Saturday, 22 August 2020

☘️শারদীয়া সংখ্যায় লেখা আহ্বান☘️

Voice Blog App এ শারদীয়া সংখ্যায় লেখা ও চিত্রাঙ্কন আহ্বান

🌹নিয়মাবলি পড়ে লেখা পাঠান🌹

🌼আনন্দ সংবাদ!🌼   🌼 আনন্দ সংবাদ! 🌼


আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, "voice Literary Cultural Organisation"  তার প্রথম শারদীয়া সংখ্যা প্রকাশ করতে চলছে।  পত্রিকাটিতে একদিকে যেমন থাকছে এপার ও ওপার বাংলার  কবি,  সাহিত্যিকদের কবিতা, গল্প, প্রবন্ধ,  ভ্রমণ কাহিনী, ছোট নাটক, অনুকথা ( অনুগল্প, অনুকবিতা), ছোটোদের বিভাগ; তেমনি পাশাপাশি  থাকবে চিত্রশিল্পীদের তুলিতে ফুটিয়ে তোলা চিত্র ও  ক্যামেরায় বন্ধী করা সেরা ছবি এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হস্তশিল্পীরঃ- পরিচিত ও অপরিচিত মুখ ও তাদের শিল্পকলা। 

যারা পত্রিকায়  লেখা/ চিত্র / শিল্পকলা তুলে ধরতে চান ; তারা উল্লেখিত নিম্নে বিভাগ ও নিয়মাবলি অনুযায়ী আপনাদের সৃষ্টিশীল বিষয়গুলি প্রেরণ করবেন-

🏵 ২৫ ই সেপ্টেম্বরে মধ্যে পাঠাবেন। 

                    🏵বিভাগ-ক (কবিতা) 🏵
  নিয়মাবলিঃ-
  ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
  ৫. কবিতা  ১৬ লাইনের উর্ধ্বে নয়। 
  ৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে কবিদের ।  
  ৯. কবিতা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

                       🏵  বিভাগ- খ (গল্প ) 🏵
  নিয়মাবলিঃ-
    ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
  ৫. গল্পের শিরনাম থাকা আবশ্যক। 
  ৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে লেখকদের।  
  ৯. গল্প অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

               🏵 বিভাগ- গ ( প্রবন্ধ ) 🏵
  নিয়মাবলিঃ-
    ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
  ৫.প্রবন্ধের শিরনাম আবশ্যক। 
  ৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে লেখকদের।  
  ৯. প্রবন্ধ অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

           🏵 বিভাগ - ঘ (ভ্রমণ কাহিনী) 🏵
  নিয়মাবলিঃ-
    ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
  ৫. নিজের দেওয়া পছন্দের শিরনাম ও সেই জায়গায় নিজের তোলা ছবি। ( ছবি আবশ্যক নয় ) 
  ৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে  লেখকদের।  
  ৯. ভ্রমণ কাহিনী অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

                🏵 বিভাগ- ঙ ( অনুকথা)  🏵
নিয়মাবলিঃ-
  ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
  ৫. কবিতা  ৬ লাইনের উর্ধ্বে নয়। 
  ৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে কবিদের।  
  ৯. কবিতা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

                  🏵  বিভাগ-চ (চিত্র / ফোটোগ্রাফি) 🏵
  নিয়মাবলিঃ-
  ১. ছবি তোলে পাঠাতে পারবেন এমন সব পেপারের আঁকা ছবি গ্রহণযোগ্য।
  ২. ছবি পরিষ্কার হতে হবে।
  ৩. পেনসিল স্কেচ গ্রহণযোগ্য। 
  ৪. ওয়েল পেন্টিং ও ওয়াটার কালার গ্রহণযোগ্য।
  ৫. ছবি পাঠানোর সময় নিজের নাম ও নিজের ছবি অবশ্যই পাঠাবেন।
  ৬. পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে এমন ছবি পাঠাবেন না। 
  ৭. ক্যামেরা বন্ধি ছবির স্থান উল্লেখ করতে হবে।
  
