তোমাকে ভালোবাসি বলে
নিজেকে গুটিয়ে নিয়েছিলাম
শামুকের খোলকে,
ত্যাগ করেছিলাম নিজস্বতাকে
আপন করেছি একাকীত্ব।
হাতে হাত রেখে
ঠোঁটে ঠোঁট দিয়ে
ভালোবাসা আমাকে স্পর্শ করেছিল,
আমি ও প্রত্যুত্তরে
জাগিয়েছি কামরূপ চেতনা।
এখন,
অনুভূতিগুলি অতীত মৃত-অগ্নিদ্বগ্ধ
আমার আর ভালোবাসার অহরহ বাঁধে দ্বন্দ্ব,
নিজের সবটুকু যার জন্য করেছি ত্যাগ
সে আমায় প্রশ্ন করে
কেন করেছিলে?
এখন,
শুধু কথার পিঠে কথা বসে
যুক্তি-তর্কের পাহাড় আকাশ ছুঁতে চায়
সূচ ফুটানো কথাগুলি হৃদয়ের রক্ত ঝরায়।
এখন,
প্রতিদ্বন্দ্বিতা!
ত্যাগের হিসাব অঙ্ক কষতে বসায়,
ব্যস্ততার অজুহাত দাঁড়ায়-
দু 'জনের মাঝে প্রাচীরের মত,
সেদিনের অমলিন ভালোবাসা
এখন শুধু বোঝাপড়া
আর স্পষ্ট চাঁদের ক্ষত।
এখন,
প্রেমাতুর মন খুঁজে
একলা সন্ধ্যে,
একটা নিশ্চিন্ত অপরাহ্ন,
অবাধ্য মন আজীবন ভালোবাসতে চায়
মুছে যায় অতীত রজনীর স্মৃতি চিহ্ন।
এখন,
আমার আর ভালোবাসার করুণ পরিণতি
ভালোবাসা বৈরাগ্য চায়!
আমি চাই হতে -
ভালোবাসার যতি।