Monday, 14 June 2021

সংগ্রাম চলছেই - 'মুরারি'


                    
পরিচয়ের একটা পাতায় নাম লিখতে সন্ধ্যা প্রদীপের মত জ্বলন্ত এই শরীর থেকে যত ঘাম ঝরেছে
তা প্রদীপের পিলসুজের মত আঁধারেই 
রয়ে গেল
হাপিয়ে গেল শরীর মন সংগ্রামী কলুর বলদের মত
চিনি ভেবে বালিতে মুখ
তবুও নিরন্তর সংগ্রাম সময়ের সাথে
কবে প্রতিষ্ঠা সুর্যের উদয় হবে ভাগ্যাকাশে
'অর্জুন তুমি কর্ম কর'
এই বাণীটাই যেন ঘুরে ফিরে আসে
দেন মন উজ্জিবিত হয়
আবার সংগ্রাম শুরু হয়
কত দূরে কাম্য বস্তু জীবনের উপযোগ
দিশে হারা হই
মন শক্তি হায়ায়
কে যেন বলে কর্ম করে যাও
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ,,,,,,

No comments:

Post a Comment