Tuesday, 25 May 2021

ফিরে এসো --সত‍্যব্রত ধর


বসন্তের সব প্রভাত
ফুরিয়ে যাওয়ার আগেই
তুমি ফিরে গেছো,
আলটিমেটলি হ‍্যাপিনেসের
লোভে পরে সব ঘুম
চুরি গেছে আমার,
এতকাল কিছুই
বুঝিনি জানো...
কিন্তু এখন টের পাই।

বাতাসের করিডোরে
বৃষ্টি নামতেই ওদিকে পলাশের বনে
উপচে পড়েছে রোদ,
শাখায় শাখায় আবার
বসন্ত এলেও
ভেসে গেছে জীবনের সব অধ‍্যায়,
বিপরীত শব্দের দুপুরে
উড়ন্ত ধূলিপটল নোনা-পাঁচিল পেরিয়ে
উড়ে আসে আজও।

আমি সময়ের অন্তরীক্ষে
পৌঁছে দেখি চুরি গেছে
কামুক ভোর,
এসব চৈত্রের নিসর্গ উপাদান
অথবা শুধুই
মানসিক ব‍্যবচ্ছেদ হয়তো,
আমি তো শুধুই উন্মাদ চিরকাল
তাই বসন্তের রোদ্দুর হয়ে
আবার ফিরে এসো।

No comments:

Post a Comment