Sunday, 27 September 2020

*কৃষি-পরিবেশ ভিত্তিক লোকায়তিক পর্যটন গড়ে উঠুক*

_* ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে দু'চার কথা*_

 *কৃষি-পরিবেশ ভিত্তিক লোকায়তিক পর্যটন গড়ে উঠুক* 
            -- ড. কল্যাণ চক্রবর্তী

কর্মসংস্থানের নতুন ভাবনা হতে পারে Agro-eco tourism, যাকে ডাকতে পারি - "শিশির বিন্দু পর্যটন' নামে, এটাই কৃষি-পরিবেশ-পর্যটন। বাংলা সাহিত্যে এর উদাহরণ আছে। রবীন্দ্রনাথের কবিতায় পাই, "বহু দিন ধরে বহু ক্রোশ দূরে/বহু ব্যয় করি বহু দেশ ঘুরে।/দেখিতে গিয়াছি পর্বতমালা,/দেখিতে গিয়াছি সিন্ধু।/দেখা হয় নাই চক্ষু মেলিয়া,/ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শীষের উপর/একটি শিশির বিন্দু।" 

পশ্চিমবঙ্গে শিশির বিন্দুর সৌন্দর্য দেখবার বহু মডেল কেন্দ্র হোক। সমস্ত কৃষি জলবায়ু অঞ্চলেই এটা হতে পারে অসংখ্য। এখানে এত ভূ-প্রকৃতির বৈচিত্র্য, পাহাড়, টিলা, নদী, জলা, জঙ্গল -- তা ব্যবহৃত হোক। নতুন শিক্ষানীতিতে Summer Trip, Summer Camp এর কথা বলা হয়েছে। আগামী দিনে বহু ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হবে। তার পরিকাঠামো এখনই করা হোক, এইভাবে বেসরকারি সরকারি আধা সরকারিভাবে তৈরি হোক নানান জায়গায়। কৃষিভূমি, সবুজ অঞ্চল, জলাভূমির পাখি, অসংখ্য প্রজাপতি, সবুজ প্রান্তর, চারণ ভূমি, লেপাপোঁছা সাঁওতাল কুটির, ভেতরে পর্যটকদের আধুনিক ব্যবস্থা থাকবে। থাকবে Herbal Garden, Butterfly Garden, Boating facilities, শালুক পদ্মে ভরা পুকুর, পাখিরালয় Bird Watch Centre. প্রয়োজন Folk Tourism -এর বন্দোবস্ত, বনবাসী, গিরিবাসী সংস্কৃতির বাণিজ্যায়ন, নাচগান, স্থানীয় খাবার, বনবাসী শিল্প সামগ্রীর কেনাবেচা। পটচিত্র, বাঁশ বেতের কাজ, ডোকরা, মাটির পুতুল, মুখোস শিল্প। 

'সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি' -- এই গানের ভূমি দেখতে, জলা-জঙ্গল দেখতে, সাজানো গোছানো পর্যটন গড়লে প্রকৃতিবিলাসী মানুষ আসবেই। তাকে কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান হবে। এলাকায় লোকশিল্প, গ্রামীণ শিল্প বিকাশ লাভ করবে। পশ্চিমবঙ্গ মডেল হোক এই ব্যাপারে। কারণ পশ্চিমবঙ্গই একমাত্র আসমুদ্র-হিমাচল-রাজ্য, ভারতবর্ষের মিনি ভৌগোলিক-সংস্করণ। সমুদ্র ধুইয়ে দিচ্ছে তার পা, আর মাথায় হিমেল চূড়ার মুকুট।

Copyright @ Kalyan Chakraborty
   

প্রাবন্ধিক: ড. কল্যাণ চক্রবর্তী
অধ্যাপক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

--------------------------------------------------------------------

      Voice Literary Blog  
      Editor : Bijoy Sarkar 

--------------------------------------------------------------------