🌹নিয়মাবলি পড়ে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন🌹
🌹নৃত্য প্রতিযোগিতার প্রথম রাউন্ডে নৃত্যের ভিডিও ১৬ ই নভেম্বর তারিখ থেকে নেওয়া শুরু হয়েছে এবং ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ৫ই ডিসেম্বর। প্রথম রাউন্ডের ফলাফল আগামী ৮ ই ডিসেম্বর জানিয়ে দেওয়া হবে। প্রথম রাউন্ডে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা যে কোন বিষয়ের উপর নৃত্য জমা দিতে পারবে। প্রথম রাউন্ডের ফলাফলের পর পরবর্তী রাউন্ডের ব্যাপারে ভয়েস পেজে জানিয়ে দেওয়া হবে।
🌹নৃত্য প্রতিযোগিতায় তিনটি বিভাগ রয়েছে---
Category wise :
(A : 5yr - 8yr)
(A+ : 8+yr - 12yr)
(B : 12+yr - 18yr)
(C : 18+ Above)
🌹নৃত্যের ভিডিওটি অবশ্যই ৩ মিনিট থেকে ৫ মিনিটের মধ্যে হতে হবে। অন্যথায় ভিডিওটি গ্রাহ্য হবে না।
🌹ভিডিওটি পাঠানোর সময় অবশ্যই সাথে প্রতিযোগী/ প্রতিযোগিনীর নাম, বয়স, বিভাগ, ঠিকানা এবং যোগাযোগ নম্বর পাঠাতে হবে।
🌹ভিডিও নিম্নলিখিত নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে--
(A : 8017966835
A+ : 8017966835)
(B : 8777210629
(C -- 8972604159)
🌹নৃত্যের ভিডিও সকাল ১০ টা থেকে রাত্রি ১০ টার মধ্যে পাঠাতে হবে।
🌹শুধুমাত্র আপনার অপ্রকাশিত নৃত্য ভিডিও পাঠাবেন।।
🌹ভিডিও এর ছবি ও সাউন্ড পরিস্কার রাখার চেষ্টা করবেন।
🌹নৃত্য প্রতিযোগিতায় বিভাগভিত্তিক বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেমেন্টো/ ট্রফি ও সরকারী রেজিস্ট্রিকৃত ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
🌹তিনটি বিভাগের মধ্যে থেকে যে নৃত্যশিল্পীর ভিডিওটি সবচেয়ে বেশি লাইক, কমেন্ট ও শেয়ার হবে তাকে বিশেষ নৃত্যশিল্পীর সন্মান জানিয়ে মেমেন্টো বা ট্রফি প্রদান করা হবে।
,
🌹প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্বাচনের ক্ষেত্রে বিচারকদের হাতে থাকছে ১০০% নম্বর। তাদের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
🌹প্রতিযোগিতার ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে ৩০ শে ডিসেম্বর বুধবার রাত্রি ৮ টায়।
🌹সম্পূর্ণ বিনামূল্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।
🌹যারা ইতিমধ্যে পুরোনো বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মাবলি দেখে ভিডিও পাঠিয়েছেন, তাদের সবার ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
🌹প্রতিযোগিতার ব্যাপারে কোন কিছু জানার থাকলে নীচে দেওয়া দুটি হোয়াটসঅ্যাপ নাম্বারের যে কোনো একটিতে যোগাযোগ করতে পারেন---
+৯১৭০০১৮০৭৩৩১
+৯১৬২৯৫৩৯২৫৪৯
🌹সমগ্র নৃত্য প্রতিযোগিতাটি আমাদের Voice পেজ থেকে পরিচালিত হবে। সকলে পেজটি লাইক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।
🌹Voice page link : https://www.facebook.com/voiceliterarypage/
🌹Voice Writers Group : https://www.facebook.com/groups/509230129852741/?ref=share
🌹Voice Youtube Channel Link : https://www.youtube.com/channel/UCyVKQg2BeBIoiLnQP5imn6g
🌹Voice Blog Website : https://voiceliterarypage.blogspot.com/
শুভেচ্ছা ও ধন্যবাদন্তে,
" ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন"