Friday, 28 May 2021

কে তুমি - শিপ্রা দেবনাথ (টুলটুল )


তোমার অবস্থান এখন আলোকবর্ষ দূরে  
তুমি এখন অন্য কেউ 
মহাশূন্য প্রকৃত পক্ষে সুগভীর অন্ধকার হলেও
আমি সেখানে বিচ্ছুরিত আলোক ছটা দেখতে পেতাম
ভেবে নিতাম সেই উজ্জ্বল রশ্মি শুধু আমার জন্য
আমায় ছুঁয়ে যাচ্ছে আমি ভিজছি
ঘুম ভাঙ্গার পর দেখলাম সব স্বপ্ন ছিল
তুমি প্রত্যেকটা ক্ষণেই আমাকে বুঝিয়েছো
ভাঙ্গিছ গড়িছ প্রতি ক্ষণে ক্ষণে 
অভিনয় জগতের শ্রেষ্ঠ!
স্বপ্ন আর কল্পনা এক নয় স্বপ্নটা কেউ দেখায়
কল্পনাটা নিজের, আমি কল্পনা নয় বাস্তবে বিশ্বাসী
তাই বাস্তবায়ন চাই, সেখানে তোমার অনীহা।
দুদিন পর পর একটা নামের তকমা অন্যের
শরীর-মন জুড়ে এঁটে দাও। সেখানে আমার আপত্তি
আর আমার আপত্তিই আমার বিপত্তি
মাঝে মাঝে তাকে না পাওয়ার বিজ্ঞপ্তি জারি করো
সহানুভূতি আদায়ের পরিপক্ক রাস্তা
ছোটো বালক বালিকার ন্যায় লুকোচুরি খেলা
কি দরকার বল, আমি তো সেই কবে পাল তুলে
ভেলায় চড়ে ছিলাম তীরে ভীরবো বলে
খেয়াল করনি ফুটো ছিল জলে ডুবে গেছে তরী।
যেতে পারো দূরে অনেক দূরে কানামাছি খেলা
ভাল্লাগেনা নিজের সাথে নিজের প্রহসন
মন্ডা মিঠাই সন্দেশ যা যা ভালোবাসো 
সবই তোমার  হাতের কাছে আছে।
মিথ্যাচার সইতে পারিনা, ঈশ্বরের খেলা মেনে নিতে হয়
কারণ তার উপরে কেউ নেই সে সব সময় ঠিক করে
আমাকে দর্শক হয়েই থাকতে হয়।
অনেক ঝড় বয়ে গেছে অনেক তুফান 
নাড়িয়ে দিয়েছে অন্তরাত্মা অস্তিত্বের প্রশ্ন করে কে তুমি???

Thursday, 27 May 2021

ক্যান্সার আলো - ইমন দত্ত



যাই সত্য, তাই রক্তের প্রবীণ জমাট বাঁধা অশ্রুর গলায় ক্যান্সার হয়ে দাড়ায়। তোমার গ্লানির এক ভেঙে যাওয়া গ্লাসে, বরফ খোঁজে মরুভূমির তপ্ত বাতাস। উল্লাসের অর্ধেক আয়োজনে সিংহাসনে ধস নামে, অঙ্কের ওজন শূন্য মাধ্যাকর্ষণে দাড়িয়ে থাকে। একের পর এক দেহ কাটতে কাটতে সে রাবণ হতে চায় এবং সেই দেহ সারিসারি সাজিয়ে পৌছাতে চায় স্বর্গে।শতাব্দীর ধূসর পাচিলে, সবুজের মৃত্যু সৃষ্টি করে নিরাশার মরুসাগর। তবুও স্বপ্নে আসে দূরের সবুজ গ্রাম,অল্প আলো, সাথে জং ধরা ভাঙা সাইকেল আর মনের দীর্ঘ অঞ্চল জুড়ে স্থাপিত এক দেশ।  
যেখানে সত্যঅন্বেষণে খসে পরে তারা,দুর্নীতির ড্রেনে ছড়িয়ে পরে বিষ। উন্মুক্ত আঙ্গিনায় ফুল ফোঁটে হাজার, যেইদেশে আলোকেও সাজতে হয়  একমাত্র বিস্ট। 

বালুরঘাট 

জীবনের মানে - কনিকা রায়




জীবন মানে যুদ্ধ ক্ষেত্র!
জীবন মানেই লড়াই!!
তবুও মানব, এ জীবনে কেন করো বড়াই।

জীবন মানে ভাঙ্গা-গড়া!
জীবন মানেই দুঃখ সুখের অজশ্র আনা গোনা!!
তবুও এ জীবন ছেড়ে পালাতে পারবে না।

জীবন মানে কালবৈশাখী!
জীবন মানেই ঝোড়ো হাওয়া!!
জীবন তবু যায় না তোকে,
একটু ও ফাঁকি দেওয়া।

জীবন মানে প্রতিযোগিতা!
জীবন মানেই মান অভিমান!!
হে মানব তুমি যাচ্ছো কেন ভুলে এ জীবন যে 
ভগবানের-ই দান।
---------------------------------------

Wednesday, 26 May 2021

ক্ষমতার ক্ষয়িষ্ণুতা - ইমন দত্ত



হঠাৎ এক ক্লান্ত রাতে,ব্যর্থতাই লাঙ্গল দেয় সেই জীবনের অক্ষম জমির। বহু প্রান চলাফেরা করে স্তব্ধ বিকেলের সেই মলিন হাওয়া খেতে খেতে। সবুজের ক্ষেত, স্বপ্নের বিজ্ঞাপনে নিয়ে আসে উদবাস্তু অরাজকতার পতঙ্গকে। কেটে দেয় যাবতীয় বন্ধনের উন্মুক্ত আবরণ। একাগ্রতার একলব্যে বারবার কেটে যায় আঙুল, ছলনার ছিদ্র দিয়ে আসে সিংহাসনের জারজ ধুমকেতু।
এই জীবন হিরোশিমা নয়, নয় চক্রান্তে আটকে যাওয়া বিপ্লবীর অন্তর্জাতিক অনুসন্ধান।বাস্তবতার বিদেশী অস্ত্রাগার ভেঙে দেয়, দুই কাধে পৃথিবীর ওজন বওয়া শরীরের আকশগঙ্গাকে।ধুলোর জমিতে আসতে দেয়না স্বর্গের শিড়ি। 
মাটির ঘরেই সুখের পৃথিবী,পাশের পুকুরের শ্যাওলা জলে কাব্যের নবজাগরণ। বিশ্বের বিশ্বাস ভেঙে শ্বাসকষ্ট শুরু হলে,হিংস্র বিপ্লব নিয়ে আসে শতাব্দীর ধ্বংসাত্মক আক্রমণ। 
রাবণ তবুও রাক্ষস নয়, রামের রাশিতেই জন্ম। 
রাশিয়া কিমবা আমেরিকা কিন্তু তার দেশ নয়,এই মাটিতেই আসুক দক্ষতার মুদ্রাহীন সাবলীল উন্নয়ন। খেতে দাও এ জগত সভায়,পাকস্থলী ক্রমশ পাকিস্তান। 
এই মহামারী আসল মৃত্যু নয় আমাদের, একাগ্রতার যদি হয় অন্তিম অবসান। 


@ দক্ষিণ দিনাজপুর

সভ্যতার অন্ধকার - ভক্ত গোপাল ভট্টাচার্য

        
            হৃদয়  নিয়েছি  খুলে;   শব্দচাতকের   সুখ  চেয়ে 
   একদিন   যারা   বলেছিলো, এই খানে  রাস্তার   বাঁকে
    দরজা   খোলা  তারাও  হারিয়ে    
  হাওয়ার    দাপটে    ভেসে   চলে   রক্ত  ছবির  গান 
বেঁচে   আছি   সৌরভ   ভরা   পঞ্চভূতের   পৃথিবীতে  ।
    তোমার    চেতনার   স্পর্শ    লাগিয়ে 
     ভাবনায়   আকর্ষিত    করেছো 
মানব   কূলের  ভালোবাসার   বাহক   তুমি 
 সৃষ্টি   কর   মানুষের   নতুন   চলার   পথ,
ছন্দের   তালে   মিলিয়ে   চলি     বিশাল    ভবিষ্যতে 
কেউ  বেনিয়মের  খেলায় মেতে   থাকে সাদা  মেঘেদের মতো 
    স্বপ্ন     দেখি   ধ্বংস    লেগে    আছে 
  সভ্যতা ,  অন্ধকার   তার   রূপকথায়    ।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Tuesday, 25 May 2021

