Saturday, 15 October 2022

মহা জাগরণ -- সিরাজুর বড়ভূইয়া

ত্যাগের মন্ত্রে গড়বো মোরা
শান্তি মৈত্রীর দৃঢ় বন্ধন,
প্রীতির পথেই আনবো ত্বরা
মানবতার মহা জাগরণ।

মহৎ মনে সর্বজনে
গড়বো ঐক্যের সোপান,
দৃঢ় পণে সাম্যের গানে
হোক মানবতার উত্থান।

মেহনতী জনতার এ লড়াই
মোদের যাবেনা বিফল,
জাগবে দেশে আশার আলো
ভাঙ্গবে সব বিভেদের শৃঙ্খল।

দীপ্ত মশাল লড়াই বিশাল
নেই ভয় উদ্বেগ শংকা,
শক্ত শপথ দৃঢ় মনোরথ
বাজাবো মুক্তির জয় ডঙ্কা।
🌹🌹🌹✍️✍️🌹🌹🌹

No comments:

Post a Comment