Friday, 31 July 2020

কবিতা : সামিম ইসলাম মির্দ্দে

কবি পরিচিতিঃ সামিম ইসলাম মির্দ্দে হাওড়া এর বাসিন্দা। বর্তমানে নরসিংহ দত্ত কলেজের কম্পিউটার ডিপার্টমেন্টের ২য় বর্ষের ছাত্র।  

কবি বং পেজের কন্টেন্ট রাইটার ও ডিজিটাল পেইন্টিং আর্টিস্ট, এবং সমাপ্তি পেজের অ্যাডমিন। 

------------------------------------------------------------------


হোক স্বাধীন!

হোক স্বাধীন!
নামেই দেশ আমার গৌরব, আমার গর্ব;
গায়ে চাপিয়ে মিথ্যার চামড়া,
বুঝলাম না আজও ইহার মর্ম।

হোক স্বাধীন!
মরছে মানুষ, চলছে শোষণ;
উন্নতির অজুহাতে, বিচ্ছিন্ন সাধারণের ভরণ-পোষণ।

হোক স্বাধীন!
দেশের ন্যায়, দেশের বিচার;
সত্যের নামে, আজও অন্যায় অবিচার।
নেতা-মন্ত্রীদের ছায়ার তলে,
জ্বলছে দেশ তিলে তিলে।

হোক স্বাধীন!
জ্ঞান ও জ্ঞানীর অন্তরালে,
মরছে কৃষক, ভাতের চালে চালে।

হোক স্বাধীন!
দৌড়াচ্ছি অর্থের মায়াজালে,
শিক্ষার অভাবে, শিক্ষাই যে আজ গভীর জলে।

হোক স্বাধীন!
4G-5G এর জমানায়
কেই বা আর হিসাব নেই,
দেশ কি টাল-মাটাল?
তাতে কি!! দেশ আমার ডিজিটাল।

জীবন আছে, জীবন তালে;
চলো এগিয়ে চলি ধর্ম ভুলে,
ছিল যে সেই একতা,
আজ হতে দিওনা লাপাতা।

আর নয় মিছিল, নয় হরতাল;
হোক স্বাধীন - এর করতালে,
করবো দেশ সঠিক-বহাল।

---------------------------------------------------------------

No comments:

Post a Comment