Saturday, 6 June 2020

পৃথিবী --সত‍্যব্রত ধর



জন্মলগ্ন থেকে সবুজে ঢাকা পৃথিবী,
আজ ধূসর বৃদ্ধ প্রায়।
অবলীলায় সভ‍্যতার জৌলুস কেড়েছে,
নীল গ্রহের সুন্দরী তকমা।
রাক্ষুসে মানুষ নিংড়ে নিয়েছে প্রয়োজন,
বিনিময়ে  দিয়েছে অবহেলা।
মিথ্যে ইমারতের অশ্লীল আবর্জনায় মোড়া,
রঙিন লাস্যময়ী বাগান।
বাড়ন্ত লোভী তাপমাত্রায় জ্বলে-পুড়ে ছাই,
বিশ্বের  বিখ্যাত ফুসফুস।
নদীতে মিশেছে আমাদের বেহুঁশ অপকর্মের,
রক্তাক্ত বেরঙিন সাক্ষীরা।
বাস্তুতন্ত্র আজ শুধুই পড়ার বইতে কিংবা,
দূষিত ভাষণেই রক্ষিত।
সীমাহীন ধ্বংসলীলার গাঁথা শুরু হয়েছে,
ভাইরাসের সংক্ষিপ্ত ইতিহাসে।

Copyrights@ S Dhar 
-------------------------------------------------------------
শ্রী সত‍্যব্রত ধর
কবি-লেখক 
তপন, দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

প্রকৃতির রূপ --সুশান্ত কুইলা



মেঘে ভরা আকাশটা দেখে সেদিন তুমি
বলেছিলে, এখুনি বৃষ্টি নামবে। 
আজও আকাশ কালো মেঘে ঢাকা,
বৃষ্টি এলো ঝমঝমিয়ে, 
রাস্তায় জমলো এক হাঁটু জল।
নদীর দুকুল ভরে গেছে বৃষ্টির জলে।

এইতো সেদিন তুমি বললে, 
গাছেদেরও নাকি প্রান আছে।
বাড়ীর সামনের ফাঁকা মাঠে অল্প অল্প 
ঘাস ছিল কিন্ত বৃষ্টির জল পেয়ে 
ঘাসেরা অনেক বেড়ে গেছে, 
আজ সেখানে ঘাসের ঘন জঙ্গল।

একদিন তুমি আমায় পাহাড়ের গল্প 
শুনিয়েছিলে, বলেছিলে পাহাড়ের গা বেয়ে
নাকি ঝর্ণা নেমে আসে নিচে। কি সুন্দর তার
রূপ, দেখে চোখ ফেরানো যায়না, 
আজ নিজের চোখে অবলোকন করলাম 
তার অপরূপ রূপের মহিমা।

সেদিন নদীর পাড়ে দাঁড়িয়ে বলেছিলে,
সাঁঝের আকাশের চাঁদটা কি সুন্দর !
গোধুলীর ম্লান আলোকে তাকিয়ে ছিলাম
তোমার মুখপানে। 
দিনার শেষে পাখিরা ফিরছে ঘরে,
ডানা ঝাপটিয়ে উড়ে চলেছে কোন সুদুরে।

-------------------------------------------------------------
শ্রী সুশান্ত কুইলা 
কবি-লেখক 
উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sark

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

কোথায় সবুজ? --নীতা কবি



এতো সুন্দর বিশ্ব-প্রকৃতি কালিমালিপ্ত করলো কে?
মানুষের লোভ, মানুষের ক্ষুধা খেলো সবকিছু ,আবার কে?
শস‍্যশ‍্যামলা মা আমাদের পূরণ করে সকল চাওয়া
সেই চাওয়াতেই দখলদারি ,সবকিছু কেড়ে বড়-লোক হওয়া।

বড়-লোকের বড়মানুষী আনবে প্রগতি, আধুনিক দেশ
ধ্বংস করলো সবুজ প্রকৃতি ,মৃত‍্যু ডেকেই আনলো শেষ
বৃক্ষরাজির সম্মেলনে আসতো বৃষ্টি, ফলতো ফল
ধূধূ প্রান্তর মরুর দেশে শুষ্ক হাওয়ায় সব বিফল।

