Saturday, 28 March 2020

Poem

🌷WHY I AM🌷
          ---Rajumoni Saikia

Destinatin of my journey is not still confirmed and fixed.
Oh my beloved poets,can you be able to say?

Inspired by inner force I am racing like a horse.
But dont know where to go and why.
Racing like wind of the open sky.

I stay with poems till midnight, elated to sleep with new born creations,
Awake like a poem,
Enjoy the beauty of life walking  with poems hand in hand.

Taking a poem in my pocket,
Sat on a chair in several times,
At the last raw of every poetry confluence,
Waited for the announcement of my name, sometimes waited  till the last name of the list.
Sometimes returened home without reading,
Bearing a saddest heart.

Unknowing the destination ,I am racing still.
Talks with my words.
Read how they depict my wish,
I try to tollerate listening the comments about my hope,
Observe how they carry me to the sky and  teach how to fly.

No one  is  still talling me , where the destination is confirmed  for me. No one can be!

Without hasitations,
Actually I am running for me unknowing the end. Because I am a poet; only write for me.
No destination is fixed for any poet , 
He travels , runs , flies untill he is happy.
I am the same ,racing happily.

Unknowing the destination I am racing.
Offering  flowers on my road some one kept peatals sometimes,
Puncuated me ,
Narrated many times till I  was upset, Estimated to make me fail , understimated,
Interprited to break my journey. 

Still I am burnning,
Though I am running
Picking  myself from the deep pond still racing like a  racing horse. My road is free.

Taking love from mom Sumanpriya, 
Taking courage from poet Rohini Behera,
Inpired by Rajdeep Choudhuri, 
Blessed by Joseph spenice Sr.
Racing and racing like a racing horse. 

Time is changed.
My poetries are racing becoming like a horse.
Its now torse bearer to me. Once raced for poetry,
Now poetry is carring me  from one place to another,
Thanks to Poet Binay and Sarbasish, Albenian poet Adritik Jace and Poet Delo Isufi.
Poetpriyotosh,
 Brother Manmohan,
Damudor and all Poet and poetries.

Started the journey from my  thousand years old little village Jagi to  Islampur and Raiganj via hyderabad.

Why I am and what for? 
Racing and racing, dont know why .
Destination of my journey is not still confirmed and fixed. 

Dear  beloved poets,  can you say where are to be gone and whats are waited for me?

Copyrights@ Rajumoni Saikia
**************************************
Rajumoni Saikia
Poet & Writer 
Jagi, Assam, India 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

কবিতা

"এ কেমন বসন্ত"        
        ---ক্ষমা কংসবনিক 
         
          এ কেমন বসন্ত? 
 রঙিন প্রেমের আভাস তিক্ত করণ যেন!
 ভাবনায় এত আতঙ্ক আজ কেন? 
 মনোরম কোকিলের ডাকে নেই কেন আনন্দ? 
 এ কেমন বসন্ত? 
 লাল পলাশের ভ্রমরের ছোঁয়া, 
 দেখেও চোখ আনমনা|
 রঙিন খামে মোড়া ভালবাসার কথোপকথন, 
 আজ আর ভালো লাগেনা|
 বন্দী চারদেওয়াল লাগছে আজ শুধু মন্দ, 
 জানি চারটি দেওয়াল আমারই গাঁথা মালা, তবু জীবন খোঁজে  না ছন্দ |
 আজ এ কেমন বসন্ত? 
 রংবেরঙের পাখির গান, 
 বাতাসে ভাসে বসন্ত|
 ভয়াবহ দিন মুখোশে ঢাকা বন্দী শরীর, 
 এ কেমন বসন্ত? 
 শান্ত আজ পথ, ঘাট, অজস্র মানুষের কোলাহল |
 নিঃশব্দ পৃথিবী আজ, বুঝি বিধাতা করছে ছল |
 এ কেমন বসন্ত? 
 যেখানে বন্দি শিশু খুশির অন্তরালে ফেলছে চোখের জল !
 যেখানে প্রাণহীন মানুষের লুপ্ত মনোবল |
 আজ এ কেমন বসন্ত? 
 বসন্ত পরিণত আজ এক বিষাক্ত ভাইরাস, 
 করোনা নামে পরিচিত আজ আমাদের বসন্ত ঋতু রাজ |

Copyrights@ K Kangsabanik  
**************************************

 শ্রীমতি ক্ষমা কংসবনিক 
কবি ও লেখিকা 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

কবিতা

"তৃষ্ণার্ত জীবন"
  --রাজীব মিত্র 

কুঁড়েঘর ঘর থেকে অট্টালিকা শেষ করেও
     মিটছে না খিদে - 
এদিকে চায়ে ভেজা বাশি রুটি চিবোতে চিবোতে
হিসাব মেলেনা আধ পেটা জীবনের।

