Sunday, 28 March 2021

বসন্তের সুমেরু - কবি সুব্রত মিত্র






চোখের সামনে দিয়ে  ভরা বসন্ত  দুলে দুলে যায় চলে 
বসন্তের চুলগুলি ভেসে যায় স্রোতে
মায়াবল করে ছল,কানুনে প্রভার শোভা। 

মুক্ত বিরাম ক্ষণে সঞ্চারি সম্ভার হয় আজি প্রবল
ঘাস ফুল লতা পাতা
সাজানো বাগিচায় যৌবন বলে কথা,
তাহার খোপায় শৈল্পিক ব্যাকরন
কত কবি মরে যায়;
কত কবি মরিবে সাথে মাখি অদৃশ্য কারণ। 

ফুলে-ফেঁপে ওঠে সমুদ্রের ফেনা ভাসমান বিছানার মত
ভাসা স্মৃতি ম্লান হয়
স্নাত স্মৃতির স্নান হয়, 

পাগল হয়ে করি গ্রহণ বসন্তের নিমন্ত্রণ
বিরহের সমাপন ঘটিবে আজি
গভীরের প্রহরগুলো শব্দ নগর হয়ে গুনছে প্রহর
বসন্তের পবনে হই আমি বিভোর। 

পুলকিত হই কোন সরল আছিলায়
নামাঙ্কিত সূর্যালোকের ছায়া নাই; নাই কোনো মৃত্যু
আমি সূর্যালোকের মত দেখি আজও তোমায়।
প্রেম শুন্য হৃদয় দিয়ে হৃদয় ভরে
কল্পনার মোহনায় চির কল্যাণীয় আখির তরে।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

No comments:

Post a Comment