"তাদের বলবে কি? "
- বৃষ্টি কংসবনিক
চোখ থাকতে অন্ধ যারা
নয় কি তারা দৃষ্টিহীন!
চোখের দৃষ্টি কম পড়তেই
প্রতিবন্ধী তকমা এটে,
কাদের তবে করছো হীন!
চরণ যাদের সুস্থ-সবল
তবু বাঁকা পথে হাঁটে কেবল..
পঙ্গু তারা নয়!
চলার পথে বাধা যাদের..
তারাই কি পঙ্গু শুধু হয় !
অন্যায় যারা মুখ বুজে সয়
প্রতিবাদে যারা দু-পা পিছোয়,
মূক ও বধির তারা কি নয়!
দেহের ত্রুটি তবে কি সব,
অঙ্গহীন তারাই শুধু হয়!
সুস্থ হয়ে হিংস্র যারা
প্রকৃত উন্মাদ বলাই শ্রেয়,
তবে মনোবিকারের শিকার হলে..
পাগল বলে দুষছো তাদের
করছো কাদের হেয়?
শরীর জুড়ে একটু ত্রুটি
তকমা তাদের প্রতিবন্ধী
মানবিকতা ভুলেছে যারা..
মনুষত্ব দিয়েছে জলাঞ্জলি,
বলতে পারো তকমা তাদের কি?
Copyrights@ Bristi Kangsabanik
-----------------------------------------------------------------------
বৃষ্টি কংসবনিক
কবি-লেখিকা
উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------