দুঃখের বোজা মাথায় নিয়ে
চলছে ওরা সুখের পানে
পেয়েছে কি সুখ?
না । আজও পায়নি ।
তবুও চলছে আশার তরী বেয়ে
সেই দাসত্ব প্রথা থেকে আজ অবধি।
শুনা যায় তাদের দুঃখ
নিরাকরণ করতে হবে,
কিন্তু বাস্তবে এক অন্য রূপ
তাদের দুঃখ কী হয়েছে অবসান যদিও রাজনীতিবিদগণ নির্বাচনী ভাষণে বলে,
কিন্তু অবসান হচ্ছে কোথায়।
চোখের জলে ভাসে তাদের জীবন
দুঃখকে আপন করে নিয়েই
তারা বেঁচে আছে নীরব সংগ্রামে,
পায় না কারও সহানুভূতি ও ভালবাসা।
মাথার ঘাম পায়ে ফেলে
বাড়ি ফেরে উদাস মনে দিনান্তে
পর্ণকুটিরে,
দুঃখের যাতনা অন্তহীন
শীতে নেই বস্ত্র,
ঘুম ভাঙে আঁধার রাতে।
তাদের সুখ কোথায়
আজও চেয়ে থাকে
বাবুদের একটু আদর ভালবাসা
আর সহানুভূতিতে ঘুচে যাক দৈন্যতা ।