"ঘোষণা এক- 'অভিসর্ন্দভ"
--রাজীব লোচন বালা
পথ চলতে চলতে নিজের আঠালো যৌবনে ,
'মানুষ' ভূতুড়ে ভূতুম থেকে আবার ভূতের দিকে
সব জ্বালাতনের জ্বলন্ত তুষে ভেজার লিপ্সা
সে এক ঘোষণার অভিসর্ন্দভ!
পরিযায়ী সে তো সুজন , তারা বুনে বর্ষের ভাগ্য
পথে- ঘাটে চোখ রাখলেই ঊষর জমিতে হৃদয় গাঁথে ,
তাদের চাওয়া বলতে সেই একটু খাবার- জল- কাপড়
সে এক ঘোষণার অভিসর্ন্দভ ।
ড্রাগ- মাফিয়া আষ্টে অষ্টম গন্ধ ধোঁয় দেখছি তিলোত্তমা
যে ছিল সেও কালোবাজারে শরীর বেঁচা- কেনা করে ,
ভদ্র সেজে, পাগল করছে পৃথিবী যে সে এক কামী ছিল;
উৎসাহে লিখা চলছে ঘোষণা, সেও এক অভিসর্ন্দভ ।
সরস্বতীর ঘরে আজ বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের অনটন নাই
পথে- ঘাটে লক্ষ্মীর ছড়াছড়ি, বুদ্ধির টানে গাঁজা জ্বলে ওঠে।
ভিক্ষুক আজ জেলের রুটিতে জীবন মাপে , সরকারীনামা
আজও পেয়েছি সেই ঘোষণাই;
যা কাল হবে কতগুলো রঙ্গীন ডিগ্রীর অভিসর্ন্দভ ।
Copyright @ Rajib Lochan Bala
------------------------------------------------------
শ্রী রাজীব লোচন বালা
কবি-লেখক
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
-------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Voice Literary-Cultural Organization
---------------------------Voice----------------------------
No comments:
Post a Comment