আজ আমরা এক অদ্ভুত এক চরম মুহুর্তে দাঁড়িয়ে আছি,
শিক্ষা দীক্ষা যাক চুলোয়,অবাক হয়ে শুধু দেখছি।
চারিদিকে শুধু অন্যায়, অত্যাচার আর ব্যাভিচার,
লুটিয়ে পড়েছে মনুষ্যত্ব,চারিদিকে শুধু হাহাকার।
মানুষ আজ বড়ো অসহায়,বিবেক টা হয়েছে কালো,
জানিনা ফিরবে কবে,এক সুন্দর সুখ শান্তির আলো।
যেদিকে তাকায় লোভ,লালসা,
হিংসা,আর প্রতারণা,
অন্ধকারে ছেয়ে গেছে,চলছে শুধু নির্লজ্জের আনাগোনা।
দেশের সাথে,দশের সার্থে,কত যে শহীদ ঘরের ছেলে,
ফিরলো না আর শান্তি,কতো মা আজও কাঁদে,নীরবে নিভৃতে।
আমরা লড়াই করছি,হিংসা করছি শুধু মাত্র ধর্ম কে নিয়ে,
ভাবিনি কখনো আমরা,নিশ্চুপ থাকা মানুষ গুলোকে নিয়ে।
মুখোশধারী শয়তান, মহানন্দে আজও বিরাজমান,
অসহায় মানুষ আজ একটু সুখের আশায় ভ্রাম্যমাণ।
রাজনীতির হিংসায় সমাজ আজ প্রবল ভাবে কলুষিত,
মানুষে মানুষে বিভেদ,সমস্ত মানবজাতি আজ জর্জরিত।
লুটতরাজ,দাঙ্গা,ধর্ষণ,খুনোখুনি,
মারপিট আরও কত কি,
এই সব নিয়েই তো চলছে আজও এই সভ্য মানবজাতি।
Copyrights@ J Ali
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment