বন্যার করাল গ্রাসে মানুষের জীবনকে
করে দেয় একেবারে ছাড়খার,
ঘর,বাড়ি ভেঙে যায় বন্যার জল ঢুকে
সব হারিয়ে মানুষ করে হাহাকার।
চাষের জমি ডুবে ফসল নষ্ট করে
ভয়ঙ্কর বন্যার জলে ,
বাঁচার তাগিদে সব ফেলে মানুষ ছোটে
কোন নিরাপদ স্থলে।
ভয়াবহ বন্যার জলে নষ্ট করে দেয়
পশু,পাখি ,মানুষের জীবন,
জলের তোড়ে ভাসতে ভাসতে
মারা যায় অজস্র প্রাণ।
সাপ,মানুষ,গবাদী পশু বসবাস
করে সকলে একসাথে
জীবনের এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতার
ছবি বন্যায় মানুষের সাথে।
খাবার সংকোটে দিশাহারা জীবন
ভাবনার অতল সাগরে ডুবে যায়
সরকারী অনুদান মানুষের সাহায্য নিয়ে
বেঁচে থাকায় হয় কঠিন দায়।
গ্রামের পর গ্রাম বন্যার জলে ভাসিয়ে
মানুষকে সর্বশান্ত করে ফেলে,
ঘর,বাড়ি ,সাজানো জীবনের ছবি
এক নিমেষেই শেষ বন্যার জলে।
বন্যা থেমে গেলে নানারকম রোগে
জীবনকে অতীষ্ট করে তুলে,
কলেরা,ডাইরিয়া,জ্বরে ভুগতে থাকে
মানুষ বন্যার দূষিত জলে।
প্রাকৃতিক দূর্যোগের কাছে আমরা
দিশাহারা হয়ে পড়ি
ঠিকানা বিহীন জীবন নিয়ে বাঁচাবো
কেমন করে ভেবে মরি।
No comments:
Post a Comment