ডাকছে মা আমার খোকা খোকা কোথায় ওরে?
মাগো, পাচ্ছি আমি শুনতে।
দেবনা কো সাড়া আমি তোমার ডাকে।
লুকায় রই চুপটি করে,
ঘরের ঐ কোনাতে।
মিটমিটিয়ে হাসি আমি, তোমার ডাকেতে।
দেখছি আমি লুকিয়ে লুকিয়ে,
আমায় তুমি খুজছ কেমন করে।
এদিক, ওদিক খুঁজে বেড়ায়
চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটাও
হঠাৎ দেখি মাগো -
তোমার দুটি চোখ করে ছলো ছলো।
কান্না কাটি করো তুমি।
তাই দেখে, পারিনাকো আমি আর থাকতে লুকিয়ে।
এসে বলি মাগো কঁদছো কেন অমন করে।
এই তো আমি তোমার সামনে।
জরিয়ে ধরে বললো মা আমায় - ছিলিস কোথায় এতখন?
আমি যে তোকে খুঁজে মরি।
এতো ডাকি তোকে আমি
দিসনে কেন সাড়া।
খেলছিলাম যে আমি, তোমার সাথে লুকোচুরি।
পাওনি যে খুঁজে আমায় তুমি।
দেব কেন ধরা তোমায়?
সেই তো দিলাম শেষে আমি
ধরা তোমার কাছে।
তোমার দুটি চোখে জল দেখে
আমার বড় কষ্ট হলো যে,
লুকায় আর পারিনাতো থাকতে।
এলাম আমি তোমার কাছে
ধরা দিলাম শেষে।