কবিতা
--------
কবি পরিচিতিঃঃ কবি , প্রাবন্ধিক ও ঔপন্যাসিক সুকুমার সরকারের জন্ম 1965 খ্রিষ্টাব্দে । ছাত্র জীবন থেকেই সুকুমার সরকার গল্প , কবিতা , প্রবন্ধ লিখছেন । বিভিন্ন বিষয়ে তাঁর আগ্রহ। বিশেষ করে পুরা-প্রত্ন বিষয়ে আগ্রহ একটু বেশি । তাঁর গল্প কবিতাতেও তার প্রভাব রয়েছে ।
2019 খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাঁর সার্বিক সাহিত্য কর্মের জন্য 'বঙ্গরত্ন' পুরস্কার প্রদান করেছেন ।
এ ছাড়াও 1985 ও 1986 খ্রিষ্টাব্দে প্রবন্ধ ও কবিতার জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা ও সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে পুরস্কৃত হয়েছেন ।
1989 খ্রিষ্টাব্দে 'আল্লাহর নিরাপদ ঘর' নামক কবিতার জন্য রেডিও তেহরান থেকে পুরস্কৃত হয়েছেন ।
পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন "রাজশাহী লেখক পরিষদ (বাংলাদেশ)" , "বুলবুল সাহিত্য পরিষদ (কলকাতা)", " মালদা সাহিত্য পরিষদ (মালদা )" , "প্রগতি লেখক সংঘ" (ঢাকা, বাংলাদেশ ), "সূর্যপট (যাদবপুর, কলকাতা)",
"সৈয়দ আহসান আলি স্মৃতি রক্ষা সমিতি" (মুর্শিদাবাদ)", "উত্তরের রোববার (বালুরঘাট)" , "লহমা সাহিত্য পরিষদ ( বাঁকুড়া)" সহ বিভিন্ন সংস্থা কর্তৃক ।
বর্তমানে তিনি দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে বাস করছেন । তাঁর লেখার মূল প্রেরণা একুশ শতকের নতুন দর্শন "প্রগতিশীল উপযোগ তত্ত্ব"-এর প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকার এবং তাঁর নব্য-ফলিত জীবনাদর্শ নব্যমানবতাবাদ (Neo-Humanism) ।
বর্তমানে তিনি 'উত্তরবঙ্গ সংবাদ ' , 'দেশ পত্রিকা' , ' আনন্দবাজার পত্রিকা ' , 'আজকাল', 'যুগশঙ্খ', 'নোতুন পৃথিবী' , 'বালুরঘাট বার্তা' সহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে নিয়মিত লিখে চলেছেন ।
লেখকের প্রকাশিত ও প্রকাশিতব্য গ্রন্থ :
● "নবান্নের বর্ণমালা স্বাদ " -- কাব্যগ্রন্থ-(2010 ) ।
● "ধ্বস্ত পৃথিবীর মনুসংহিতা " -- কাব্যগ্রন্থ- (2014 ) ।
●" ফকির লালন জানে" -- গল্পগ্রন্থ-(2014 ) । ● "ঐতিহাসিক বাণগড় বাণরাজা ও বিরুপাক্ষ শিবমন্দির " -- প্রবন্ধ গ্রন্থ-(2014) ।
●"নব্য মানবতাবাদ ও বাংলা ছোটগল্প"
-- সম্পাদিত প্রবন্ধ সংকলন-(2014 ) ,
●"স্বপ্ন স্বদেশ" -- উপন্যাস-(2015) ,
● "ছোটদের প্রভাতরঞ্জন " - শ্রীপ্রভাতরঞ্জন সরকারের জীবনীগ্রন্থ-(2017) ।
● "পথ ও পথিক"-- উপন্যাস (2020)
প্রকাশিতব্য গ্রন্থ :
● " বাংলা ভাষা ও তার উপভাষা " (প্রবন্ধ গ্রন্থ ) ।
● "রাজবংশী জাতি ও ভাষার প্রকৃত ইতিহাস"
(প্রবন্ধ গ্রন্থ ) ।
● "সাত বছরের এক কিশোর মুক্তিযোদ্ধার কাহিনি" ( উপন্যাস )।
● " নব প্রজন্মের পাথেয় " ( প্রবন্ধ গ্রন্থ) ।
● " বাঙালিস্থান : এক মুক্ত জীবনানন্দ" ( প্রবন্ধ গ্রন্থ) ।
বদল
(এক)
প্রতিরাতে আমার ঠিকানা বদল হয়
কখনো ভেনাস , কখনো মঙ্গল , কখনো চাঁদ ।
মহাশূন্যে ভাসতে ভাসতে প্রতিরাতে ভিন্ন স্টেশন
পতনের পর দেখি প্রতিটি গহ্বর একই অন্ধকার
কেবল আমার স্বপ্নগুলো রঙিন আর আলো ঝলমল ।
(দুই)
যে প্রশ্নের উত্তর খুঁজতে আমার যাত্রা শুরু
ইদানিং সেই প্রশ্নই আমাকে তাড়া করে ফেরে !
