Sunday, 5 July 2020

খোঁজ রাখেনা কেউ --জয় চক্রবর্তী



স্মৃতি পুরানো হলে
ক্যালেন্ডারে আটকে থাকে।
আত্মহত্যার নিজস্ব কোন রং নেই
আসলে তাকে অভিমান বলে।

আগুন জ্বালাতে শিখে
বোকারা ভাবে আবিষ্কার,
আসলে তাদের একটা ক্ষত চিরদিন
যেমন আগুন পোষে শুকনো কাঠ।

তোমার বাগানের নয়নতারা
বহুদিনের রাতজাগা চোখ।
হলুদ চিঠিতে আজও জমে আছে
লুপ্তপ্রায় পিওনের খোঁজ।

আদম ইভ একই আছে
রোজকার ওই আয়নাতে,
নিজেকে ভালোবাসি সব্বাই
লিপস্টিকের খোঁজ রাখেনা কেউ।

ক্লান্ত মানুষ সময় বেচে ফেরে রোজ
কোনোও ঘড়ি বিক্রেতার দামে।
ভালোবাসা মরলে কোনোও দিন
কিছু আসে যায় না চাঁদের।।

copyrights@ J Chakraborty 
------------------------------------------------- 

শ্রী জয় চক্রবর্তী 
কবি-লেখক 
ডায়মন্ড হারবার, দঃ ২৪ পরগনা,  পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

দীপ জ্বলা প্রহর --শিবানী মণ্ডল



স্মৃতির ফলক এঁকে চলে শামুক মাংসপেশী
বিষাক্ত জিভ চেটে খায় সেই নিঃশ্বাস,
পরিত্যক্ত সময়ের হিংস্রতায়
ঠিক কতোটা অবদমিত হবে বিশ্বাস?

স্বপ্নের পাখা মেলেছিল তাই নদী
শ্যাওলা রাঙানো শাড়ি পরে কাঠগড়ায়,
বসন্ত আঁশ লাল ঝরিয়ে খোঁজে ঐ
বালি ক্ষেত সেই যাপন আঁচলে কুড়ায়।

তুলসী সমাজ চাতাল জুড়ে উপবাসী
ভক্তির মুখে চুরুট প্রাচীর অন্তহীন,
কপাল সূর্যে শিকল বাঁধে সন্ন্যাসী
আবিল মুখোশে আঁশটে আতর মুখ প্রাচীন।

নীরব দহনে কঙ্কাল কাঁদে মায়াবী
কাঙালের ধন অনন্তকাল কুবেরের,
স্বর্গ জেতার মরণ সুপ্ত যাতনায়
শ্মশান উড়ছে "মুক্তো" জাগা প্রহরের।

মৃত্যুর পারে ডাকে স্মৃতি উদভ্রান্ত
লালসার রথ হারিয়েছে তাই সুখ,
দীপ জ্বেলে বেদী শুঁকছে দেবতা রক্ত
নেশায় বিভোর পরশ পাথর মূক!

Copyright@ S Mandal  


শিবানী মন্ডল 
কবি-লেখিকা 
ঝাড়খন্ড, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

হরিবোল --সত‍্যব্রত ধর



বুড়ো শব্দের ভীড়ে জোনাকিদের
বিক্ষোভ থেমে যাওয়ার পরে,
মনের কুঁড়েঘরে পূর্বপুরুষের ছায়াদের
হাতছানির বাড়বাড়ন্ত হঠাৎ!

এবার বেকারত্বের ব্লগে লেখা,
ছবিগুলোয় মরচে ধরেছে প্রায়।
ছাপোষা সংখ‍্যা তত্ত্ব হৃৎপিণ্ডের আর্তনাদ
শুনে, যৌন-মৃত্যুর পরিধি মাপতে ব‍্যস্ত!

ডাগর পোয়াতির গায়ে প্লাস্টিকের বিষম আলো
পড়তেই, অভুক্ত চোখ লিপ্ত হলো তৃষ্ণা নিবারণে।
তারপর রাত বাড়তেই ঘুমন্ত গ্রামের মুখোশের আড়াল থেকে
ভেসে এলো, শবযাত্রীর কলরব..."হরিবোল"

Copyrightss S Dhar 
---------------------------------------

শ্রী সত‍্যব্রত ধর
কবি-লেখক 
তপন, দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------