  🏵 বিভাগ-চ (হস্তশিল্পের পরিচিত ও অপরিচিত মুখ)
নিয়মাবলিঃ-
১. কোন ধরনের কাজের সাথে যুক্ত তা উল্লেখ করতে হবে।
২. আপনার কাজের অন্যতম বৈশিষ্ট্য কি তা উল্লেখ করতে হবে।
৩. একাকী না গ্রুপ হিসাবে কাজ করেন তা উল্লেখ করতে হবে।
৪. কি কি সমস্যার সন্মুখীন হয়েছেন তা উল্লেখ করতে  হবে?
৫. বর্তমানে কোনো সমস্যা থাকলে উল্লেখ করতে হবে।
৬. আপনাদের তৈরি জিনিসের ছবি পাঠাতে হবে।
৭. আপনাদের গ্রুপের বা একাকী হলে নিজের ছবি পাঠাতে হবে।

        🏵বিভাগ- ছ (ছোটদের বিভাগ)🏵
নিয়মাবলিঃ-
১. কেবলমাত্র (৩-১২) বয়স সীমার মধ্যে খুদে প্রতিভাদের তুলে ধরা হবে এই বিভাগে।
২.তাদের নিজের আঁকা ছবি,  কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, চিঠি, চিন্তাধারা এই বিভাগে তুলে ধরা হবে।
৩. লেখা/ছবি/ গল্প/ ভ্রমণ কাহিনী এর সাথে খুদে প্রতিভার ছবি পাঠাতে হবে। 
৪. অবশ্যিই অপ্রকাশিত হতে হবে।

      🏵বিভাগ-জ(ছোট নাটক/ চিত্রনাট্য)  🏵
১. সামাজিক, মানুষকে অনুপ্রেরণাকারী, রোমান্টিক, হাস্যকর ইত্যাদি বিষয়ে ছোট নাটক পাঠাতে পারেন।
২. নাটকের ভাষা সহজ সরল হতে হবে।
৩. নাটকের শিরনাম থাকা আবশ্যক।
৪.চিত্রনাট্যের বিষয়বস্তু  সকলের বোধসাম্য হওয়া আবশ্যক।
৫. চিত্রনাট্য  আকারে খুব বড়ো হবে না। 

উপরিউক্ত  যে কোনো বিভাগের লেখা অর্থাৎ কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, অনুকথা, পাঠাবেনঃ-
            
💢        +918918172319 (whatsapp)
            
উপরিউক্ত  যে কোনো বিভাগের চিত্র / তুলিতে ফুটিয়ে তোলা ছবি / ক্যামেরা বন্ধি ছবি/ চিত্রনাট্য /হস্তশিল্পীরঃ- পরিচিত ও অপরিচিত মুখ ও তাদের শিল্পকলা বিভাগের তথ্য পাঠাবেন-

💢 +916295392549 ( whatsapp)

অথবা নীচে উল্লিখিত ইমেল আইডিতেও আপনাদের সৃষ্টিশীলতা প্রেরণ করতে পারেনঃ - 

Email : voiceculturalteam@gmail.com 

★ কেবলমাত্র যে কোনো বিভাগে  একটি লেখা দিতে পারবেন।
★ লেখা/ ছবি/চিত্রনাট্য  মনোনীত হলে আপনাকে জানানো হবে।

আপনাদের ভালোবাসা ও সহোযোগিতাই আমাদের চলার পথে পাথেয়। 

এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ  করুনঃ-

 +918918172319 বিজয় সরকার (রায়গঞ্জ) 
+916295392549 চন্দন মহন্ত (ফুলবাড়ি)
+8101324201 মনোয়ার হুসেন ( কালিয়াগঞ্জ) 
+917001807331 গুরুদাস বিশ্বাস (গঙ্গারামপুর)
+917679836119 শিপ্রা দেবনাথ (টুলটুল দি), কর্ণজোড়া,রায়গঞ্জ 
+917001739316 গোলাপ সিংহ,  শিলিগুড়ি মোড়, রায়গঞ্জ
+918670578090 মৃত্যঞ্জয়, (গঙ্গারামপুর) 
+918637084691 উৎপল সরকার, দূর্গাপুর, ইটাহার