রাতের চাঁদটাও বেইমানি করে ঝুঁকে থাকে।
মৃদু জোছনায় খেলায় মত্ত দুটো নগ্ন শরীর !
নিভে আসা লম্ফের আলোয় পাঞ্জাবির ছেড়া 
        খোঁজে মাষ্টার মশাই।

ভেবোনা চার দেওয়ালটায় বাঁধা আমি
ঠিকানা আমার পৃথিবী জুড়ে ।।

Copyrights@ R Mitra 
 **************************************
শ্রী রাজিব মিত্রব
কবি ও লেখক 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

গল্প

"আর্তনাদ" 
     --অহনা রায় চৌধুরী

-কাল তোঃ বিয়ে হয়েই যাবে, আজকের রাতটা তোমার পাশে শুতে দাও, প্লিস !
-না, একদম না !
-প্লিস, দাওনা !
-না, আমি চাইনা, বিয়ের আগের, রাতটা তুই আমার পাশে নার্সিংহোমের বেডে শুয়ে কাটাস !
-ডাক্তাররা পারমিশন দিয়েছে তোঃ, তাহলে !
-ওরা ডাক্তার, আমার শেষ কেমো টানার যন্ত্রণার দৃশ্য তুই সহ্য করতে পারবি না !
-ডাক্তাররা পারমিশন দিয়েছেন তোঃ !
-ওরা ডাক্তার, আমি মা.... তুই সুখী হস, অনুপম কে আমার আশীর্বাদ দিস, আর তোর গর্ভে যে আছে, তার নামের প্রথম অক্ষর যেন আমার নামের প্রথম অক্ষরটাই হয় !!
-মা, মা ও মা.... 
(চিরসম্পদ হারানোর আর্তনাদের কান্নাতে, ভরে উঠল নার্সিংহোমের কেবিন... পরেরদিন বাজলো সানাই, শাঁখ, হলো সিঁদুর দান, হলো অনুপম আর ঈশার বিয়ে )

    
© Ahona Roy Chowdhury 
**************************************

শ্রীমতি অহনা রায় চৌধুরী 
লেখিকা 
 হুগলি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

কবিতা

"সচেতনতা" 
      --জয়দেব বেরা 

চাই একটু শুধু সচেতনতা,
চাই একটু শুধু সতর্কতা;
আমার-তোমার-তোমাদের-
সবার একটু সচেতনতা,
বাঁচাতে পারে সমগ্ৰ এই বিশ্বকে।
পুরো পৃথিবীটা আজ -
করোনা ভাইরাসের আতঙ্কের খাঁচায় বন্দি।
সমগ্র মানবসমাজও আজ গৃহ বন্দি।
চারিদিকে শুধু শোনা যায় ,
করোনা ভাইরাসের আতঙ্কের কলরব।
এই বিশ্বটা আজ যেন ভরে গেছে;
মানুষের লাশের পাহাড়ে।
ক্রন্দনরত পৃথিবীটা ! পুরো আবৃত-
হয়ে গেছে কবরের সাম্রাজ্যে।
কোথাও নেই একটুকু প্রানের
স্বস্তি নেওয়ার জায়গা।
চারিদিকে শুধু ভাইরাসের হাহাকার ও আতঙ্ক।
তাই বলবো, এসো এই ভাইরাসকে রুখতে সবাই হই একটু সচেতন ও সতর্ক।
তাহলেই, এই মানব সমাজ,
দেখতে পাবে একটু বাঁচার আশার আলো।

**************************************

শ্রী জয়দেব বেরা 
কবি ও লেখক
পূর্ব মেদিনিপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------



Tuesday, 24 March 2020

প্রবন্ধ

"নিজের খেয়াল রেখো" 
            ©অর্পণ বসাক

তারপর কালকের খবরের কাগজে বড় বড় হরফে লেখা -- 
"গোটা বিশ্ব কে মুক্তি দিলো করোনা।"
ইতালি, চীন, ভারত সবার স্বস্তির নিঃশ্বাস। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ,
ইউনিভার্সিটিতে আবার পঠন পাঠন শুরু হবে। প্রধানমন্ত্রী মন কী বাত এ এসে বলবে মেরে পিয়ারও দেশবাসী.
না! না! কল্পনা নয়। এ সত্যিই একটা মীরাক্কেল। সত্যিই এ আগামীর ভালো থাকার উৎসবের এক আগাম প্রস্তুতি।তার আগে এ কয়টা দিন প্রিয় পৃথিবীকে ভালোবেসে দেখো, শিক্ষা নিয়ে দেখো প্রাশ্চাত্য দেশগুলি থেকে।

