🌹নিয়মাবলি পড়ে লেখা পাঠান🌹
🌼আনন্দ সংবাদ!🌼 🌼 আনন্দ সংবাদ! 🌼
আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, "voice Literary Cultural Organisation" তার প্রথম শারদীয়া সংখ্যা প্রকাশ করতে চলছে। পত্রিকাটিতে একদিকে যেমন থাকছে এপার ও ওপার বাংলার কবি, সাহিত্যিকদের কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, ছোট নাটক, অনুকথা ( অনুগল্প, অনুকবিতা), ছোটোদের বিভাগ; তেমনি পাশাপাশি থাকবে চিত্রশিল্পীদের তুলিতে ফুটিয়ে তোলা চিত্র ও ক্যামেরায় বন্ধী করা সেরা ছবি এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হস্তশিল্পীরঃ- পরিচিত ও অপরিচিত মুখ ও তাদের শিল্পকলা।
যারা পত্রিকায় লেখা/ চিত্র / শিল্পকলা তুলে ধরতে চান ; তারা উল্লেখিত নিম্নে বিভাগ ও নিয়মাবলি অনুযায়ী আপনাদের সৃষ্টিশীল বিষয়গুলি প্রেরণ করবেন-
🏵 ২৫ ই সেপ্টেম্বরে মধ্যে পাঠাবেন।
🏵বিভাগ-ক (কবিতা) 🏵
নিয়মাবলিঃ-
১. সাধারণ বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড ব্যবহার করবেন।
২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
৫. কবিতা ১৬ লাইনের উর্ধ্বে নয়।
৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে কবিদের ।
৯. কবিতা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
🏵 বিভাগ- খ (গল্প ) 🏵
নিয়মাবলিঃ-
১. সাধারণ বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড ব্যবহার করবেন।
২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
৫. গল্পের শিরনাম থাকা আবশ্যক।
৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে লেখকদের।
৯. গল্প অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
🏵 বিভাগ- গ ( প্রবন্ধ ) 🏵
নিয়মাবলিঃ-
১. সাধারণ বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড ব্যবহার করবেন।
২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
৫.প্রবন্ধের শিরনাম আবশ্যক।
৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে লেখকদের।
৯. প্রবন্ধ অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
🏵 বিভাগ - ঘ (ভ্রমণ কাহিনী) 🏵
নিয়মাবলিঃ-
১. সাধারণ বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড ব্যবহার করবেন।
২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
৫. নিজের দেওয়া পছন্দের শিরনাম ও সেই জায়গায় নিজের তোলা ছবি। ( ছবি আবশ্যক নয় )
৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে লেখকদের।
৯. ভ্রমণ কাহিনী অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
🏵 বিভাগ- ঙ ( অনুকথা) 🏵
নিয়মাবলিঃ-
১. সাধারণ বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড ব্যবহার করবেন।
২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
৫. কবিতা ৬ লাইনের উর্ধ্বে নয়।
৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে কবিদের।
৯. কবিতা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
🏵 বিভাগ-চ (চিত্র / ফোটোগ্রাফি) 🏵
নিয়মাবলিঃ-
১. ছবি তোলে পাঠাতে পারবেন এমন সব পেপারের আঁকা ছবি গ্রহণযোগ্য।
২. ছবি পরিষ্কার হতে হবে।
৩. পেনসিল স্কেচ গ্রহণযোগ্য।
৪. ওয়েল পেন্টিং ও ওয়াটার কালার গ্রহণযোগ্য।
৫. ছবি পাঠানোর সময় নিজের নাম ও নিজের ছবি অবশ্যই পাঠাবেন।
৬. পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে এমন ছবি পাঠাবেন না।
৭. ক্যামেরা বন্ধি ছবির স্থান উল্লেখ করতে হবে।
🏵 বিভাগ-চ (হস্তশিল্পের পরিচিত ও অপরিচিত মুখ)
নিয়মাবলিঃ-
১. কোন ধরনের কাজের সাথে যুক্ত তা উল্লেখ করতে হবে।
২. আপনার কাজের অন্যতম বৈশিষ্ট্য কি তা উল্লেখ করতে হবে।
৩. একাকী না গ্রুপ হিসাবে কাজ করেন তা উল্লেখ করতে হবে।
৪. কি কি সমস্যার সন্মুখীন হয়েছেন তা উল্লেখ করতে হবে?