 🌼ধন্যবাদ ও শুভেচ্ছান্তে🌼
ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন
   

শারদীয়া সংখ্যায় চিত্রাঙ্কন আহ্বান


☘️☘ নিয়মাবলি পড়ে চিত্রাঙ্কন পাঠান☘️ ☘️

Voice Blog App এ শারদীয়া সংখ্যায় চিত্রাঙ্কন আহ্বান

☘️ একমাত্র অপ্রকাশিত চিত্রাঙ্কন ই পাঠাবেন। 

☘️ চিত্রাঙ্কনের সাথে চিত্রশিল্পীর  নাম ও ছবিসহ সংক্ষিপ্ত জীবনপঞ্জিও ভয়েস ব্লগ অ্যাপ এ প্রকাশ করা হবে।

☘️ একজন চিত্রশিল্পী চারটি চিত্রাঙ্কন পাঠাবেন। তার মধ্য থেকে নির্বাচিত সেরা দুটি চিত্রাঙ্কন ভয়েস  ব্লগ অ্যাপে প্রকাশিত হবে। 


☘️আপনার চিত্রাঙ্কনগুলি নির্বাচিত হলে তবেই "ভয়েস ব্লগ অ্যাপ" এ স্থান পাবে।

☘️চিত্রাঙ্কন নির্বাচিত হলে আপনাকে App Registration Fee হিসাবে ৩০ টাকা জমা করতে হবে। 

☘️ব্যানার পোস্টে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডির যে কোনো একটিতে চিত্রাঙ্কন পাঠাবেন। 

         চিত্রাঙ্কন নির্বাচিত হলে আপনাকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে জানিয়ে দেওয়া হবে  এবং তারপর পেমেন্ট করবেন ও সাথে আপনার এক কপি ছবিসহ সংক্ষিপ্ত জীবনপঞ্জী পাঠাবেন। 
 

☘️চিত্রাঙ্কন পাঠান ১০ ই সেপ্টেম্ব,  ২০২০ এর মধ্যে। 

☘️ভয়েস ব্লগ অ্যাপে শারদীয়া সংখ্যায় প্রকাশিত প্রত্যেক চিত্রশিল্পীর অপরুপ সৃষ্টিশীল চিত্রাঙ্কন কে কুর্নিশ জানিয়ে ভয়েস এর পক্ষ থেকে প্রত্যেককে "ভয়েস চিত্রশিল্পী শারদ রত্ন সম্মানননা পত্র" প্রদান করা হবে। 

☘️শারদীয়া সংখ্যা প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। 
  
☘️কোনো কিছু জানার জন্য যোগাযোগ করুন - 

6295392549 
8918172319 

☘️আপনাদের সৃষ্টিশীল চিত্রাঙ্কনগুলি Google Play Store  এ "ভয়েস ব্লগ  অ্যাপ" এ সারাজীবন থেকে যাবে। 

☘️পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কেউ Google Play Store থেকে "ভয়েস ব্লগ" অ্যাপ ডাউনলোড করতে পারবেন। 

বর্তমানে আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে জীবনের সামগ্রিকতার পরিবর্তন ঘটছে এবং উন্নত থেকে উন্নতর হচ্ছে আমাদের মানব সভ্যতা। সভ্যতার এই উন্নত পর্যায়ে দাঁড়িয়ে ডিজিটাল তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতেই এ প্রয়াস। 
      
     আসলে এই ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে মানুষের সৃষ্টিশীলতাকে বিনা খরচে মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে। ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের এই নব প্রয়াসে আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কামনা করি। 

আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও ভয়েস এর মুক্ত প্রাঙ্গণের মধ্য দিয়ে সৃষ্টি সুখের আনন্দ যাপন করুন।

Voice Group Link :- 

https://www.facebook.com/groups/509230129852741/?ref=share
(Please join us) 

Voice Page Link :- 

https://www.facebook.com/voiceliterarypage/

(Please like voice page) 


Subscribe voice youtube channel :- 

https://www.youtube.com/channel/UCyVKQg2BeBIoiLnQP5imn6g


শুভেচ্ছা ও অভিনন্দন সহ, 
ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

চিত্রাঙ্কন পাঠান


"সাপ্তাহিক চিত্রাঙ্কন সংখ্যা" 

প্রতি সপ্তাহে সাপ্তাহিক চিত্রাঙ্কন সংখ্যা প্রকাশিত হবে। 

চিত্রাঙ্কন পাঠান : 

Email : voiceculturalteam@gmai.com 


চিত্রাঙ্কন পাঠানোর নিয়মাবলি
--------------------------------
  
অপ্রকাশিত চিত্র পাঠাতে হবে। 

চিত্রের সাথে চিত্রশিল্পীর নাম ও ঠিকানা অবশ্যই পাঠাতে হবে।   

    চিত্রঙ্কলন নির্বাচিত হলে ভয়েস ব্লগ অ্যাপে প্রকাশিত হবে। 

চিত্রাঙ্কন প্রকাশিত হলে চিত্রশিল্পীকে জানিয়ে দেওয়া হবে।     

লেখা আহ্বান

🌹🌹মনের কথামালায় লেখা আহ্বান🌹🌹


আপনার মনের সুপ্ত ভাবনাকে প্রস্ফুটিত করুন কালিকলমে আমরা আপনার  মনের কথামালা তুলে ধরবো ভয়েসের মুক্ত প্রাঙ্গনে |

🍁 নিয়মাবলী পড়ে লেখা পাঠান🍁

☘️ আপনার মনের ভাবনাকে প্রকাশ করুন অনধিক আট লাইনের মধ্যে |

☘️লেখা হতে হবে অপ্রকাশিত |

☘️ উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ইমেলে লেখা পাঠান  |

☘️ লেখা নির্বাচিত হলে ভয়েস পেজ এবং ভয়েস রাইটারস গ্রূপে প্রকাশ করা  হবে |

☘️ একজন কবি দিনে একটি লেখা পাঠাতে পারবেন |

☘️ আপনারা প্রতিদিন লেখা পাঠাতে পারবেন |

    সদা ভয়েসের সাথে থেকে সৃষ্টি সুখের আনন্দ যাপন করুন।।

শুভেচ্ছান্তে- 
ভয়েস লিটারারি ব্লগ 
ভয়েস লিটারারি কালচারাল অর্গানাইজেশন 
-----------------------------------------------------------------------------------------

ভয়েস ব্লগ এ লেখা আহ্বান



☘️কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমন কাহিনী প্রভৃতি বিভাগের যে কোনো একটিতে  লেখা পাঠাতে পারেন। 

☘️বলেখা হতে হবে অপ্রকাশিত।  
লেখা নির্বাচিত হলে ভয়েস ব্লগ অ্যাপ  এ প্রকাশিত হবে।

শুভেচ্ছান্তে- 
ভয়েস লিটারারি ব্লগ 
ভয়েস লিটারারি কালচারাল অর্গানাইজেশন 
-------------------------------------------------------------------------- 

Sunday, 16 August 2020

কাজী আনারকলি

মৃত্যুঞ্জয়ী নারী 
---------------


বহুদিন ধরে কপোত কপোতীর চলে প্রেম লীলা 
নীরবে নিভৃতে লাল পলাশরূপ গোপন প্রণয়,
পাহাড়ের পাদদেশে ঝর্ণার কুলু কুলু ধ্বনিতে
মিলেমিশে একাকার মোহিনী মায়ার প্রলয়।

