বছর পঁচিশের সুদর্শন যুবক এই পার্থিব , হাইস্কুলের শিক্ষক । ছাত্র ছাত্রীদের নয়নের মণি । জটিল অঙ্ক সরলভাবে সমাধান করে দেওয়ার জন্য ছাত্র ছাত্রীদের কাছে পার্থিব স্যার শ্রদ্ধার আসনে বিরাজমান । পিথাগোরাসের উপপাদ্যই হোক বা নিউটনের সুত্র – সবক্ষেত্রেই অবাধ বিচরণ পার্থিবের ।
বি এসসি পড়তে পড়তেই সহপাঠী বান্ধবী তিথির প্রেম নিবেদনে সাড়া দিয়ে মনপ্রাণ সঁপে দিয়েছিল পার্থিব । যে প্রেম পবিত্র সেখানে প্রশ্ন কিসের ? তাই তিথির প্রেমের স্বীকৃতিস্বরূপ তাকে জীবনসাথী বেছে নিতেও দ্বিধা করেনি পার্থিব । কিন্তু ছায়া , কায়া আর মায়া তো একসময় সকলকেই ত্যাগ করে । পার্থিবের জীবনে স্বপ্নের পরী হয়ে এসেছিল তিথি , আবার হঠাৎ পুরাতন প্রেমিকের হাত ধরে পার্থিবকে কিচ্ছুটি না বলে বিদেশে পাড়ি দিয়েছে ।
পার্থিবের জীবনে ভয়ংকর ভূমিকম্প এসে সবকিছুই তছনছ করে দিয়েছে । পার্থিব এখন পাগল হয়ে গেছে । পথে পথে খুঁজে বেড়ায় তিথিকে । সকলকেই শুধোয় , তিথিকে দেখেছো ? মাঝে মাঝেই গান গায় “ ছেড়ে দিলে সোনার গৌর আরতো পাবো না , তিথিকে ছেড়ে দেবো না “ ।
এই দৃশ্য দেখে অনেকেই হাউ হাউ করে কেঁদে ওঠে ।
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization