Saturday, 22 August 2020

শারদীয়া সংখ্যায় চিত্রাঙ্কন আহ্বান


☘️☘ নিয়মাবলি পড়ে চিত্রাঙ্কন পাঠান☘️ ☘️

Voice Blog App এ শারদীয়া সংখ্যায় চিত্রাঙ্কন আহ্বান

☘️ একমাত্র অপ্রকাশিত চিত্রাঙ্কন ই পাঠাবেন। 

☘️ চিত্রাঙ্কনের সাথে চিত্রশিল্পীর  নাম ও ছবিসহ সংক্ষিপ্ত জীবনপঞ্জিও ভয়েস ব্লগ অ্যাপ এ প্রকাশ করা হবে।

☘️ একজন চিত্রশিল্পী চারটি চিত্রাঙ্কন পাঠাবেন। তার মধ্য থেকে নির্বাচিত সেরা দুটি চিত্রাঙ্কন ভয়েস  ব্লগ অ্যাপে প্রকাশিত হবে। 


☘️আপনার চিত্রাঙ্কনগুলি নির্বাচিত হলে তবেই "ভয়েস ব্লগ অ্যাপ" এ স্থান পাবে।

☘️চিত্রাঙ্কন নির্বাচিত হলে আপনাকে App Registration Fee হিসাবে ৩০ টাকা জমা করতে হবে। 

☘️ব্যানার পোস্টে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডির যে কোনো একটিতে চিত্রাঙ্কন পাঠাবেন। 

         চিত্রাঙ্কন নির্বাচিত হলে আপনাকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে জানিয়ে দেওয়া হবে  এবং তারপর পেমেন্ট করবেন ও সাথে আপনার এক কপি ছবিসহ সংক্ষিপ্ত জীবনপঞ্জী পাঠাবেন। 
 

☘️চিত্রাঙ্কন পাঠান ১০ ই সেপ্টেম্ব,  ২০২০ এর মধ্যে। 

☘️ভয়েস ব্লগ অ্যাপে শারদীয়া সংখ্যায় প্রকাশিত প্রত্যেক চিত্রশিল্পীর অপরুপ সৃষ্টিশীল চিত্রাঙ্কন কে কুর্নিশ জানিয়ে ভয়েস এর পক্ষ থেকে প্রত্যেককে "ভয়েস চিত্রশিল্পী শারদ রত্ন সম্মানননা পত্র" প্রদান করা হবে। 

☘️শারদীয়া সংখ্যা প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। 
  
☘️কোনো কিছু জানার জন্য যোগাযোগ করুন - 

6295392549 
8918172319 

☘️আপনাদের সৃষ্টিশীল চিত্রাঙ্কনগুলি Google Play Store  এ "ভয়েস ব্লগ  অ্যাপ" এ সারাজীবন থেকে যাবে। 

☘️পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কেউ Google Play Store থেকে "ভয়েস ব্লগ" অ্যাপ ডাউনলোড করতে পারবেন। 

বর্তমানে আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে জীবনের সামগ্রিকতার পরিবর্তন ঘটছে এবং উন্নত থেকে উন্নতর হচ্ছে আমাদের মানব সভ্যতা। সভ্যতার এই উন্নত পর্যায়ে দাঁড়িয়ে ডিজিটাল তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতেই এ প্রয়াস। 
      
     আসলে এই ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে মানুষের সৃষ্টিশীলতাকে বিনা খরচে মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে। ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের এই নব প্রয়াসে আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কামনা করি। 

আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও ভয়েস এর মুক্ত প্রাঙ্গণের মধ্য দিয়ে সৃষ্টি সুখের আনন্দ যাপন করুন।

Voice Group Link :- 

https://www.facebook.com/groups/509230129852741/?ref=share
(Please join us) 

Voice Page Link :- 

https://www.facebook.com/voiceliterarypage/

(Please like voice page) 


Subscribe voice youtube channel :- 

https://www.youtube.com/channel/UCyVKQg2BeBIoiLnQP5imn6g


শুভেচ্ছা ও অভিনন্দন সহ, 
ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

No comments:

Post a Comment