Tuesday, 14 December 2021

ভগ্নকাল -- চন্দন তুষার তপন



           চিনতে বহুদিন বহুবিধ প্রসঙ্গ 
               একান্তরে একাধিকবার 
       তবুও চেনা হলো না যে বিবর্তনের 
              অঙ্গ-প্রত্যঙ্গ কত বিস্তার !
       আজ নয় কাল নয় চিরকাল জুড়ে
                নিয়তির নিরন্তর খেলা 
       আমার দুচোখ ভরে ন্যাস্ত বারেবারে 
               দেখেছি আমার অবহেলা;
        যদি প্রণয়ের ভাগাভাগি অবশেষে 
                মান আমার মাটির মতো 
        তার মুল্য কে বা দেবে যে বা পদতলে 
                 কেনাবেচা দাম অ'বিক্রিত 
            একদিন যদিও মূর্তির মতো হবো
                  আকার মসৃণ মখমলে 
          কারো মনের মার্জিত বাসনার সুখে
                   পদতলে নদীর দূকুলে !
              মনুষ্যত্বের ঘাম ঝরে না বর্ণনায় 
                  উদগ্ৰীব মরু প্রজাপতি 
          পৃথ্বী চিনতে পারিনি মানুষের ভিড়ে 
                   বহুমুখী অজানা প্রগতি 
           আবার কবে চাঁদের মত অন্ধকারে 
                আকাশ জুড়ে সেজে আসবে 
           পদান্তরে ক্ষণিক থামতে'ই হবে যে 
                 পরিণতি কি কভু ঢাকবে ।।
                          ____________

Monday, 13 December 2021

বদলেছে সময় --- বিজয় সরকার


আমি দেখেছি রক্তে ভেজা মাটির বুকে
 তিলে তিলে গড়ে ওটা এক দেশ,  
আজ দেখছি কোনো এক যুদ্ধে সে দেশের সীমানা ভাঙনে
 শত সহস্র জনগনের অশ্রুজল ঝরে পরছে। 

আমি দেখেছি ধর্মে ধর্মে মিলিত হয়ে
মানুষ মিলনের সেতু বেঁধেছে, 
আজ দেখছি জাতি-ধর্মের লড়াইয়ে
পৃথিবীতে কত দেশ ভাগ হয়ে যাচ্ছে। 

আমি দেখেছি নদীর বুকে__
কত শত মানুষ ভালোবাসা বেঁধেছে, 
আজ দেখছি সহসা কোনো এক ঢেউ এ
সে সব ভালোবাসা হারিয়ে গেছে। 

আমি দেখেছি জীবনে চলার পথে
মানুষ হাজারো বন্ধুত্বের সম্পর্ক গড়েছে, 
আজ দেখছি সময়ের স্রোতে
সে সব সম্পর্ক ভাঙণের প্রহহর গুনছে।

আমি দেখেছি স্বপ্ন চোখে শত শত নারী 
নীল আকাশে জয়ের নিশান উড়াতে বাইরে বেরিয়ে এসেছে
আজ দেখছি হিংস্র পাষন্ডের দল 
ফুল হয়ে ফোঁটার আগেই কত শত নারীর পাপড়ি ছিঁড়ে দিচ্ছে। 

আমি দেখেছি রাজনীতির ভেলায় চড়ে মন্ত্রির ছেলে 
যোগ্যতা নেই তবু প্রফেসর হয়েছে,  
আজ দেখছি গ্রামের গরিব মেধাবী ছেলেটা 
পিএইচডি হয়েও বেকারের জ্বালা ঘোচাতে ডোমের কাজ করছে। 

আমি দেখেছি অনেকেই __
বিন্দু বিন্দু থেকে সিন্ধুতে পৌঁছেছে, 
আজ দেখছি তাদের অনেকেই দম্ভ অহংকারের তরে
 সিন্ধু  হতে বিন্দুতে নেমে গেছে। 

আমি দেখেছি শান্ত স্নিগ্ধ পৃথিবীর বুকে 
মানুষের শান্তিতে বসবাস, 
আজ দেখছি আমার পৃথিবীর বুকে 
দাঙ্গা হিংসা আর গোলা বারুদের উন্মত্ততার ছাপ।

আমি দেখেছি দিনের পর দিন
মানুষের অত্যাচারে সবুজ প্রকৃতি হারিয়ে গেছে, 
আজ দেখছি আমার পৃথিবী__
কঠিন অসুখে পরে মৃত্যুর প্রহর গুনছে।। 


Copyrights © Bijoy Sarkar 
Date : 22-07-2020
Raiganj, Uttar Diajpur, W.B, India 
--------------------------------------------------------------------

Sunday, 12 December 2021

বিজয় দিবসে আজি -- লাল্টু সেখ




রক্ত দামে স্বাধীনতা কিনে নিলো যারা,
কালে কালে চিরকাল বেঁচে রবে তারা।
অমর- অজেয়- সেই --শহীদের তরে,
বিজয় দিবসে আজি চোখে অশ্রু ঝরে।

যাদের দয়ার দানে --হয়েছি স্বাধীন,
কোনো দামে যায় না যে শোধা সেই ঋণ।
হৃদয়ের মণি'কোঠা - তাদের দখলে,
নত শিরে ভক্তি শ্রদ্ধা জানায় সকলে।

পাপীর শৃঙ্খলে মাতা বন্দি ছিলো যবে
সিংহের গর্জনে বীর -ছুটে এলো সবে।
ন্যায়ের পতাকা হাতে হয় আগুয়ান,
বুলেটে বিধ্বস্ত হয় কচি তাজা প্রাণ।

ভূমিতে লুটিয়ে পড়ে তরুণের দল,
মায়ের শ্লোগান মুখে, দেহে বাড়ে বল।
রক্ত বাষ্প মেঘ হয়ে ভাসে নীলিমায়,
পশুপাখি বৃক্ষলতা নীরবে তাকায়।

অদম্য সাহস বুকে প্রাণ দিয়ে গেল,
বিনিময়ে বঙ্গমাতা স্বাধীনতা পেল।
বীরের বীরত্ব কথা ভোলা নাহি যায়,
বিজয় দিবসে সবে প্রণাম জানায়।