Sunday, 23 October 2022

অবনীর ঘর - সুদীপ চক্রবর্তী





এই সেই মালভূমি যেখানে বৃষ্টি হয় বার মাস,
গাছের পাতার রং সবুজে সবুজ বর্ণময় নেয় নির্মল নিঃশ্বাস।
পাখিদের কোলাহলে ঘুম ভাঙ্গে সেই ভঙ্গিতে ,
কাঠবেড়ালির মতো ছোট জীব রাঙায় নিজেকে সেই রঙে তে ।
শুধু সরীসৃপেরা থাকে খাল বিলের পাশে,
এখানে তাদের খাদ্য পাওয়া যায় অনায়াসে।
অবনী বসে থাকে শক্তি বাবুর কল্পিত ঘরে।
যদি দরজায় কেউ কড়া নাড়ে,
" অবনী বাড়ি আছো ? "
সে শব্দ ঘুরে ফিরে মিলিয়ে যায়
শুনতে কভু পেয়েছ ?
আজ আর বৃষ্টি পড়ে না,
সবুজ রং মিলিয়ে গিয়েছ কোথায়
কেউ জানে না।
গাছের কঙ্কালসার চেহারা ফুটে উঠেছে,
সব কিছুর অভাবে কাঠবেড়ালি, বাঁদর সব পালিয়ে গেছে ।
সরীসৃপেরা এখন আছে,
খাল বিল শুকিয়ে গেলেও এখন কিছু খাদ্য বেঁচে আছে।
অবনী এখনো অপেক্ষা করে থাকে,
যদি দরজায় কেউ কড়া বাজিয়ে দেখে,
" অবনী বাড়ি আছো? "
শক্তি বাবু অবনীর হাহুতাশ আর কান্না উপর থেকে দেখে,
তার চোখ দিয়ে টসটস করে জল পড়তে থাকে।
তবুও অবনী শান্ত মনে এক কোনে নিজেকে বসিয়ে রাখে,
যদি আবার পুরানো গলায় ডাকে,
" অবনী বাড়ি আছো" ?

( কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অবলম্বনে। )