কোথায় সবুজ ! কোথায় ওরে, আয় ফিরে আয়, সবুজ কর
মৃতপ্রায় মানব-সমাজে ধরণীটাকে সুস্থ কর
সবুজ প্রান্তর ,সরস মাটি, শীতল বাতাস প্রভুর দান
খোদার উপরে খোদ্দারী করে হানলো কেবল বিষের বাণ।

নদীর জলকে করলো বদ্ধ, কারখানাতে বিষের ঝাঁঝ
ফুল ,ফল  আর প্রজাপতি সব লুপ্ত হলো পৃথ্বী-মাঝ
একটি গাছকে কাটতে হলে যে পাঁচটি গাছের জীবন চাই
সেই বিধি সব ভুলে গেলো আর শিয়রে বিপদ আনলো তাই।

এ বিপদ বড়ো বিষম বিপদ ,রক্ষা করবে সাধ‍্য কার
প্রকৃতি-দূষণ বন্ধ করতে যোগ দাও সবে, দায় সবার।
লোভের পাহাড়ে বসে বসে সব মুনাফা লাভের অঙ্ক কষে
মহাকাল এসে দাঁড়ায়ে দুয়ারে, সবকিছু তোর যাবে ধ'সে।

শোনো রে মানুষ ভাই
পৃথিবীটাকে সুস্থ রাখতে হলে সবুজায়ণ চাই।

Copyright@ Nita kabi
-------------------------------------------_----------------
নীতা কবি 
কবি-লেখিকা 
পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

একলা একা --জয় চক্রবর্তী


ঘরবন্দী, গৃহবন্দী, এমনকি 
নজরবন্দী যাই বলুন না কেনো...
সবটাই নিজের কাছে 
নিজের জন্য, বাঁচার লড়াই।

আমার কিন্তু এসব নিয়ে একটুও আক্ষেপ নেই
কোনোও কষ্ট নেই এমন থাকায়। 

আসলে একটা অসুখ,
একটা ক্ষত থেকে নিজেকে ভালো রাখতে গেলে...
একা থাকতে হয়। 
নিজেকে গুছিয়ে রাখা একার মধ্যে...
আমরা তো,
নিজেকেই ভালোবাসি বেশি।

অথচ একটা সময় চাইতাম,
দূরে....,
বহুদূরে....।
কিন্তু আজ,
বাঁচতে চাই.….
অনেক বেশি বাঁচতে চাই।

আসলে একা থাকা মানে
অসুখকে, ক্ষতকে দূরে ফেলে...
এই বেশ ভালো আছি
ঘরবন্দী, গৃহবন্দী, এমনকি
নজরবন্দী যাই বলুন না কেন।

 --------------------------------;---------------------------
             
শ্রী জয় চক্রবর্তী 
কবি-লেখক 
ডায়মন্ড হারবার, দঃ ২৪ পরগনা,  পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

