ঋতুদের শেষে , সুমধুর হেসে
আসে যে ফাগুন মাস ,
শত জনমের শুক সারীদের
মিটাতে মনের আশ ।
মাঘের অন্তে , ভরা বসন্তে
ঝরা পাতাদের গান
বৃক্ষ শাখায় ভাসিয়া বেড়ায়
কোয়েলার কুহুতান । ফাগুয়ার ফাগে রাঙে অনুরাগে
শ্যাম শ্রীরাধার মন ,
হরষে মাতিয়া শুধু দুটি হিয়া
দোলা দেয় অনুক্ষণ । বিদায় লগনে ব্যাথা বাজে মনে
বুকে যেন হানে বাজ
নাই তার তাজ নাই কোন সাজ
তবু তো ঋতুর রাজ ।।
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
No comments:
Post a Comment