Saturday, 5 June 2021

অসুস্থ ধরণী - অঙ্কন বিশ্বাস



পায়ের তলের ঘাস কুচিয়ে
  তুমি আজ উপর তলের      
   মানুষ।
অক্সিজেনের মাত্রা ঘুচিয়ে
অট্টালিকার চার- দেয়ালেই খুশ।
জানটা তোমার এতোই প্রিয়
মানের পিছু ছুটছো কেনো 
কোথায় তোমার হুশ।
হে সকল জীবের বাবু -কোথায় তোমার হুশ।
জ্ঞানের ঝুড়ি ভরাট করে 
বসেছো বাজারে 
সেই জ্ঞানের প্রয়োগ করে কে?
কে করিতে পারে? 
আজ তুমি একা নও 
করোনা তোমার দ্বারে।
সাথে তোমার স্মার্ট হয়েছে-রোগ চিনবে হারে-হারে।
অহংকার আর স্বার্থ তোমার 
দেখো কি কি কারে।
অপরাধ এর জল গড়িয়ে 
ফেলবে কার ঘাড়ে।
অসুখ নিয়ে লড়তে গিয়ে 
স্বার্থ তুমি মাথায় কোরে তুলেছো।
ভগবান সৃষ্ট স্বার্থ হীন সেই
 ডাক্তার কেই ভুলেছো।
যে পথে তুমি চলেছো
জানিনা তার শেষ।
প্রার্থনা করি আসুক সুখ-সুস্থ পৃথিবী সুস্থ হোক দেশ।।
                       
 দক্ষিণ দিনাজপুর  

Tuesday, 1 June 2021

মায়ের মত ভাবি - চিত্তরঞ্জন সাহা চিতু



এই দেশকে জেনেছি আমি আমার মায়ের মত,
এই দেশেতে যুগ যুগ ধরে বর্গী এসেছে কত। 

জুলুম শোষণ করেছে তারা আমার এদেশ নিয়ে,
নীল চাষ তারা কত যে করেছে কৃষকের কষ্ট দিয়ে।

এরপর এলো শোষণ জান্তা জুলুম বাড়লো আরো,
এই বাঙালী বীরের জাতি ভয় পাই বলো কারো।

আমার নেতা বঙ্গবন্ধু দিলেন মহান ডাক,
সকল বাঙালি এবার জাগো শত্রু নিপাত যাক। 

বীরের জাতি জাগলো সেদিন শত্রুরা পেলো ভয়,
করলো তারা মাথা নত শেষে আমরা পেলাম জয়।

সেদিন থেকে এদেশটাকে মায়ের মত ভাবি,
দেশের কাছে তাইতো আছে আমার যত দাবি। 


বাংলাদেশ

Monday, 31 May 2021

ভয়েস সাহিত্য পত্রিকা : শারদীয়া সংখ্যা ১৪২৮ (মুদ্রিত সংখ্যা) এ লেখা আহ্বানে বিজ্ঞপ্তি

🌼আনন্দ সংবাদ    
🌼আনন্দ সংবাদ🌼

🌼ভয়েস সাহিত্য পত্রিকা : শারদীয়া সংখ্যা ১৪২৮ এ লেখা আহ্বানে বিজ্ঞপ্তি 🌼

 "ভয়েস লিটারারি কালচারাল অর্গানাইজেশন"
শারদীয়া সংখ্যা ১৪২৮ (মুদ্রিত সংখ্যা) প্রকাশ করতে চলছে। এই শারদীয়া সংখ্যায় সকল কবি, লেখক, লেখিকাদের সৃষ্টিশীল কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী প্রভৃতি লেখামালা তুলে ধরার জন্য আহ্বান করা হচ্ছে। নিন্মে উল্লেখিত নিয়মাবলি দেখে আপনারা আপনাদের সৃষ্টিশীল লেখামালা প্রেরণ করবেন-


★আগামী ৩০ শে জুন এর মধ্যে লেখা পাঠাবেন। 

🌼বিভাগ : (কবিতা) 🌼

🌼নিয়মাবলিঃ-

  ১. লেখার ক্ষেত্রে সাধারণ বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা  নির্ভুল বানানে লেখা পাঠাবেন। 
  ৪. সঠিকভাবে বিরাম চিহ্নের ব্যবহারের দিকে নজর রাখবেন।
  ৫. কবিতা পাঠাবেন অনধিক ২০ লাইনের মধ্যে।
  ৬. কবিতার সাথে  আপনার নাম ও আপনার শহর ও জেলার নাম অবশ্যই উল্লেখ করে পাঠাবেন। 
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে কবির নিজস্ব ।  
  ৯. কবিতা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

