Wednesday, 31 March 2021
মনের কথামালা
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/31/2021 07:20:00 am
No comments:
লেবেলসমূহ:
মনের কথামালা
Tuesday, 30 March 2021
আবির্ভূতা - বর্ণালী রায়
হনহন করিয়া দখিনা হাওয়া
ছুটিয়া আসিয়া মোর হৃদয় চুর করিয়া
কোন অন্তে মিলিয়া গেলো।
বৃক্ষশাখা শনশন করিয়া
কিছু কহিয়া গেল।
পায়ের মল ছনছন ছনছন
করিয়া পুলকিত হইয়া উঠিল।
এ কি হইলো এ কী হইলো বুঝিতে পারিলাম না
কেন এমন হইল তাও তো বুঝিলাম না!
লক্ষ বছর হইল অকূলে ভাসিয়া গিয়াছি
কেহ তাহা না জানিয়াছে....
তবে,অপেক্ষা কি মোর ঘুচিয়াছে?
কেহ কি আসিয়া পোড়া কপালে মোর জুটিয়াছে?
সাতিশয় শোকাভিভূত হইয়া
নিরতিশয় আকুলতা প্রদর্শন করিতে
ব্যস্ত হইয়া পরিলাম।
উৎকন্ঠিত হইয়া বলিয়া উঠিলাম...
কেহ কি আসিয়াছো???
প্রবঞ্চনা বাক্যে সান্তনা প্রদানের চেষ্টায়
কিছু আভাস দিয়া গেল পক্ষীরা।
মনে আর অনুমাত্র আশঙ্কা রহিল না,
অতঃপর আবির্ভূত হইল এক মনোহর মূর্তি।
আহা্ কি চমৎকারিণী চিত্ততারিণী ||
--------------------------ল--------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/30/2021 09:17:00 am
5 comments:
Monday, 29 March 2021
আমি সেই কবি - কবি সুব্রত মিত্র
আমি সেই দোমড়ানো মোচড়ানো জনমের এক টুকরো স্মৃতি।
আমি সেই বাংলার চঞ্চল ঢেউ
আমি শিরীষের তলায় উড়ে যাওয়া বাতাসের কেউ,
আমি বেতের ঘায়ে স্কুল পালানো সেই ছোট্র বালক
ছেড়া প্যান্ট আর বগল ফাটা জামায় ছুটে চলা আমি সেই ছাত্রনায়ক।
আমি শৈশব ভাঙা কান্না
আমি কৈশোর হারা অন্ধ রাতের বন্যা
আমি যৌবন ভাঙা স্রোত।
আমি প্রেমে পরাস্ত আস্ত বিরহের ক্রোধ
আমি সেই পল্লীমঙ্গল,আমি সেই নব কল্লোল
আমি যুদ্ধবিরতি সীমানার পুনঃনির্মিত হিল্লোল।
আমি সেই চাকরের ভূমিকায় চায়ের দোকানের বাসন মাজার লোক
আমি বেঁচে ওঠার সংগ্রাম
আমি মুক্ত গগনে সাজিয়ে রাখা চিরকালীন বদনাম,
আমি ক্ষিধে
আমি সমাজ যাতনার চূড়ান্ত ফিতে।
আমি শোষিত
আমি লাঞ্ছিত,
আমি একটি ছোট্র কাজের আশায় বাবুদের গোলাম হওয়া বেপরোয়া ইচ্ছে।
আমি স্বরচিত ইতিহাস
আমি নিস্পৃহা নামক কোন দলিলের একটি পাতা
আমি নির্যাতনের একটি পূর্ণ খাতা।
আমি কর্মের প্রতি ঘৃণা আর অনীহার মৃত জৌলুস
আমি বাঁচার দায় মাখা আত্মহত্যা না করতে পারা সেই কাপুরুষ
আমি চন্ডালি বৈকালের ধূসর রুটি
আমি নিলয় নির্মাণ হতে প্রলয় বিচ্ছুতির সময়ের আশ্রয়ের--
এক চূড়ান্ত খুঁটি
আমি দুর্বার দুর্নিবার
তাই মারি উঁকি বারবার;
মাথা উঁচু করে দেখি চেহারা এই ধান্ধাবাজ পৃথিবীটার,
আমি ফাটা কলসির মতো বেজে উঠি মাঝে মাঝে
আমি মিশে গিয়েও অমিল হই প্রকারভেদের মাঝে।
আমি বিষাদ আঁকা প্রভাত
