স্ক্যান করা স্বাস্থ্যবান দলের প্রতিনিধিত্ব করে,
সফলতা ছুঁয়েছে চেয়ার।
নতজানু হয়ে ডিগ্রীর যোগফল শূন্য দেখেও,
হতাশা গ্রাস করেনি জেদকে।
দৈনন্দিন তাচ্ছিল্যের বেহাল ধৃষ্টতা ভুলেছি,
সাইলেন্ট প্রতিবাদের সুরে।
নিংড়ানো স্বপ্নের অচ্ছুত ছায়াহীন জীবনে,
উলঙ্গ চিতার আঁচ চেখেছি।
চৌকশ বুদ্ধির বেলাগাম মিথ্যে শব্দগুলো,
মনের কাঁচে ফসিল্স এঁকেছে।
বন্ধকী মৃত্যুর পদধ্বনিতেও লড়াকু চ্যালেঞ্জে,
জেতার স্পর্ধা রাখি এখনও।
Copyrights@ S Dhar
শ্রী সত্যব্রত ধর
কবি-লেখক
তপন, দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------