ভেবেছি মুখোমুখি হলে দেখে নেবো,
চোখের জলটা কার বেশি ছিল।
সময়ের পাশে মানুষ কে মানায় না। দুঃসময়
ছাড়া----
মোড়ের মাথায় জটলা হয়।চলে হিন্দি
গানের রিমিক,
পাশের বাড়ির ছেলেটা মিছিলে সামিল হয়েছিল,
গুলিতে মরেছে।আমি অঙ্কে কাঁচা ----
জলের দরে শব কেনা।যেই না খুলেছে চুলের ফিতে।
লেখার পাশে কবর খুঁড়েছি। যদি বসতে দিতে---
আধি অধি রাত মেরি, নিন্দ উচাট যায়ে রে--
পৃথিবী জুড়ে শুধু আগুন পাবে,খাবার ঘরে জল
গোঙানির দাম উঠবে বাজারে -----
পিটুনির মতো চটচটে। খই ছড়ালে মুড়কি হয়ে ষায়
এ সব কথা কাউকে বলিনা। লিখে রাখি পিয়ারা পাতায়।
এক বুক অথৈ সাগর, পাঁজরে ঘরে বেড়ায় ঘাস ফড়িং
রাত হলে ওদের খেতে দিই। জল বাতাসা---
আমার এই ছোট্ট সংসার
তুমি যে টুকু রূপকথা দিয়েছিলে---
আাজকে শুধু তার নাম দিয়েছি মান্তাসা।।
________________________________________
শ্রী দীপঙ্কর নস্কর
কবি-লেখক
দক্ষিন ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------
No comments:
Post a Comment