আমি স্বাদ;গন্ধ;বর্ণহীন এক দুর্বল বাহুবল
আমি লাঙ্গলের ফলায় একলা পথচলা
আমি ভাঙ্গা দেওয়ালের পাশে জীর্ণ খেয়াল
আমি নকল সোনায় বোনা আসলের খাদ
আমি অশুভর প্রতিবাদ,আমি তার বিন্যাস।
আমি রাজনৈতিক কড়চায় প্রতিবাদী চর্চা
আমি চকচকে সমাজের ত্রুটি ধরে ফেলা সাবলীল মরচা,
আমি বিগ্রহ।
আমি বেদনায় সিক্ত হওয়া অনুভবের সংগ্রহ।
আমি সারারাত ধরে ছুটে চলা প্রাণ বাঁচানোর আকুতি
আমি ছদ্মবেশে সংহতি সাজায়ে দেশে দেশে করি প্রকাশ মিনতির
আমি তর্কে কাঁপাই মর্ত্য
আমি জিতি আর হারি;হারি আর জিতি;সত্যের প্রতিষ্ঠা করাই আমার শর্ত,
আমি বেমিশাল মায়াজাল
না মেশা পদার্থের মতো আমিই কোনো মহাকাল।
আমি সর্বকালীন বিশ্ব কাঁপানো মহান ভেদ
আমি ভয়;
আমি দয়াময় প্রাণ সংশয়;
আমি কল্পনার পাথরে খোদাই করা স্মৃতি বিজড়িত ছেদ।
আমি সমাজের তরে হেঁকে ওঠা উচ্চস্বরে সওয়াল
আমি মানবিক হতে গিয়ে সমাজের সম্মুখে হই সামাজিক জঞ্জাল
আমি জনতার ভিড়ে ক্ষুধার্ত চিৎকারে মাতায়েছি কোলকাতা
আমি ধূলিমাখা গায়ে;হাঁটা গুটিগুটি পায়ে-
আমিই সেই বেলুন বিক্রেতা,
বুঝিনি আমি;বোঝোনি তুমি;বোঝেনি কেউ;বোঝেনি আমার বনলতা।
আমি তারা ভরা রাতের মিলনমেলায় থেমে থাকা কালের মরুদ্যান
আমি ফেলে আসা দশকের সামনে দাঁড়িয়ে থাকা অধ্যায়;সেই সমান সমান
আমি অতীতের বকেয়া সময়ের কলঙ্কের পরিণত ছবি
আমি পরিশোধ;আমি অনুরোধ;আমি সেই অ-নামাঙ্কিত কবি।
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/29/2021 02:12:00 am
No comments:
Sunday, 28 March 2021
আজ বসন্ত --সত্যজিৎ রায়
ক্ষত বিক্ষত বিপ্লবের বুক চিরে
কান্নার প্রতিধ্বনি
আজ বসন্ত পঞ্চমী ।
তখনও সুগন্ধি মাখা তোমার গাল খানি
প্রেমের আলিঙ্গন করছে
কবরের কফিনে কিংবা
শ্মশানের প্রলয় শিখা
লকলক করা জিহ্বায় ,,,
আজ পূর্ণ চাঁদের বলয়
পৌর্ণ মাসিকের অবয়
তোমার ক্যানভাসের শেষ তুলির টান
পোড়া সিগারেটের নিকোটিন
খুক খুক করে হাঁপানির টান
আজ রং তুলিতে আর রং নেই
আমি একেলা পথের পথিক।
চিরো শান্তির দেশে এখন
তোমার না পাওয়া যন্ত্রণা গুলো
আমায় বিঁধছে অহ রহ
প্রেমের মাদুকরি বসন্ত পঞ্চমীর চাঁদ ফ্যাকাসে
মৃত্তিকার কোল চুঁইয়ে
আবার যদি উদ্ভাসিত হও
সেদিনও দেখতে পাবে
এই বসন্ত বাতাসে
বিভোর তোমার গানে ।
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/28/2021 10:39:00 am
No comments:
বসন্ত সুন্দরী -- মনি মোহন দে
ঋতুদের শেষে , সুমধুর হেসে
আসে যে ফাগুন মাস ,
শত জনমের শুক সারীদের
মিটাতে মনের আশ ।
মাঘের অন্তে , ভরা বসন্তে
ঝরা পাতাদের গান
বৃক্ষ শাখায় ভাসিয়া বেড়ায়
কোয়েলার কুহুতান । ফাগুয়ার ফাগে রাঙে অনুরাগে
শ্যাম শ্রীরাধার মন ,