চালক শ্রমিক --গৌর চন্দ্র পাল


     যে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে,
     সচল থাকার শক্তি পেত পৃথিবী ।
     সেই শক্তির সৃষ্টি কর্তা ভ্রমে,
     ফিরে পেতে মাতৃ ভূমির দৃষ্টি।
     বিদেশে থাকে ব্যর্থ আশা নিয়ে,
     অনাহারে প্রাণ যায়।
     পথ খুঁজে না পায়,
     রেলে পৃষ্ট হয়ে মরে।
     কেউ বা যদি দীর্ঘ পথ হেটে,
     বাড়ির উদ্দেশ্যে দেয় পারি।
     পুলিশ তাদের পথেই ধরে,
     বেজায় মারে লাঠি।
     বিলেতে যারা থাকে সুখে,
     প্লেন যায় তাদের আনতে তড়িঘড়ি।
     চালক মোদের শ্রমিকের জন্য,
     জুটেনা একটি চার চাকার লরি।
     চিরদিন তারা নিঃস্বার্থ ভাবে,
     আহার দিয়ে বাঁচিয়ে রাখে সৃষ্টি।
     বিপদ মাঝে জুটছে তাদের,
     অবহেলা,লাঞ্ছনা,সমাজের ভ্রুকুটি।
     কেউ বা যদি তাদের কথা ভেবে,
     সরকারি ত্রানতহবিলে করে দান।
     শ্রমিকদের কাছে পৌঁছাতে,
     সেই দানের হয় যে পরিত্রাণ।
     আমরা উন্নত মানব জাতি,
     তাদের দেখে করি ছি ছি ।
     ভেবে কি একবারও দেখি?
     থেমে যায় ওরা যদি,
     পারবে চলতে এক দিনও কি?
     ভেঙে পড়বে জয় স্তম্ভ,
     খিদের জ্বালায় গাদা গাদা টাকা দেখে,
     বলবে এগুলোই কি রুটি?
             
-------------------------------------------------------------
শ্রী গৌর চন্দ্র পাল 
কবি-লেখক 
মালদা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

মান্তাসা --দীপঙ্কর নস্কর

 
ভেবেছি মুখোমুখি হলে দেখে নেবো, 
চোখের জলটা কার বেশি ছিল। 
সময়ের পাশে মানুষ কে মানায় না। দুঃসময় 
ছাড়া----

মোড়ের মাথায় জটলা হয়।চলে হিন্দি 
গানের রিমিক,
পাশের বাড়ির ছেলেটা মিছিলে সামিল হয়েছিল, 

গুলিতে মরেছে।আমি অঙ্কে কাঁচা ----

জলের দরে শব কেনা।যেই না খুলেছে চুলের ফিতে।
লেখার পাশে কবর খুঁড়েছি। যদি বসতে দিতে---

আধি অধি রাত মেরি, নিন্দ উচাট যায়ে  রে--
পৃথিবী জুড়ে শুধু আগুন পাবে,খাবার ঘরে জল

গোঙানির দাম উঠবে বাজারে -----

পিটুনির মতো চটচটে। খই ছড়ালে মুড়কি হয়ে ষায়
এ সব কথা কাউকে বলিনা। লিখে রাখি পিয়ারা পাতায়।

এক বুক অথৈ সাগর, পাঁজরে ঘরে বেড়ায় ঘাস ফড়িং 
রাত হলে ওদের খেতে দিই। জল বাতাসা---

আমার এই ছোট্ট সংসার 
তুমি যে টুকু রূপকথা দিয়েছিলে---

আাজকে শুধু তার নাম দিয়েছি  মান্তাসা।।

________________________________________
শ্রী দীপঙ্কর নস্কর
কবি-লেখক
দক্ষিন ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

অপেক্ষার সকাল --শিবানী মণ্ডল


আগামীর দায়িত্বভার নিয়ে
অঙ্গীকারের সগর্বে দাঁড়িয়ে
জীবনের জলছবি

ভাতের কলরব কুড়িয়ে নিচ্ছে আদিম উচ্চারণ

নিঝুম পৃথিবীর উত্তাল স্বপ্নেরা ডানা মেলে
কখনো কখনো
আঙুলে মেখে নেয় ব্যস্ত সময়ের রং

হিসেবের খতিয়ানে আগামীর
পেয়ালায় ভরা প্রতিশ্রুতিবদ্ধ বাতাস!

একলা অরণ্যের দীর্ঘশ্বাস সাজিয়ে 
মাটি....
বুকের উপত্যকায় 
জলজ আলপথে বুনে রাখা
ঘনত্বের বীজে
লিখে নিচ্ছে বিপ্লব.....

অন্ধকারের নাভী চুঁইয়ে
রোদ গেঁথে যায় রূপকথার গ্ৰন্থন .......

 Copyrights@ S Mandal 
***************************************
শিবানী মন্ডল 
কবি-লেখিকা 
ঝাড়খন্ড, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------