পরাধীনতার রক্তনাভে ভারতভূমির জীর্ণ পাঁজরে
সেই তেইশের আগমন,
হে বীর তেজস্বি অগ্নি পুরুষ তোমার সেই উত্তাল ধ্বনি " আমি সুভাষ বলছি " আজও প্রতিফলিত হয় মুক্ত ভূমির কবর খুঁড়ে...
জাগিয়ে তোলো উদ্দাম বাঘ্রবাহিনী তোমার , এসো ফিরে ...
স্বাধীনতার মোড়ক টেনে দেখো একটি বার বারুদের গন্ধ, জাতের লড়াই, রক্তলাস...
হে বীর আজ তোমায় দরকার |
এই দুর্লভ কদম সে তো থামার নয়,
তোমাতে পরাজিত কত লোহার পাষান কারাগার,
তব দৃপ্ত জ্ঞানে বন্ধুর নত শির কূটনীতিবীদ হিটলার |
তোমার তেজস চোখে নারীকে কখনো দুর্বল হতে দাওনি না হয় আরো একটি বার জন্ম দেবে তোমার সেই বীরাঙ্গনা ঝাঁসি বাহিনী....
তোমার পরশে বৈচিত্র ও বহুত্ববাদের ভারতবর্ষ জনজাগরণের খরস্রোতা উন্মাদনায় প্রস্ফুটিত
হে সুভাষ ফিরে এসো তুমি....
পরাধীনতার মুখোশ ভেদে ভারতবর্ষের আকাশ জুড়ে রক্তিম সূর্যের ন্যায় যে উত্তাল ধ্বনি গর্জে উঠেছিল তব কন্ঠ জুড়ে...
সেই রণ হুংকারে কুন্ঠিত, কম্পিত ব্রিটিশ শাসকের দল...
ভারত মাতার কুঁড়ে ঘরে আজ আবার সেই প্রাচীন সন্ধ্যে নামুক
মুছে যাক সব অভিমান!
ইতিহাসের পাতায় না হয় আরো একবার স্বর্ণাক্ষরে লেখা হবে
তোমার সেই প্রথম প্রতিশ্রুতি
"তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো"
আজাদ হিন্দ বাহিনীর তেজস্বী সেনারা আজও সঙ্গে আমার
নীলগঞ্জের খালের নীচে হাজার যোদ্ধার লাশের তলায় হয়ে পড়ে নি তারা সব ম্রিয়মাণ...
তাই সিঁড়ি বেয়ে নামছে আজ আলোর গল্প
আকাশপথের আলাপচারিতায় |
যে ওই প্রদীপ শিখার সময় ছুঁয়ে ফিরবে তুমি
সেই প্রভাতের মত...
যে প্রভাতে দেশ মায়ের আঁচল প্রথম পেয়েছিল তোমায়
এক অমলিন হাসির ছন্দে! যার দোদুল্যমান উচ্চকণ্ঠে কেঁপে উঠেছিল সারা বিশ্ব,
সে সকল ধ্বংসাত্মকী গোরা ইংরেজ জাতির বুক!
যদিও তোমার কারণে আজ তা নীরব বহুদূর,
কিন্তু সে নৃশংস শোষণ!
তা থেকে কি মুক্ত হয়েছে ভারত?
না, আজ হয়তো জালিয়ানওয়ালাবাগ কিংবা নৌ বিদ্রোহের অমানবিক হত্যাকান্ড নয়
তবে প্রতিনিয়ত ঝড়ে পরা সে বীর শহীদের রক্ত!
সেই সব কোল খালি হয়ে যাওয়া মায়ের কান্না,
তার প্রতিদান!
নিরুত্তর...
আচ্ছা সুভাষ, তুমি কি আর একবার ফিরে আসতে পারোনা ;
পাশে দাঁড়াতে পারোনা সে সব বর্তমান দেশ নেতাদের!
যারা জাতি বর্ণ বৈষম্যের উর্দ্ধে!
তোমার ন্যায় উদ্দাম হতে বজ্রকণ্ঠে বিদেওমান!
অন্তঃহৃদয় থেকে একটা শক্তিশালী ভারত গড়তে...
হ্যাঁ নেতাজি, তুমি যদি পারো তাহলে আরো একবার নয় শত সহস্র বার ফিরে এসো
তোমার জন্মভূমি ভারত মাতার বক্ষ মাঝে |
ফিরে এসে দেখো হে বীর,
তোমার পথের পথিক হয়ে এক বিশাল যুব সমাজ মুক্তহস্তে স্বাধীনচেতা...
তারাও আজ তোমার ন্যায় লড়াকু,
পিছিয়ে আসেনা কারাগারে আবদ্ধ হওয়ার ভয়ে কোনো রুদ্ধশ্বাসে!
হ্যাঁ মহান, তাদের পায়ে শক্ত লোহার শিকল আটকাতে পারেনা আজ,
তোমার সে বাণী "ভারত ডাকছে। রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো!....যদি ভগবান চান , তাহলে আমরা শহিদের মতো মৃত্যু বরণ করব।'' তাদেরকে উন্মোচিত করেছে |
তাই শীতের কুয়াশা মুড়ে আরও এক বার , আরও একবার সেই তেইশের আহ্বান....
দেশবাসীর শিরায় শিরায় রক্ত পাঁজরে চির উজ্জীবিত আজও তোমার অন্তর্ধান!
তুমি ফিরবে সুভাষ সেই আশাতেই আঁচল পেতে বুক বেঁধেছে প্রতি প্রজন্মে তোমার ভারতমায়ের সন্তান |
--------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub Editor - Monowar Hossain
Chief Organizer : Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice-----------------