'ভয়েস, একবিংশ শতাব্দীর ঝঙ্কার,
দিগন্তে কাব্যপ্রকাশের এক টংকার।
শব্দকোষে গোটা-বিশ্বের তরঙ্গ,
কুশি-লব সবাইকে নিয়ে অন্তরঙ্গ।
উত্তরণে সর্বসাধারনের যুক্তিতে,
পাথেয়-চিন্তা বিকাশের মুক্তিতে।
নব প্রজন্মের মুক্ত চিন্তাধারা,
সচেতন সমোলোচকের ক্রোধহারা।
পাঠক-ভাবনার ভালো মন্দের দর্শন,
যৌক্তিকতায় দাম্ভিক বজ্র বরিষণ ।
ঝরাপাতা কুরিয়ে খোঁজা শুরু রত্ন,
মাদুকড়ী তেই -সুচনা হোক যত্ন ।
'ভয়েস, নারীকন্ঠের আকুল বিলাপ,
ঠুংরী, গজল,ভজন-খেয়ালে ছয়লাপ।
ভয়েস পাতায় সাধারন লিখার সম্মান,
পাঠক-পাঠিকা,লেখক-লেখিকা সমান।
নারী স্বাধীনতায় ভয়েস অগ্রণী,
বিশিষ্টের মতামত স্থান প্রথমশ্রেণী।
আশির্বাদে হবে একদিন বিশ্ববরেণ্য,
গলি থেকে রাজপথের প্রাধান্য ।
কর্মে জয়-পরাজয় অটুট অভ্যাস,
দাগ মুক্ত রইবে ভয়েসের ক্যানভাস।
ঘাত-প্রতিঘাতে 'ভয়েস' দুর্বার-দুর্জয়,
হাল শক্তহাতে—নিশ্চয় হইবে বিজয় ।
-----------------------------------------------------------------