আমি মনে মনে বলি , বদলটা কার হয়েছে
আমার , না আমার অদ্ভুত দর্শন আয়নার ?
আয়নার সামনে দাঁড়ালে যে আমাকে আমি দেখি
সে আমি এই আমি নই !
আমার কৈশোর , যৌবন আর
বার্ধক্যের ভেতর থেকে বেরিয়ে আসা
অন্য এক আমি !
সে আমি রাক্ষুসে গাছ , হাঙর , কুমির
কখনো রক্তচোষা গিরগিটি, জোঁক
কখনো বা আমার মৃত স্ত্রীর অতৃপ্ত আত্মা !
----------------------------------------------------------------
আদম
বেহেস্ত থেকে বিতাড়নের পর
আমি তো বেহেস্তে ফিরে যেতে চাইনি !
তুমিই টানছো বারবার করে
তোমার হাজারো বিধান দিয়ে ।
ও আমার নির্বোধ খোদা !
তবে কি ভুল করেছিলে
আমাকে বেহেস্ত থেকে বিতাড়িত করে ?
আমি তো আমার মতো করে
পৃথিবীটাকেই বেহেস্ত করে নিয়েছি
আমার ভালোবাসার একেশ্বরীর সঙ্গে !
তুমিই লোভ দেখাচ্ছো হাজার নারীর !
সে সব নিয়ে তুমি একাই থাকো
তোমার নীরব বেহেস্তে !
আমি এই পৃথিবীতেই থেকে যাব
পৃথিবীর ঈশ্বরীকে ভালোবেসে !
--------------------------------------------------------------------
সংকেত
ঝড়ের সংকেত বুঝতে পারিনি
সে দায় ঝড়ের ছিল না
ঝড় তাই উপড়ে দিয়েছে শিকড় !
মাটির বুকে কান পেতে
শুনতে চাইনি মাটির কান্না
মাটি তাই ভূকম্পনে ফেলে দিয়েছে ঘরবাড়ি।
অথচ সামান্য পিঁপড়েও
পড়ে নিয়েছিল ঝড়ের সংকেত
নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল ঝড়ের আগেই ।
আমার অহংকারের উঁচু মাথা
এত উঁচু হয়েছিল
গাছেরাও লজ্জা পেয়েছিল ,
লজ্জা পেয়েছিল হিমাদ্রি হিমালয় !
অথচ আমি কোনো লজ্জা পাইনি !
আমার লজ্জায় লজ্জিত বিশ্ব প্রকৃতি তাই
ক্ষণিক থামিয়ে দিয়েছে আমার ঔদ্ধত্য চলা ।
জানি শত চেষ্টা করেও আর ফিরে পাবো না
হারানো সম্ভ্রম আর মায়ের নকসিকাথা সুখ !
Copyrights@ Sukumar Sarkar
------------------------------------------------------------------
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------