৫. বর্তমানে কোনো সমস্যা থাকলে উল্লেখ করতে হবে।
৬. আপনাদের তৈরি জিনিসের ছবি পাঠাতে হবে।
৭. আপনাদের গ্রুপের বা একাকী হলে নিজের ছবি পাঠাতে হবে।
🏵বিভাগ- ছ (ছোটদের বিভাগ)🏵
নিয়মাবলিঃ-
১. কেবলমাত্র (৩-১২) বয়স সীমার মধ্যে খুদে প্রতিভাদের তুলে ধরা হবে এই বিভাগে।
২.তাদের নিজের আঁকা ছবি, কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, চিঠি, চিন্তাধারা এই বিভাগে তুলে ধরা হবে।
৩. লেখা/ছবি/ গল্প/ ভ্রমণ কাহিনী এর সাথে খুদে প্রতিভার ছবি পাঠাতে হবে।
৪. অবশ্যিই অপ্রকাশিত হতে হবে।
🏵বিভাগ-জ(ছোট নাটক/ চিত্রনাট্য) 🏵
১. সামাজিক, মানুষকে অনুপ্রেরণাকারী, রোমান্টিক, হাস্যকর ইত্যাদি বিষয়ে ছোট নাটক পাঠাতে পারেন।
২. নাটকের ভাষা সহজ সরল হতে হবে।
৩. নাটকের শিরনাম থাকা আবশ্যক।
৪.চিত্রনাট্যের বিষয়বস্তু সকলের বোধসাম্য হওয়া আবশ্যক।
৫. চিত্রনাট্য আকারে খুব বড়ো হবে না।
উপরিউক্ত যে কোনো বিভাগের লেখা অর্থাৎ কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, অনুকথা, পাঠাবেনঃ-
💢 +918918172319 (whatsapp)
উপরিউক্ত যে কোনো বিভাগের চিত্র / তুলিতে ফুটিয়ে তোলা ছবি / ক্যামেরা বন্ধি ছবি/ চিত্রনাট্য /হস্তশিল্পীরঃ- পরিচিত ও অপরিচিত মুখ ও তাদের শিল্পকলা বিভাগের তথ্য পাঠাবেন-
💢 +916295392549 ( whatsapp)
অথবা নীচে উল্লিখিত ইমেল আইডিতেও আপনাদের সৃষ্টিশীলতা প্রেরণ করতে পারেনঃ -
Email : voiceculturalteam@gmail.com
★ কেবলমাত্র যে কোনো বিভাগে একটি লেখা দিতে পারবেন।
★ লেখা/ ছবি/চিত্রনাট্য মনোনীত হলে আপনাকে জানানো হবে।
আপনাদের ভালোবাসা ও সহোযোগিতাই আমাদের চলার পথে পাথেয়।
এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুনঃ-
+918918172319 বিজয় সরকার (রায়গঞ্জ)
+916295392549 চন্দন মহন্ত (ফুলবাড়ি)
+8101324201 মনোয়ার হুসেন ( কালিয়াগঞ্জ)
+917001807331 গুরুদাস বিশ্বাস (গঙ্গারামপুর)
+917679836119 শিপ্রা দেবনাথ (টুলটুল দি), কর্ণজোড়া,রায়গঞ্জ
+917001739316 গোলাপ সিংহ, শিলিগুড়ি মোড়, রায়গঞ্জ
+918670578090 মৃত্যঞ্জয়, (গঙ্গারামপুর)
+918637084691 উৎপল সরকার, দূর্গাপুর, ইটাহার
🌼ধন্যবাদ ও শুভেচ্ছান্তে🌼
ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন