Monday, 14 June 2021

হায় বন্যা - আশীষ কুমার পাল




বেদনার রঙ তুলিতে সৃষ্ট অসিত মেঘ
দুকুল ছাপিয়ে ডেকে এনেছিল বন্যা! 
নীড় হারা মানুষ গুলো অসহায় বড়ো
বাঁধতে বাঁধ বুক পেতে ছিল এক কন্যা। 

সাপের সঙ্গে সহবাসে চরেছিল গাছে
অনিদ্রা আর অনাহারে নষ্ট জীবন, 
মরীচিকা সম সুখ হাতরে বেড়িয়ে
লিখন খন্ডনে বেচেছে গহীন মরন! 

বৃদ্ধ পিতার হাতটা কখন ছেরে গেছে 
ভাইটাকেও পারেনি দিতে জীবনের স্বাদ! 
দুঃখের বন্যায় শুকিয়ে অশ্রু কনা
বেঁচে থাকা মানে জীবন ই বরবাদ! 

মাতা তো সেই কবেই গিয়াছে ছারি
দুঃখের মাঝে খুঁজেছিল গভীর সুখ, 
সম্বল হীন হয়ে  বাবা ভাই হারিয়ে
জীবনের মায়া হারিয়ে বাঁধে পেতেছে বুক!

No comments:

Post a Comment