"এ সত্য আসল নয়" -- ইমন দত্ত



এই পৃথিবীর শূন্য গহ্বরেই  লুকিয়ে থাকে ব্রহ্মাণ্ডের রাজনৈতিক ওজন। চোখের পাতার নেশার মন্ত্র, মন্ত্রীর মুদ্রা ছাপে। ব্লেডের তীক্ষ্ণতা 
সব জনঘনত্ব মুছে দেয় কশাই সেজে। তোমাদের  
স্লিপিং পিল শেষ করে প্রেমের আচ্ছাদন। হৃদয়ের বটবৃক্ষে আর পাখির বাসা দেখা যায়না,আর আশ্রয় দেবেনা সে স্বার্থপরায়ণ বোবাদের। ধৃতরাষ্ট্র রাষ্ট্র, বারুদ আনে জাতির বিভিন্ন বাড়িতে। তবুও নিদ্রাহীন পেঁচা পরমাণু ছুড়বে তোমার বিল্ডিংগুলির দেহে। ভায়োলেন্স, শান্তির পায়রা সেজে উড়ে বেড়ায় আকাশ বাতাসে।উড়োজাহাজের অন্তর্ধান চক্রান্তে, ক্ষেতে লাগায় আগুন। নক্ষত্রের মিছিল থমকে যায় তপ্ততায়। আকাশে বাজেনা আর বসন্তের বাঁশি। 
শীতেই শেষ মৃত্যু, এই সত্যের। 
রঙের ডাইমেনশন হয়ত আসল Enlightenment নয়।


বালুরঘাট, দক্ষিন দিনাজপুর 

ফিরে এসো --সত‍্যব্রত ধর


বসন্তের সব প্রভাত
ফুরিয়ে যাওয়ার আগেই
তুমি ফিরে গেছো,
আলটিমেটলি হ‍্যাপিনেসের
লোভে পরে সব ঘুম
চুরি গেছে আমার,
এতকাল কিছুই
বুঝিনি জানো...
কিন্তু এখন টের পাই।

বাতাসের করিডোরে
বৃষ্টি নামতেই ওদিকে পলাশের বনে
উপচে পড়েছে রোদ,
শাখায় শাখায় আবার
বসন্ত এলেও
ভেসে গেছে জীবনের সব অধ‍্যায়,
বিপরীত শব্দের দুপুরে
উড়ন্ত ধূলিপটল নোনা-পাঁচিল পেরিয়ে
উড়ে আসে আজও।

আমি সময়ের অন্তরীক্ষে
পৌঁছে দেখি চুরি গেছে
কামুক ভোর,
এসব চৈত্রের নিসর্গ উপাদান
অথবা শুধুই
মানসিক ব‍্যবচ্ছেদ হয়তো,
আমি তো শুধুই উন্মাদ চিরকাল
তাই বসন্তের রোদ্দুর হয়ে
আবার ফিরে এসো।

বিদ্রোহী কান্ডারী --অভিষেক দাস‌



উন্মত্ত ব্রিটিশ শাসন কলমেই ছারখার
এক বৃন্তে মুসলিম আর হিন্দুতে একাকার। 
আগুন জ্বলেছে সাধারণ বুকে স্বাধীন হবার নেশা
কারার ঐ লোহার কপাট ভেঙে খানখান দশা। 
গরীবের পেট গরীবের ছেলে খাওয়া ছেড়ে দেশ বোঝে
ঘরের নারী নির্যাতনের যবনিকা হল যুঝে।
কবির ভাষায় বাধা আসে আর ভারতের গানে জয়
টিকি দাড়ি নিয়ে গবেষণা তার কবি দুর্বার, নির্ভয়।
এপার ওপার বাংলার বুকে স্বাধীনতা 'ভাতজল'
নজরুল তার কান্ডারী আর দেশের মানুষ বল।

*"সাম্যের গান*" --সঞ্জয় কুমার শীল।



সাম্যের গান গেয়েছো তুমি,
নিপাত করেছো জাতের লড়াই।
ধর্ম নয়,মানুষ বড়,
এই হোক জাতের বড়াই।
হিন্দু না ওরা মুসলিম,আলাদা করে দেখনি তুমি।
সবাই মোরা ভারতবাসী,
ভারত মোদের মাতৃভূমি।
এই ছিল তোমার গান,
আশীর্ব্বাদ কর কবি,
আমরা যেন রাখতে পারি, 
তোমার কাজের মান।


তপন, দক্ষিন দিনাজপুর
-----------------🙏-----------------------