ঘরবন্দী, গৃহবন্দী, এমনকি
নজরবন্দী যাই বলুন না কেনো...
সবটাই নিজের কাছে
নিজের জন্য, বাঁচার লড়াই।
আমার কিন্তু এসব নিয়ে একটুও আক্ষেপ নেই
কোনোও কষ্ট নেই এমন থাকায়।
আসলে একটা অসুখ,
একটা ক্ষত থেকে নিজেকে ভালো রাখতে গেলে...
একা থাকতে হয়।
নিজেকে গুছিয়ে রাখা একার মধ্যে...
আমরা তো,
নিজেকেই ভালোবাসি বেশি।
অথচ একটা সময় চাইতাম,
দূরে....,
বহুদূরে....।
কিন্তু আজ,
বাঁচতে চাই.….
অনেক বেশি বাঁচতে চাই।
আসলে একা থাকা মানে
অসুখকে, ক্ষতকে দূরে ফেলে...
এই বেশ ভালো আছি
ঘরবন্দী, গৃহবন্দী, এমনকি
নজরবন্দী যাই বলুন না কেন।
--------------------------------;---------------------------
শ্রী জয় চক্রবর্তী
কবি-লেখক
ডায়মন্ড হারবার, দঃ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------
No comments:
Post a Comment