                     এতদিন ইতালির গল্প শুনছি। এক এক করে আমাদের দেশেরও ,এবার রাজ্যে। হম মৃত্য হানা দিয়েছে,বাতাসের সেই অণুজীব শুনছে না কারো কথা, মানছে না বাধা নিষেধ।যেখানে সবাই লক ডাউন হওয়ার কথা বলছি সেখানে গায়ে বাতাস লাগিয়ে ঘুরছি এখনো। আমাদের উদাসীনতার ছবি ফেসবুকে ভাইরাল করছি আর কিছু লোক তাতে হাহা  রিয়াক্ট করছি। শিল্পের শহর ইতালিকে দেখে শিখছি কই? যেখানে মৃত্যুর কাছে হেরে যাচ্ছে জীবন,যেখানে ডাক্তার নার্সদের নিরলস পরিশ্রমও ব্যর্থ হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে হৃদস্পন্দন ঠিক সেখানেই আমরা বোধয় মহামারীর ইতিহাস লিখতে যাচ্ছি। ভয় হচ্ছে না বরং গায়ের জোরে নিজেরাই একেকজন ডাক্তার, বিজ্ঞানী, কিংবা বুদ্ধিজীবী হয়ে গেছি।  
  
                         আপনার তো ঘর আছে। কিন্তু ভাবুন তো যাদের ঘর নেই দোর নেই,  তাঁদেরও তো বাঁচার অধিকার আছে। একবার ভাবুন তো ,আপনি একদিন তো মরেই যাব বলেই বাইরে বের হলেন, আর অপনার জন্য কেনই বা ডাক্তার নার্স বা সরকার নিজের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা করবেন? কেন করবেন? আর যদি নিতান্তই মরতে চান প্লিজ নিজে ঘর থেকে বেরিয়ে পথশিশুদের ভবঘুরেদের নিজের ঘরটি ছেড়ে দিন।

                     ইতালিতে যেমন কবর খোঁড়ার লোক নেই, প্রিয়জনকে ছুঁয়ে দেখার সাধ্য নেই, প্রেমিকের চোখের জল মোছার জন্য মায়ের মত সেই প্রেমিকাটিও নেই। আসুন না একবার প্রতিজ্ঞা করে দেখি 
এই জন্মভূমিকে আমরা  শ্মশান হতে দেব না......
এই জন্মভূমিকে আমরা মৃত্যুর স্বর্গ রাজ্য বানাবো না.........
এই ভারতবর্ষকে অণুজীবের আঁতুরঘর বানাবো না.....
তারপর সবাই একসাথে গলা মিলিয়ে  গাইব জন গন মন.........।। 

Copyrights@ A Basak  
****************************************
শ্রী অর্পণ বসাক 
লেখক 
গঙ্গারামপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------


Sunday, 22 March 2020

কবিতা

"করোনা হতে মানুষ বাঁচুক" 
           ----বিজয় সরকার 


বিশ্বজুড়ে আজ করোনা মহামারী
গ্রাস করেছে মানবজাতি, 
মৃত্যু মিছিল চলছে বেড়ে 
কেউ জানে না থামবে কবে? 

ধর্মভেদ, জাতিভেদ.........
করোনা ভাইরাস করে না 
সর্ব শরীর গ্রাস করে
কারো বারণ শোনে না। 

মৃত্যু ভয় কাকে বলে............? 
আজ মানুষ বুঝছে হাড়ে হাড়ে। 
মানব জীবন বাঁচাতে চাইলে 
বন্দী থাকো আপন ঘরে,
নিজের সতর্কতা নিজে নিলে 
করোনা ছড়াবে না মানুষে-মানুষে।।  

সবে মিলে করো প্রার্থনা 
করোনার মোকাবিলা করছে যারা 
বাঁচুক তারা বিশ্বজোড়া। 

 বিশ্ব বাজার অর্থনীতিতে
আজ বড় ধস নেমেছে,  
মানুষের যা কিছু ছিল আস্ফালন 
করোনার আতঙ্ক সবই গ্রাস করেছে। 

মানুষ শুধু আজ বাঁচতে চায় 
করোনা হতে চীরতরে মুক্তি চায়। 
আজ মানুষ, বাঁচুক, বিশ্ব বাঁচুক 
নির্মূল হোক করোনা। 

মোরা সবাই মিলে সতর্ক থেকে
করি করোনার মোকাবিলা।
গড়ব আমরা নতুন ইতিহাস
সচল রাখব মানব সভ্যতা।।

Copyrights@ Bijoy Sarkar 
Date: 22-03-2020 
 ****************************************
Bijoy Sarkar 
Poet & Writer 
Raiganj, West Bengal, India 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------