Saturday, 26 September 2020

বিদ্যাসাগর স্মরণে --গোলাপ সিংহ





পরাধীনতায় জর্জরিত যখন ভারতীয় নারী, 
ছড়িয়েছেন তিনি নারী স্বাধীনতার বানী। 
সমাজ যখন কুসংস্কারের আছন্ন , 
সমাজ সংস্কারের পথ তিনি করেছেন প্রসন্ন।
বাল্যবিবাহের প্রতিবাদী যে মহান মানব, 
বিধবা বিবাহের তিনি প্রবর্তক।
নারী কল্যাণ ও সমাজ সংস্কার যার ব্রত,
তিনি সবার দয়ার সাগর, করুণার সাগর।
লিখে বর্ণ পরিচয় যিনি দিয়েছেন অদ্ভুত দান,
তিনি বাঙালির ঈশ্বর মহান।। 
রেখে গেছেন যিনি অসামান্য লেখনি, 
রয়েছে লিখা বিশ্ব মানবতার বানী।। 
মহান পান্ডিত্যের অধিকারী যিনি, 
বিন্দু মাত্র নেই অহংকারী, 
সত্যের পূজারী তিনি, আধুনিক সমাজ রূপকার। 
মহান মানব, নারী ও সমাজ সংস্কারক, 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শতকোটি প্রণাম।।

Copyright @ Golap Singha  
-----------------------------------------------------------------

Sunday, 20 September 2020

রাজীব লোচন বালা

"ঘোষণা এক- 'অভিসর্ন্দভ" 
       --রাজীব লোচন বালা 

পথ চলতে চলতে নিজের আঠালো যৌবনে , 
'মানুষ' ভূতুড়ে ভূতুম থেকে আবার ভূতের দিকে 
সব জ্বালাতনের জ্বলন্ত তুষে  ভেজার লিপ্সা 
সে এক ঘোষণার অভিসর্ন্দভ!

পরিযায়ী সে তো  সুজন , তারা বুনে বর্ষের ভাগ্য 
পথে- ঘাটে চোখ রাখলেই ঊষর জমিতে হৃদয় গাঁথে ,
তাদের চাওয়া বলতে সেই একটু খাবার- জল- কাপড়
সে এক ঘোষণার অভিসর্ন্দভ । 

ড্রাগ- মাফিয়া আষ্টে অষ্টম গন্ধ ধোঁয় দেখছি তিলোত্তমা
যে ছিল সেও কালোবাজারে শরীর বেঁচা- কেনা করে ,
ভদ্র সেজে, পাগল করছে পৃথিবী যে সে এক কামী ছিল; 
উৎসাহে লিখা চলছে ঘোষণা, সেও এক অভিসর্ন্দভ । 

সরস্বতীর ঘরে আজ বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের অনটন নাই 
পথে- ঘাটে লক্ষ্মীর ছড়াছড়ি, বুদ্ধির টানে গাঁজা জ্বলে ওঠে।
ভিক্ষুক আজ জেলের রুটিতে জীবন মাপে , সরকারীনামা 
আজও পেয়েছি সেই ঘোষণাই; 
যা কাল হবে কতগুলো রঙ্গীন ডিগ্রীর অভিসর্ন্দভ ।

Copyright @ Rajib Lochan Bala  
------------------------------------------------------

শ্রী রাজীব লোচন বালা  
কবি-লেখক 
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ  

 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

Voice Literary-Cultural Organization
---------------------------Voice----------------------------