হঠাৎ একদিন প্রেমিকা কহে, এবার ঘরে তুলে নাও
দেহটা যে কেমন লাগে ভারী ভারী,
বিষাদের ছায়া নেমে আসে প্রেমিকের মনে
নারী কহে, আর তো লুকাতে নাহি পারি।

রক্ত চক্ষু করে প্রেমিক পুরুষ শুধায় , ভালো কি বাসিস আমারে ?
মৃদু হেসে নারী কহে, কোনো সন্দেহ আছে কি তোমার মনে ?
উদ্ভ্রান্ত পুরুষ কহে , ভালো যদি বেসেই থাকিস 
আমার মাথার দিব্যি রইলো, একথা বলবিনে জনে জনে।

তুই তো বারবণিতা ! তুই তো অসতী !
গঙ্গার জলে ডুবে মরে আমারে মুক্তি দে,
আমার কাছে হবেনা কোনো আশ্রয়
এ চরম সত্যি কথাটা আজ জেনে নে।

 প্রেমিক পুরুষের পায়ে ঠেকিয়ে মাথা-
কহে নারী
তুমি যা বলবে, আমি তাই মেনে নেব ,
যদি বল,  কৃষ্ণ পক্ষের যে কোনো তিথিতে
 নদীতে ঝাঁপ দিতে , তবে তাই দেব।

গহীন রাতের আঁধারে মনের কষ্ট লুকায়ে
প্রেমিক পুরুষের হাত ধরে পাপিষ্ঠা নারী কহে,
ওগো বন্ধু, আমারে নিয়ে চল সেথায়
 যেথায় উদ্দাম গতিবেগে নদী বহে।

 প্রেমিক পুরুষ হাতে ঝাঁকানি দিয়ে রুষ্ট চিত্তে বলে
পায়ে শক্তি নাই ? হারামি,অপয়া ! চল তাড়াতাড়ি, 
কলঙ্কিত করিস নে, এখনো কাকপক্ষী  উঠেনি ডাকি, 
লোকে দেখলে তোকে বলবে তুই কুলটা, অসতী নারী।

দক্ষিণ সমুদ্র হতে উত্তাল অনিল আসে ধেয়ে
হতচ্ছাড়া নারীর চোখে মুখে আছড়ে পড়ে,
কালনাগিনী ফণা তুলে ছোবলে ছোবলে
তার আবীর মাখা ঠোঁটকে রক্তাক্ত করে ।

হৃদয় আকাশে বিজলী চমকে চমকে ওঠে
 পুরুষের হাত ধরা নারীর হাত হয় আরও শক্ত,
জরায়ুর মুখে বিষ ঢেলে অসতীর চিত্র এঁকে 
তারে অসতী বানালো কোন সে ভক্ত ?

প্রেম সমাজ সংসার সব আজ তার কাছে মিছে 
নদীতে মিশে যাবে - এটাই ইতিহাস ! এটাই সত্যি ,
ঐ তো নদী ! এখনি ভেসে যাবে সব প্রেম- রাগ-অনুরাগ
তার শ্লথ পায়ে ফিরে আসে বাঁধ ভাঙ্গা গতি।

পুলকে নারী  উথলি উথলি শিহরিয়া ওঠে
গগনের পুঞ্জিভূত মেঘ বজ্রপাত হয়ে ঝরে,
মাতাল নদীর ঘূর্ণাবর্তে আজ প্রেমের সমাধি হবে 
মৃত্যুঞ্জয়ী হবে নারী ! আলতো চুমু খায় পুরুষের করে।

বিদায় বন্ধু বরেষু , বিদায় ! ভালো থেকো
রূপ রস গন্ধ ভরা এই বসুন্ধরা কত সুন্দর !
 আরও বেশি সুন্দর এ নদীর নিকষ কালো জল !
নারীর হাত ধীরে ধীরে শিথিল হয়, তাকায় প্রেমিক নর।

দৃঢ় কণ্ঠে বলে, তোরে বড্ড ভালোবেসেছিলাম
দুজনার মাঝে এসে দাঁড়ালো যে কিন্তু
কেমনে রুখি তারে ,
আমি যে ব্রাহ্মণ, তুই শূদ্র ! আমাদের প্রেম
সমাজ মানবে না
আমি এসে খুঁজে নেব, অপেক্ষায় থাকিস ওপাড়ে !

