Saturday, 5 June 2021

অসুস্থ ধরণী - অঙ্কন বিশ্বাস



পায়ের তলের ঘাস কুচিয়ে
  তুমি আজ উপর তলের      
   মানুষ।
অক্সিজেনের মাত্রা ঘুচিয়ে
অট্টালিকার চার- দেয়ালেই খুশ।
জানটা তোমার এতোই প্রিয়
মানের পিছু ছুটছো কেনো 
কোথায় তোমার হুশ।
হে সকল জীবের বাবু -কোথায় তোমার হুশ।
জ্ঞানের ঝুড়ি ভরাট করে 
বসেছো বাজারে 
সেই জ্ঞানের প্রয়োগ করে কে?
কে করিতে পারে? 
আজ তুমি একা নও 
করোনা তোমার দ্বারে।
সাথে তোমার স্মার্ট হয়েছে-রোগ চিনবে হারে-হারে।
অহংকার আর স্বার্থ তোমার 
দেখো কি কি কারে।
অপরাধ এর জল গড়িয়ে 
ফেলবে কার ঘাড়ে।
অসুখ নিয়ে লড়তে গিয়ে 
স্বার্থ তুমি মাথায় কোরে তুলেছো।
ভগবান সৃষ্ট স্বার্থ হীন সেই
 ডাক্তার কেই ভুলেছো।
যে পথে তুমি চলেছো
জানিনা তার শেষ।
প্রার্থনা করি আসুক সুখ-সুস্থ পৃথিবী সুস্থ হোক দেশ।।
                       
 দক্ষিণ দিনাজপুর  

No comments:

Post a Comment