Thursday, 12 August 2021

(ভয়েস) আমার উপলব্ধি - - পরেশ চন্দ্র দাস


       
'ভয়েস, একবিংশ শতাব্দীর ঝঙ্কার,
দিগন্তে কাব্যপ্রকাশের এক টংকার।
শব্দকোষে গোটা-বিশ্বের তরঙ্গ,
কুশি-লব সবাইকে নিয়ে অন্তরঙ্গ।
উত্তরণে সর্বসাধারনের যুক্তিতে,
‌পাথেয়-চিন্তা বিকাশের মুক্তিতে।
নব  প্রজন্মের মুক্ত চিন্তাধারা,
সচেতন সমোলোচকের ক্রোধহারা।
পাঠক-ভাবনার ভালো মন্দের দর্শন,
যৌক্তিকতায় দাম্ভিক বজ্র বরিষণ ।
ঝরাপাতা কুরিয়ে খোঁজা শুরু রত্ন,
মাদুকড়ী তেই -সুচনা হোক যত্ন ।
'ভয়েস, নারীকন্ঠের আকুল বিলাপ,
ঠুংরী, গজল,ভজন-খেয়ালে ছয়লাপ।
ভয়েস পাতায় সাধারন লিখার সম্মান,
পাঠক-পাঠিকা,লেখক-লেখিকা সমান।
নারী স্বাধীনতায় ভয়েস অগ্রণী,
বিশিষ্টের মতামত স্থান প্রথমশ্রেণী।
আশির্বাদে হবে একদিন বিশ্ববরেণ্য,
গলি থেকে রাজপথের প্রাধান্য ।
কর্মে জয়-পরাজয় অটুট অভ্যাস,
দাগ মুক্ত রইবে ভয়েসের ক্যানভাস।
ঘাত-প্রতিঘাতে 'ভয়েস' দুর্বার-দুর্জয়,
হাল শক্তহাতে—নিশ্চয় হইবে বিজয় ।

-----------------------------------------------------------------

আশা -- পত্রালী সেন


বড় হয়ে সোনা কি হবে আমার, 
উকিল নাকি ডাক্তার ।  
বাবা বলে ওরে লেখা পড়া করে, 
মানুষ হয়োনা সস্তার ।।
এ যুগের হাওয়া বড়ই দূষিত, 
আছে যে কি কার ভাগ্যে ।
আদর স্নেহের বাছাই যখন, লাগে না হোমে ও যজ্ঞে।।
লেখা পড়া করে বিদেশ বিভুঁয়ে,
চাকরিতে যায় চলে।
মায়ের স্নেহের,বাবার আদর,
পিছে রেখে যায় ফেলে।।
অনেক টাকা রোজগার করে 
লাভটা বল কি আছে?
যদি আসল সময় সন্তানকে 
বাবা মা পেলোনা কাছে ।। 
আশায় আশায় দিন চলে যায়, 
পায় যদি তার ছোঁয়া ।
পরের হাতের সেবায় তাঁদের 
আশা হয়ে যায় ধোঁয়া ।।
অল্প টাকার বিনিময়ে যদি,
কাছে কাছে থাকা যায় ।
তবেই তো তার আসল শিক্ষা, 
মানুষ এমনই চায়।।

----------------------------------------

পরাভূত কবি -- কবি সুব্রত মিত্র



আমি সারা জীবন বাস্তব দেখে দেখে এতদূর এসেছি
শৈশব থেকে যখনই কৈশোরে মিশেছি
নগর শহর ঘুরে ঘুরে যায় সরে বহুদূরে,
এখন সমাপন ঘটে যায় পৃথিবীর অগ্রাহ্য পাঠশালার
সমাপন ঘটে যায় ঢেউয়ে দোল খাওয়া কলমিলতার যৌবন
উগ্র বাতাস তার সহিত বিমুখ হয়েছিল কবে,শরীরে তার ধরেছিল ভাঙ্গন।

পৃথিবীর জনকৌশল ভুলে আমি তার সাথে কথা কই।

আমি পড়ে আছি কোথায়?
আমি পড়ে আছি পৃথিবী নামক জ্যান্ত চিতায়।
পথে ডোবা নাবিকের ঢেউ গোনা প্রত্যুষ
অহরহ ধরা দেয় বাস্তবিক জৌলুস,
কিঙ্করী সুশোভন করিয়াছি জ্ঞাপন
অবলীলার উপক্রম হয়েছিল কবে....  সেই; এই,
এই দোলাচল মায়াবল আজ আর নেই দিন সেই।

মুছে যাওয়া কোলাহল বিবরণ খুঁজেছিল
অলীক ঘমন্ডে কাতর নেমেছিল ওরা
গগন ফাটি আওয়াজ আসে; ঐ যে কোথায় পক্ষী ডাকে
মেঘের চিতা কোষছে হিসেব মায়ার ছায়া তারই ফাঁকে,
আক্রমণের শুদ্ধ তালু হচ্ছে আজও বেমালুম
পৃথিবীর সংকট লহময় চিত্তে, নরম উদ্বাস্তুর মতো একা জেগে রই।
আমাকে প্রাদুর্ভাবের বিভিন্ন সূত্রে একদিনও বাঁধতে চাওনি অথবা পারোনি
মেঘের ডানায় বাঁধা সুতোয় আমি এসেছিলাম হেথায়,
এই পথ ঘাট; মাঠ, ছিল চির সম্বল। তবু একদিন সবাই ভুলে যাবে আমায়।