Sunday, 27 November 2022

মানবতার উন্মেষ ও জনসেবা - শক্তি সেন




আজিকার দুর্দিনে তবু ভালো লাগছে
দিকে দিকে মানবতা দেখি আজ জাগছে।
প্রাকৃতিক দূর্যোগ কিংবা মারণ ভাইরাসের জন্যে
স্বেচ্ছা সেবীরা এগিয়ে আসছে সেবিতে অন্যে।
গতকাল - ই দেখলুম কত লোক পথে পথে যাচ্ছে
বিলি হচ্ছে তৈরি খাবার ,মানুষেরা খাচ্ছে।
বিয়ে বা ' ভূজনা ' র খরচ বাঁচিয়ে কেউ কেউ নিরন্নকে দিচ্ছে
খোদা বা ঈশ্বরের আশীষ তারা অজান্তেই নিচ্ছে।
শ্রাদ্ধবাড়ি বা বিবাহ বার্ষিকীর খরচও কেউ কেউ বাঁচাছে
মানবতা মনে ঢুকে দেখি অনেককেই নাচাচ্ছে ।
মানবতা থামোনা তুমি,তাল ধরো তাক ধিন
নিরন্ন দুঃস্থ যেন সেবা পায় দিন দিন ।
সরকার বাহাদুর সেও সদা জনগণে সেবা দিতে ব্যস্ত
নানান দায়িত্ব ভিন্নে তারা করেছে যে ন্যস্ত।
আমফান - ইয়াস ঝড়ে আস্তানা উড়ে গেছে যাহাদের
ত্রাণ - রেশনে দুয়ারে কর্মসূচি বানিয়ে সেবা দেয় তাহাদের।
অনেকে রাজনীতিতে নামে জনগণে সেবিতে
কেউ কেউ না দেয় কান জনগণের সোচ্চার দাবীতে।
দেশ,রাজ্য বা জেলায় আরও বেশি সেবকের দরকার
প্রয়োজনে সেবা পাবে, খবর না রাখলেও চরকার।
সমস্যা বিষ ফোঁড়ার মতো ব্যথা করে টনটন
দেশের সম্পদ সমভাবে হচ্ছে না বন্টন।
দিকে দিকে অর্থ শিকারীরা টাকার পাহাড় জমাচ্ছে
সাধারণ কে দুঃখ দুর্দশার পথে টেনে নামাচ্ছে।
কর্পোরেটে যথেচ্ছ টাকা ঢালে সরকার বাহাদুর
দুঃস্থ কৃষককে সাহায্য দিতে কেটে যায় তাদের সুর।
কোভিড টীকা বন্টনেও আজ রাজনীতি চলছে
সকলে পাচ্ছে না টীকা , কেউ কেউ বলছে।
আমরা জনগন চাইছি সবে যেন টীকা পায়
না কেউ দুর্ভোগে ভুগে যারা আজ সেবা চায়।