রাষ্ট্রে রাষ্ট্রে তারকাঁটা থাকবে যতদিন গেঁথে,
এ পৃথিবীতে যুদ্ধ নামবেই প্রতি সন্ধ্যেতে এসে!
কে বলেছে পৃথিবীর ঘর আছে?*
পৃথিবীর ঠিকানা আছে?
পৃথিবী নাকি "মায়ের বুক"?
খুলে দ্যাখ তোর মায়ের বুকের ছাতি-
শুধু পড়ে আছে বারুদের বীজ!
কষ্টের বিষ!
আর "সব দখলের" রাষ্ট্রনীতির পাতি বুজরুক্!
এই যাযাবর পৃথিবী সহস্র শতাব্দী ভর-
*যুদ্ধের শূলে এঁটে আমৃত্যু যেন বাঁচে!*
যুদ্ধ নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়"
মৃত সন্তানের কফিনে মাথা ঠুকে-
ফুঁপরে ফুঁপরে আজও পৃথিবী যেন কাঁদে!