                        
🌼বিভাগ : (গল্প ) 🌼

🌼নিয়মাবলিঃ-

    ১. লেখার ক্ষেত্রে সাধারণ বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা নির্ভুল বানানে লেখা পাঠাবেন। 
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগে নজর রাখবেন।
  ৫. গল্পের শিরোনাম  থাকা আবশ্যক 
  ৬. গল্পের সাথে আপনার নাম ও আপনার শহর ও জেলার নাম অবশ্যই পাঠাবেন। 
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে লেখকের।  
 ৯. অনধিক ৩০০ শব্দের মধ্যে গল্প পাঠাতে হবে।।
  ১০. গল্প অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

🌼বিভাগ : (প্রবন্ধ) 🌼

   🌼নিয়মাবলিঃ-

    ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা নির্ভুল বানানে লেখা পাঠাবেন। 
  ৪. সঠিকভাবে বিরাম চিহ্ন প্রয়োগে নজর রাখবেন।
  ৫. প্রবন্ধের শিরোনাম আবশ্যক। 
  ৬. প্রবন্ধের সাথে আপনার নাম ও আপনার শহর ও জেলার নাম অবশ্যই পাঠাবেন। 
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে প্রাবন্ধিকের।  
৯. প্রবন্ধ পাঠাবেন অনধিক ৫০০ শব্দের মধ্যে। 
 ১০. প্রবন্ধ অবশ্যই অপ্রকাশিত হতে হবে।             

🌼বিভাগ : ( ভ্রমন কাহিনী ) 🌼

   🌼নিয়মাবলিঃ-

    ১. লেখার ক্ষেত্রে সাধারণ বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লিখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা নির্ভুল বানানে লেখা পাঠাবেন। 
  ৪. সঠিকভাবে বিরাম চিহ্ন প্রয়োগে নজর রাখবেন।
  ৫. ভ্রমণ কাহিনী শিরোনাম আবশ্যক। 
  ৬. ভ্রমণ কাহিনীর সাথে আপনার নাম ও আপনার শহর ও জেলার নাম অবশ্যই পাঠাবেন। 
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮. লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে প্রাবন্ধিকের।  
  ৯. অনধিক ৫০০ শব্দের মধ্যে ভ্রমণ কাহিনী পাঠাবেন।।
  ১০. ভ্রমণ কাহিনী অবশ্যই অপ্রকাশিত হতে হবে।             

★নীচে উল্লিখিত বিভাগ অনুযায়ী  হোয়াটসঅ্যাপ নাম্বার গুলিতে আপনার লেখা পাঠাবেন :-- 
 

🌼কবিতা - (দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কবিতা পাঠাবেন) : 
★+91 75011 65116
★+91 87772 10629

🌼প্রবন্ধ, ভ্রমণ কাহিনী : 
★ +91 76798 36119
 

🌼গল্প, অনুগল্প : 
★+917001807331

★লেখা পাঠানোর সময় সবার উপরে অবশ্যই লিখবেন "ভয়েস পত্রিকা শারদীয়া সংখ্যা ১৪২৮" ও 
আপনি কবিতা/গল্প/প্রবন্ধ - যে বিভাগে লেখা পাঠাবেন...... সেই বিভাগের নাম উল্লেখ করে লেখা পাঠাবেন। 

★শুধুমাত্র বাংলা ভাষাতেই লেখা গ্রহনীয় 

★কেবলমাত্র একটি বিভাগেই লেখা দিতে পারবেন। 

★ লেখা মনোনীত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

★লেখা মনোনীত হলে  ২৫০ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। 

★ভয়েসের দেওয়া অ্যাকাউন্ট নাম্বারের যে কোনো একটিতে পত্রিকা বাবদ ধার্য মূল্য পেমেন্ট করে তার স্ক্রিনশট পাঠিয়ে দিবেন।

★অনুষ্ঠানে অংশ নেওয়া কবি-লেখক-লেখিকাদের হাতে ভয়েস শারদীয়া পত্রিকা, ট্রফি, শংসাপত্র প্রদানের মধ্য দিয়ে সম্মানিত করা হবে। 

