Wednesday, 20 October 2021

স্মৃতির পাতায় - মিঠুন সরকার



চোখ মেলা ভোরে 
সেই পাখির কলতান 
আপন ছন্দে গেয়ে যায় 
নদী তার গান, 
কোন সে দিক হারানো 
মিষ্টি মাতাল হাওয়া, 
মেঘ শূন্য আকাশ মাঝে 
নিজেকে  খুঁজে পাওয়া !
হরিদ্রাভ ঈষৎ আলোয় 
বৃক্ষরাজের স্নান, 
হেডফোনে বেজে ওঠা 
পুরোনো দিনের গান, 
এসব কিছুই স্মৃতির পাতায় 
ব্যস্ত দিনের মাঝে 
আপন সুরে কভু কভু 
হৃদয় কোণে বাজে !

Monday, 18 October 2021

রুপের ঝলক ( প্রেমের কবিতা সংকলন ) - - মুজিবর রহমান মল্লিক


 


তোমার রুপে বিশ্ব সারা,
     তোমার রুপ দেখে আমি শিরহিত।
তোমার রূপ আমি বারে বারে দেখেছি,
             সেই রূপে রূপে তুমি রূপায়িত।
প্রতিক্ষণে তোমার রুপের ঝলকে,
                                  এ বিশ্ব মোহিত।
যে রূপ মনমোহিনী,
            সৌন্দর্যের ধারা অব্যাহত,
তোমার রূপের আকর্ষণ,
                    হৃদয় গভীরে।
আমি আজ নির্বাক,
          তোমার রুপের ঝলকে।
সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি,
     তোমার সৃজনশীলতা আর কৃষ্টি।
তাই তোমার রূপ,
         দেখতে চাই বারে বারে।
তুমি বিরাজ করো,
          আমার পদ্ম কাননে।।



লুকোচুরি - সুনীপা শী


ডাকছে মা আমার খোকা খোকা কোথায় ওরে? 
মাগো, পাচ্ছি আমি শুনতে। 
দেবনা কো সাড়া আমি তোমার ডাকে। 
লুকায় রই চুপটি করে, 
ঘরের ঐ কোনাতে। 
মিটমিটিয়ে হাসি আমি, তোমার ডাকেতে। 
দেখছি আমি লুকিয়ে লুকিয়ে, 
আমায় তুমি খুজছ কেমন করে। 
এদিক, ওদিক খুঁজে বেড়ায় 
চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটাও
হঠাৎ দেখি মাগো - 
তোমার দুটি চোখ করে ছলো ছলো। 
কান্না কাটি করো তুমি। 
তাই দেখে, পারিনাকো আমি আর থাকতে লুকিয়ে। 
এসে বলি মাগো কঁদছো কেন অমন করে। 
এই তো আমি তোমার সামনে। 
জরিয়ে ধরে বললো মা আমায় - ছিলিস কোথায় এতখন? 
আমি যে তোকে খুঁজে মরি। 
এতো ডাকি তোকে আমি 
দিসনে কেন সাড়া। 
খেলছিলাম যে আমি, তোমার সাথে লুকোচুরি। 
পাওনি যে খুঁজে আমায় তুমি। 
দেব কেন ধরা তোমায়? 
সেই তো দিলাম শেষে আমি
ধরা  তোমার কাছে। 
তোমার দুটি চোখে জল দেখে 
আমার বড় কষ্ট হলো যে, 
লুকায় আর পারিনাতো থাকতে। 
এলাম আমি তোমার কাছে 
ধরা দিলাম শেষে।