চিনতে বহুদিন বহুবিধ প্রসঙ্গ
একান্তরে একাধিকবার
তবুও চেনা হলো না যে বিবর্তনের
অঙ্গ-প্রত্যঙ্গ কত বিস্তার !
আজ নয় কাল নয় চিরকাল জুড়ে
নিয়তির নিরন্তর খেলা
আমার দুচোখ ভরে ন্যাস্ত বারেবারে
দেখেছি আমার অবহেলা;
যদি প্রণয়ের ভাগাভাগি অবশেষে
মান আমার মাটির মতো
তার মুল্য কে বা দেবে যে বা পদতলে
কেনাবেচা দাম অ'বিক্রিত
একদিন যদিও মূর্তির মতো হবো
আকার মসৃণ মখমলে
কারো মনের মার্জিত বাসনার সুখে
পদতলে নদীর দূকুলে !
মনুষ্যত্বের ঘাম ঝরে না বর্ণনায়
উদগ্ৰীব মরু প্রজাপতি
পৃথ্বী চিনতে পারিনি মানুষের ভিড়ে
বহুমুখী অজানা প্রগতি
আবার কবে চাঁদের মত অন্ধকারে
আকাশ জুড়ে সেজে আসবে
পদান্তরে ক্ষণিক থামতে'ই হবে যে
পরিণতি কি কভু ঢাকবে ।।
____________
No comments:
Post a Comment