★অনুষ্ঠানে আগত কবি-লেখক-লেখিকাদের জন্য  দুপুরে টিফিনের ব্যবস্থা করা হবে। 

★অনুষ্ঠানে যারা আসতে পারবেন না, তাদের প্রাপ্ত শারদীয়া পত্রিকা, ট্রফি ও শংসাপত্র ডাকযোগে / কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে   কবি-লেখক-লেখিকাদের কুরিয়ার চার্জ বহন করতে হবে। 

★অনুষ্ঠানের দিনক্ষণ ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে। 

     আপনাদের ভালোবাসা ও সহোযোগিতাই আমাদের চলার পথে পাথেয়। 

     এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ  করুনঃ-

★ +917001807331 গুরুদাস বিশ্বাস 
★ +917679836119 শিপ্রা দেবনাথ (টুলটুল) 

Email : voiceculturalteam@gmail.com 
 

ধন্যবাদ ও শুভেচ্ছান্তে
ভয়েস সাহিত্য পত্রিকা 
"ভয়েস লিটারারি কালচারাল অর্গানাইজেশন" 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Sunday, 30 May 2021

প্রার্থনা - অমৃত বর

মানব একমুঠো অক্সিজেনের অভাবে 
আজ হাসপাতালের বিছানায় এপাশ ওপাশ করছে।
অথচ  ইলেক্ট্রনিক পাখায় বাতাসের ঝড়,
আর জানালার কাঁচে আঁচড়ে পড়ছে,
দেশান্তর থেকে আসা মারন ভাইরাস করোনা।
মানবজাতির খুব প্রয়োজন একটি অক্সিজেনের বোতল।
কিন্তুু বৃক্ষ ছেদনে পরিবেশ থেকে হারিয়ে গিয়েছে অক্সিজেন।
পরে রয়েছে মৃত মানবের শরীরে কার্বনের অস্থি।

মৃত্যুদূত করোনা বন্ধ দরজায় কড়া নাড়ে,
আর বলে আজ কোথায় পাবি অক্সিজেন?
দরজা খোলার অপেক্ষা করেনা,
নিজেই  খুব কাছে এসে বসে,
মাথায় হাত বুলিয়ে দিতে থাকে,
বলে আমি মানব শরীরে বাসা বাঁধবো।
মানব শরীর  ক্ষতবিক্ষত করার আমার যে বড্ড সাধ।
দীর্ঘ সময় অতিক্রম করে আজ যে সুযোগ পেয়েছি,
মানবীর শ্বাসনালীতে আমার বাসা গড়ার।
কেননা বিশ্বের বুক থেকে মলিন হয়ে গেছে অক্সিজেন।
যমরাজ আজ আমায় পাঠিয়েছে , 
বিশ্বের বুক থেকে মানবজাতির প্রাণ হরণ করার জন্য।

মানব-জাতি শান্তিতে শেষবারের মতো চোখ বন্ধ করে,
আজ যে বড্ড অক্সিজেন-এর অভাব।
মৃর্তুর আগে উপলব্দি জুড়ে ভয়ংকর সত্যর উপস্থিতি।।
 ক্ষণিকের মায়া ভুলে চিরদিনের চিরসত্যের কাছে হার মেনে।
মানব আজ আলিঙ্গন করছে মৃত্যুকে।
হে মানব জাতি ,
আমাদের সব ভুল শুধরে নিতে হবে নিজের হাতে ।
চলো সবাই মিলে ধরণী-মাতার বুকে ,
আজ বৃক্ষ রোপণ করি।
পরিবেশ কে সবুজের আভায় আবার অঙ্কন করি।
ধরণী মাতার হাতে আমরা তুলে দিব অক্সিজেন।
মাগো তুমি পূর্বের মতো মানুষকুলকে রক্ষা করো।
সকল মানব জাতি কোভিড-১৯ নিধনকারী যজ্ঞ করবে,
সকলে একই মন্ত্রে বলবে চিরতরে বিনাশ হোক মারণ ভাইরাস করোনা।
মাগো তুমি আদর্শ অস্ত্র হাতে কভিড-১৯ কে নিধন করো।
প্রার্থনা রাখি মা তুমি আবার মানবকূলকে  রক্ষা করবে।

@ মালদা 
-----------------------------------------