Saturday, 15 October 2022

ত্যাগেই শান্তি -- অমরনাথ ঘোষাল

ভোগেতে বাড়ায় রিপু আসক্তি, 
ত্যাগের আছে যে মহা নিদান, 
দেহ মনে রিপু জয় করতে,
ত্যাগ ই  দিচ্ছে সঠিক  বিধান।
জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি দিলে
হু হু ক'রে ওঠে জ্বলে, 
আগুনের যে হয়  জ্বলন,
শান্তি  হবেই নিভিয়ে দিলে। 
শ্বাসজয় হয়   অনুশীলনে, 
প্রাণশক্তি বাড়াবে  শ্বাস্,
মধুর এ আলাপন আছে, 
নাসিকা রন্ধ্রে শ্বাস প্রশ্বাস। 
সম্ভোগ হ'লে রিপুর তাড়ন, 
অতি সম্ভোগ করতে বারণ, 
শাস্ত্রে লিখেছে মানুষ  দেখেছে, 
প্রাণশক্তি দেহে আবরণ। 
লোভের সঙ্গী সরস জিহ্বা, 
খাবারে বাড়ায় আসক্তি, 
ধ্যান করলেই মঙ্গল হয়, 
  ত্যাগেতে বাড়ায় মহাশক্তি। 
সংযত করে সবার প্রকৃতি ,
ত্যাগের আছে যে শান্তি, 
প্রকৃত শান্তি পেতে হ'লে, 
ত্যাগের স্বস্তি প্রশান্তি। 
সঙ্গত নাহ'লে  দাবীর সনদ, 
অতীব বিবাদ বাড়ায় এসে, 
ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ, 
অর্থলোভকে ভালবেসে ।

No comments:

Post a Comment