Saturday, 13 June 2020

এভাবেই ছোঁয়া --শিবানী মণ্ডল



সকালগুলো থাকে তোমার অপেক্ষায়
ঠোঁটের কোলাজে সুখের আস্তরণ।
আদরের অজস্র উপত্যকা পেরিয়ে
সমর্পণের অদ্ভুত আবেশে
      মিশে গিয়েছে----
শিশির বিন্দুর মতো ঘ্রাণ।

আঁধারি রাত ভেজা এই মন
অন্ধকারের সুগন্ধি নেশায়
শরীর ক্রমশ মিশে যাচ্ছে----
     এক অদ্ভুত পৃথিবীতে!

চোখের পাতায় বিছানো 
       লজ্জার আঁচল....

জাগতিক নিয়মের নিষিদ্ধ চাদর
অসংলগ্ন ভ্রান্তিকাল পেরিয়ে
তোমার ডুবজল আকর্ষকের গায়ে।
   ------ এভাবেই স্বপ্নের অলিখিত আরশিতে
          পেরিয়ে যাচ্ছে----
প্রেমের এক সমান্তরাল ঢেউ!

Copyrighs@ S Mandal 
---------------------------------------------------------------
 
শিবানী মন্ডল 
কবি-লেখিকা 
ঝাড়খন্ড, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

1 comment: