ত্যাগের মন্ত্রে গড়বো মোরা
শান্তি মৈত্রীর দৃঢ় বন্ধন,
প্রীতির পথেই আনবো ত্বরা
মানবতার মহা জাগরণ।
মহৎ মনে সর্বজনে
গড়বো ঐক্যের সোপান,
দৃঢ় পণে সাম্যের গানে
হোক মানবতার উত্থান।
মেহনতী জনতার এ লড়াই
মোদের যাবেনা বিফল,
জাগবে দেশে আশার আলো
ভাঙ্গবে সব বিভেদের শৃঙ্খল।
দীপ্ত মশাল লড়াই বিশাল
নেই ভয় উদ্বেগ শংকা,
শক্ত শপথ দৃঢ় মনোরথ
বাজাবো মুক্তির জয় ডঙ্কা।
🌹🌹🌹✍️✍️🌹🌹🌹
No comments:
Post a Comment