সুন্দরবন কেন ভাসছে ?
গণ - আওয়াজ উঠছে না তো জোর!
ওরা ভাসছে বছর বছর ,
মজা লুটবে কয়েক টা এাণ চোর ?
আর মিডিয়া , সুকৌশলে
এড়িয়ে গিয়ে বানভাসির কথা
সেই চোরদের সঙ্গে নিয়ে করে
সন্ধায় হয় রঙ্গঁ রসিকতা।
মিডিয়ায তো ছবি দেখছি
শুধু শাসক বিরোধী কোন্দলের।
বানভাসির এাণে যুক্ত
লোকেরা কারা? জিরো পাওয়া দলের!
বানভাসিরা ভাসছে দেখে
দূর থেকে তো অনেকে হাত নাড়ায়,
মানুষ হয়ে সমবেদনায়
সেই মানুষ এর পাশে ক ' জন দাঁড়ায় ?
অশিক্ষিত মানুষ বাবু
ঠিক বুঝি না, মেটাতে কার সাধ
সুন্দরবনে গড়ে ওঠেনি
এখনো পাকাপোক্ত নদী বাঁধ!
যে বাঁধ গড়ার কাজ শুরু হয়,
কোন রহস্যে থামে সে উদোম
কেউ জানে না সারবে কবে
পোড়া দেশের এমন মহারোগ!
ওদের দিকে কেউ কি দেবে নজর ?
নাকি চোখের নোনা জলেই
সুন্দরবন ভাসবে প্রতিবছর?
# ঘোষপাড়া বালুরঘাট
No comments:
Post a Comment