Friday, 30 October 2020

Love is crazy --Delo Isufi

Snow covers the ground here,
To you the wind rain pours,
With the sun you send the kiss,
Eight hours after arriving at me.

Wait a voice comes from afar,
Wait to come where you live,
Love is crazy, love is mad,
Warming in snow and dry in rain.

Love is crazy, love is mad,
Knows no home, knows no border,
In an instant, at two places,
It is here and it is there.

-----------------------------------------------------------

Delo Isufi 
Book of poetry, “When washing Moon”, 2006,  
Tirana, Albania

 ---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  
        

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

And it is raining --Mirela Necula

And it is raining, in a dizzying roar,
With untold events, with tears of longing, 
And it rains, it rains infernally in the spell of the night, 
How much it can rain, as much as the hell of life wants.

And it rains, it rains with a deep right of life, 
Unknown drop, as a tenderness on the face, 
And it rains with a reserved smile in the warm head of the horizon, 
Only the moon cries, cries like crazy in the lapel of hatred.

Love has made its way on the heavenly and gentle face, 
In the dark night sitting ignored, 
The mouthy thought has forms, it has voice, but also an reverse, 
He sings "humanity with its brass hands" in reverse

The air got drunk with roses, love with a thousand whispers, 
Of me and the "wind of the kissed evening", 
He often calls you among the beautiful angels, 
You are thirsty for love ... I hear slowly, you have become too thirsty!

And it is raining, and the valleys of love rose up, 
To heaven on the most well done ladder, 
And sings, sings the love on round bellies, 
The whole convoy of thrills, "parade and honor" hides.

Leaving aside the pretext of overflowing hatred, 
Love even includes acclaimed pleasures and pleasures, 
When her daring faith cries out in anger, 
Let's love each other ,through all this angry rain!

---------------------------------------------------------------

Mirela Necula
Poet 
Romania 
 ---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

Wednesday, 28 October 2020

ভয়েস সাহিত্য পত্রিকার প্রথম শারদীয়া সংখ্যার মোড়ক উন্মোচন



মহাষষ্ঠীর পূন্যলগ্নে শ্রী বিজয় সরকার ও শ্রী মনোয়ার হুসেন মহাশয়ের সম্পাদনায়  ভয়েস সাহিত্য পত্রিকার প্রথম ডিজিটাল শারদীয়া সংখ্যা ১৪২৭ এর মোড়ক উন্মোচিত হল অনলাইন ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে।  এপার বাংলা ও ওপার বাংলার  প্রায় এক শতাধিক কবি, লেখক, লেখিকা,  চিত্র-ভাস্কর্যশিল্পীদের সৃষ্টিশীল লেখমালা, চিত্রকলা ও ভাস্কর্যশিল্পে নব কলেবরে সুসজ্জিত হয়ে উঠেছে ভয়েস সাহিত্য পত্রিকা। পত্রিকাটি রায়গঞ্জ থেকে প্রকাশিত।  

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন কলকাতা-ঢাকা মৈত্রী পরিষদের সভাপতি শ্রদ্ধেয় মোঃ রফিকুল আনোয়ার মহাশয় এবং আমাদের এপার বাংলার বিশিষ্ট কবি ও সমাজসেবী বঙ্গরত্ন মাননীয় শ্রী সুকুমার সরকার মহাশয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকাতা-ঢাকা মৈত্রী পরিষদের সাধারন সম্পাদক মাননীয় ডঃ মহীতোষ গায়েন মহাশয় এবং বিশিষ্ট কবি ও সমাজসেবী মাননীয় শ্রী সূরজ দাশ মহাশয় এবং সর্বোপরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ কবি ও সমাজসেবী বঙ্গরত্ন মাননীয় শ্রী বিশ্বনাথ লাহা মহাশয়। 
      (বঙ্গরত্ন শ্রী বিশ্বনাথ লাহা মহাশয়) 

    (মোঃ রফিকুল আনোয়ার মহাশয়)

     (বঙ্গরত্ন শ্রী সুকুমার সরকার মহাশয়)

   (ডঃ মহীতোষ গায়েন মহাশয়)  

     সূরজ দাশ মহাশয়) 

      শ্রী গুরুদাস বিশ্বাস মহাশয়ের কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত,  বিশিষ্ট অতিথিগনের বক্তব্য, আবৃত্তিতে আল্পনা কুন্ডু, যাদব চৌধুরী , আভা সরকার মন্ডল, বৃষ্টি কংসবনিক, রিয়া রায়ের নৃত্য এবং পরিশেষে সভাপতি মহাশয়ের বক্তব্য ও অনুষ্ঠান আয়োজকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিসমাপ্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন শ্রী বিজয় সরকার ও  শ্রীমতি অহনা রায় চৌধুরী। 

