে গহনে 
কাব্যসুরের খেলা — !
সাধারণী সুরে গান গেয়ে যায় 
ভালবাসা দীপশিখা 
চলেছে একাকী হাতে হাত রেখে 
কল্প-পদ্যরেখা !
নিরুদ্দেশের সুরে 
আমার প্রণয়ী বেলায়, 
নিঝুম ছন্দে বিদায়ীসুরে 
চেতনা 'বোধ' জাগায়--

-----------------------------------------------------------------

No comments:

Post a Comment