মটামট পত্রে ভরা বৃক্ষ শাখা ভেঙ্গে পড়ে
নারী চক্ষুপত্র উন্মীলন করে ,অধরপল্লব কামড়ে বলে,
আমি ভালোবাসিলাম অনাদি কালের মৃত্যুকে
আমি মৃত্যুঞ্জয়ী হব ! নদীই আমার ভালোবাসা ! হাত চেপে ধরে গলে।

পরদিন খুব প্রত্যুষে প্রেমিক পুরুষ নদীর পাড় ধরে হেঁটে যায়
ঐ তো ! ওই খানে- বালুচরে কী দেখা যায় ?
কার অসাড় দেহ পড়ে আছে ? কিংকর্তব্যবিমূঢ় যেন !
লোকে লোকারণ্য হলো নদীপাড়, কান্নার রোল উঠে বায়।

কে যেন বলে উঠে ক্ষীণ কণ্ঠে ,দেখছ ? ঠোঁটের কোণে এখনও হাসিটি লেগে আছে !
নারীর মৃত্যু রহস্য- রহস্যই থেকে যায়-
বালি মাখা নারীর নগ্ন পদতলে
 ছোট ছোট প্রশান্ত ঢেউ এসে প্রণাম জানায়। 

চারিদিকে উঠে রব, শ্মশানে নিয়ে চল, শ্মশানে-
প্রেমিক পুরুষ কাছে গিয়ে মাথায় হাত রেখে কহে ছাড়িয়া দীর্ঘ নিঃশ্বাস,
না, শ্মশানে নয়। এখানেই, নদী পাড়ে হবে তার সমাধি স্থল
ও যে সতী ! ও যে মৃত্যুঞ্জয়ী ! ও যে আমার বিশ্বাস !

ও ! তাহলে তুমিই নাটের গুরু ! চুপ কর।
ঘনিষ্ঠ বন্ধুবর কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে,
মুহূর্তেই দুচারজন শবচৌকি নিয়ে আসে, 
ত্বরা করে নারীকে নেয় কাঁধে তুলে ‌।

নারীর বাড়ির উঠোনে রাখা হয় শবচৌকি
মা দেয়ালে মাথা ঠুকে, বাবা বুক চাপড়ায়,
ডাণ্ডা হাতে খাকি পোশাকধারীরা আসে , 
পরীক্ষা নিরীক্ষা হবে , নারীর শব মর্গে যায়।

অতঃপর ! কত কাটাছেঁড়া ! আবার কত জোড়া তালি ! 
প্রেমিক পুরুষ বারবার কহে , নদী পাড়ে হবে তার সমাধি,
 শ্মশানে দাউ দাউ করে জ্বলে উঠে চিতার আগুন
কে শোনে কার কথা ! অশান্ত নদী বয়ে চলে নিরবধি।

 কাব্যিক রাতের গভীরতা বাড়তে থাকে ক্রমশ
 সুনসান নীরবতা ! ইপ্সিত ইচ্ছে পূরণ করতে প্রেমিক হয় শ্মশানচারী !
নারীর দেহভস্ম মুঠোয় পুরে নদীতে ভাসিয়ে দেয়
যদি পাপমুক্ত হওয়া যায় ! পারায়ে যায় বালিয়াড়ি !

----------------------------------------------------------------------

কাজী আনারকলি
কবি ও লেখক 
ঢাকা, বাংলাদেশ 


 ---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------