কলকাতা-ঢাকা মৈত্রী পরিষদের সভাপতি শ্রদ্ধেয় মোঃ রফিকুল আনোয়ার মহাশয় জানান " দুই বাংলা মধ্যে সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধনে ভয়েস সাহিত্য পত্রিকা তথা ভয়েস সংগঠন সুদূরপ্রসারী ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদী। পত্রিকার সম্পাদক দ্বয় বলেন " করোনা আবহে মানুষের সৃষ্টিশীলতাকে উৎসাহ দিতে এবং সাহিত্য-সাংস্কৃতিকে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের মানবিক কর্তব্য। অনুষ্ঠানের শ্রদ্ধেয়  সভাপতি বঙ্গরত্ন শ্রী বিশ্বনাথ লাহা মহাশয় বলেন " তারুণ্যে ভরপুর "ভয়েস সংগঠন" যেভাবে নিরলস ও নিষ্ঠার সাথে মানুষের স্বার্থে কাজ করে চলেছে তা ভবিষ্যৎ নব প্রজন্মের কাছে পাথেয় হবে। 

   "ভয়েস সাহিত্য পত্রিকা তথা ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠনে যারা নিঃস্বার্থভাবে নিরলস কাজ করে চলেছেন তারা হলেন ভয়েস সংগঠনের সভাপতি শ্রী বিজয় সরকার, সম্পাদক শ্রী চন্দন মহন্ত, সহ-সম্পাদক শ্রী মনোয়ার হুসেন,  উপদেষ্টামন্ডলী  শিপ্রা দেবনাথ, গুরুদাস বিশ্বাস, গোলাপ সিংহ, ধীমান দাস এবং পরিচালক সদস্য   উৎপল সরকার, বৃষ্টি কংসবনিক, প্রিয়তমা ঘোষ, মৃত্যুঞ্জয় কর, অহনা রায় চৌধুরী, সত্যব্রত ধর, বিশ্বপ্রিয়া সাহা, জীবন বর্মন ও পলাশ সরকার প্রমুখ। ভয়েস সংগঠনের মুখ্য পরিচালক চন্দন মহন্ত মহাশয় বলেন " মানুষের মধ্যেকার সুপ্ত প্রতিভাকে জনসমক্ষে তুলে ধরা ও সকলের মধ্যে জনসচেতনতা গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

Tuesday, 27 October 2020

অদ্ভুত সময়" --জাবেদ আলি



আজ আমরা এক অদ্ভুত এক চরম মুহুর্তে দাঁড়িয়ে আছি,
শিক্ষা দীক্ষা যাক চুলোয়,অবাক হয়ে শুধু দেখছি।
চারিদিকে শুধু অন্যায়, অত্যাচার আর ব্যাভিচার,
লুটিয়ে পড়েছে মনুষ্যত্ব,চারিদিকে শুধু হাহাকার।
মানুষ আজ বড়ো অসহায়,বিবেক টা হয়েছে কালো,
জানিনা ফিরবে কবে,এক সুন্দর সুখ শান্তির আলো।
যেদিকে তাকায় লোভ,লালসা,
হিংসা,আর প্রতারণা,
অন্ধকারে ছেয়ে গেছে,চলছে শুধু নির্লজ্জের আনাগোনা।
দেশের সাথে,দশের সার্থে,কত যে শহীদ ঘরের ছেলে,
ফিরলো না আর শান্তি,কতো মা আজও কাঁদে,নীরবে নিভৃতে।
আমরা লড়াই করছি,হিংসা করছি শুধু মাত্র ধর্ম কে নিয়ে,
ভাবিনি কখনো আমরা,নিশ্চুপ থাকা মানুষ গুলোকে নিয়ে।
মুখোশধারী শয়তান, মহানন্দে আজও বিরাজমান,
অসহায় মানুষ আজ একটু সুখের আশায় ভ্রাম্যমাণ।
রাজনীতির হিংসায় সমাজ আজ প্রবল ভাবে কলুষিত,
মানুষে মানুষে বিভেদ,সমস্ত মানবজাতি আজ জর্জরিত।
লুটতরাজ,দাঙ্গা,ধর্ষণ,খুনোখুনি,
মারপিট আরও কত কি,
এই সব নিয়েই তো চলছে আজও এই সভ্য মানবজাতি।

Copyrights@ J Ali  
---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------