হরষে মাতিয়া শুধু দুটি হিয়া
দোলা দেয় অনুক্ষণ । বিদায় লগনে ব্যাথা বাজে মনে
বুকে যেন হানে বাজ
নাই তার তাজ নাই কোন সাজ
তবু তো ঋতুর রাজ ।।
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/28/2021 10:30:00 am
No comments:
বসন্ত - কবি বানীব্রত
পাতা সব পড়ল ঝরে বৃক্ষকে করে নগ্ন
বলে গেল তারা ভয় নেই তুমি হওনি ভগ্ন,
কঙ্কাল সার বৃক্ষ আছে চেয়ে আকাশ পানে
হিমেল দিনের শেষে নিরবে যখন বসন্ত এলো দ্বারে,
অবাক চোখে দেখি সেজেছে সে নব পল্লবে।
বিবর্ন ঝরা পাতাগুলো পড়ে আছে সব ধুলিতে
ওরাই তো আজ ভরে দিয়েছে বসন্ত উৎসবে।।
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/28/2021 07:36:00 am
No comments:
এসে গেছে দোল - গৌতম নায়েক
রঙে রঙে ভরা দেখ বন প্রান্তর,
দখিনা বায়ে বেণু বনে ওঠে মর্মর।
বন পথে যেতে যেতে আবীরের মেলা,
শিমুল পলাশ করে রঙ লয়ে খেলা।
অশোক সুবাস ছড়ায়, চৈতী জোছনা,
চঞ্চল মন হয় বড়ো আনমনা।
ঝরা ফুল তৃণ পথে গালিচা বিছায়,
হলদে পাখির ঠোঁট রাধাচূড়ায়।
রূপ লাবণ্য সৌরভে ভরা বনফুল,
বসন্ত আগমনে প্রিয়া হিয়া আকুল।
ফাগ লয়ে রঙ খেলে কুঞ্জে শ্যাম রাই,
দোল দেখ এসে গেছে গাছের শাখায়।
বীথি মাঝে ঘন ঘন ওঠে বংশী ধ্বনি,
অনুরণন লয়ে হৃদে ব্যাকুল রাধারাণী।
ছুটে যান শ্রী রাধিকা সখী বেষ্টিত,
কৃষ্ণ প্রেমে মাতোয়ারা ওষ্ঠ কম্পিত।
খেলবেন রাই রঙের খেলা শ্রীকৃষ্ণ সনে,
বনে আগুন মনে আগুন ফাগুন আগমনে।
রাঙিয়ে দেব আমিও তোকে গোধূলি লগনে,
ভাসবে যখন দোলের গান দূর ঐ গগনে।
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/28/2021 07:35:00 am
No comments:
বসন্তের সুমেরু - কবি সুব্রত মিত্র
চোখের সামনে দিয়ে ভরা বসন্ত দুলে দুলে যায় চলে
বসন্তের চুলগুলি ভেসে যায় স্রোতে
মায়াবল করে ছল,কানুনে প্রভার শোভা।
মুক্ত বিরাম ক্ষণে সঞ্চারি সম্ভার হয় আজি প্রবল
ঘাস ফুল লতা পাতা
সাজানো বাগিচায় যৌবন বলে কথা,
তাহার খোপায় শৈল্পিক ব্যাকরন
কত কবি মরে যায়;
কত কবি মরিবে সাথে মাখি অদৃশ্য কারণ।
ফুলে-ফেঁপে ওঠে সমুদ্রের ফেনা ভাসমান বিছানার মত
ভাসা স্মৃতি ম্লান হয়
স্নাত স্মৃতির স্নান হয়,
পাগল হয়ে করি গ্রহণ বসন্তের নিমন্ত্রণ
বিরহের সমাপন ঘটিবে আজি
গভীরের প্রহরগুলো শব্দ নগর হয়ে গুনছে প্রহর
বসন্তের পবনে হই আমি বিভোর।
পুলকিত হই কোন সরল আছিলায়
নামাঙ্কিত সূর্যালোকের ছায়া নাই; নাই কোনো মৃত্যু
আমি সূর্যালোকের মত দেখি আজও তোমায়।
প্রেম শুন্য হৃদয় দিয়ে হৃদয় ভরে
কল্পনার মোহনায় চির কল্যাণীয় আখির তরে।
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/28/2021 07:31:00 am
No comments:
Subscribe to:
Posts (Atom)