পরাধীনতায় জর্জরিত যখন ভারতীয় নারী,
ছড়িয়েছেন তিনি নারী স্বাধীনতার বানী।
সমাজ যখন কুসংস্কারের আছন্ন ,
সমাজ সংস্কারের পথ তিনি করেছেন প্রসন্ন।
বাল্যবিবাহের প্রতিবাদী যে মহান মানব,
বিধবা বিবাহের তিনি প্রবর্তক।
নারী কল্যাণ ও সমাজ সংস্কার যার ব্রত,
তিনি সবার দয়ার সাগর, করুণার সাগর।
লিখে বর্ণ পরিচয় যিনি দিয়েছেন অদ্ভুত দান,
তিনি বাঙালির ঈশ্বর মহান।।
রেখে গেছেন যিনি অসামান্য লেখনি,
রয়েছে লিখা বিশ্ব মানবতার বানী।।
মহান পান্ডিত্যের অধিকারী যিনি,
বিন্দু মাত্র নেই অহংকারী,
সত্যের পূজারী তিনি, আধুনিক সমাজ রূপকার।
মহান মানব, নারী ও সমাজ সংস্কারক,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শতকোটি প্রণাম।।
Copyright @ Golap Singha
-----------------------------------------------------------------