Sunday, 12 December 2021

বিজয় দিবসে আজি -- লাল্টু সেখ




রক্ত দামে স্বাধীনতা কিনে নিলো যারা,
কালে কালে চিরকাল বেঁচে রবে তারা।
অমর- অজেয়- সেই --শহীদের তরে,
বিজয় দিবসে আজি চোখে অশ্রু ঝরে।

যাদের দয়ার দানে --হয়েছি স্বাধীন,
কোনো দামে যায় না যে শোধা সেই ঋণ।
হৃদয়ের মণি'কোঠা - তাদের দখলে,
নত শিরে ভক্তি শ্রদ্ধা জানায় সকলে।

পাপীর শৃঙ্খলে মাতা বন্দি ছিলো যবে
সিংহের গর্জনে বীর -ছুটে এলো সবে।
ন্যায়ের পতাকা হাতে হয় আগুয়ান,
বুলেটে বিধ্বস্ত হয় কচি তাজা প্রাণ।

ভূমিতে লুটিয়ে পড়ে তরুণের দল,
মায়ের শ্লোগান মুখে, দেহে বাড়ে বল।
রক্ত বাষ্প মেঘ হয়ে ভাসে নীলিমায়,
পশুপাখি বৃক্ষলতা নীরবে তাকায়।

অদম্য সাহস বুকে প্রাণ দিয়ে গেল,
বিনিময়ে বঙ্গমাতা স্বাধীনতা পেল।
বীরের বীরত্ব কথা ভোলা নাহি যায়,
বিজয় দিবসে সবে প্রণাম জানায়।

No comments:

Post a Comment