কলেজের দেওয়াল গুলি আজ কত রঙিন হয়ে উঠেছে | রংবেরঙের রঙিন ফুলে সাজানো আজ | পোড়ো অশ্বত্থ গাছটা আজ আর নেই |যেখানে অগ্নিশিখার নাম খোদাই করা ছিল | কলেজের মধ্যে সবথেকে মেধাবী ছাত্র-ছাত্রী ছিল অগ্নি আর শিখা | নামের মিলন ঘটিয়ে, স্যারেরা মজা করে ডাকতেন অগ্নিশিখা |দুজনের মধ্যেই ছিলো স্বর্গীয় স্বপ্ন | হ্যাঁ, তবে শুধু পড়াশোনা নয়, জীবনের বাস্তব রূপকে আলিঙ্গন করে, একসাথে জীবনের চড়াই-উৎরাই পাড়ি দেবার স্বপ্ন তারা দেখতো | কিন্তু প্রকাশ্যে শুধুই বন্ধু | হয়তো সেই অশ্বত্থ গাছটিও ছিল তাদের প্রেমের সাক্ষী | তবে ওদের জুটিটা ছিল কিন্তু বেশ | দরিদ্র বাবা মায়ের একমাত্র ছেলে অগ্নি | দরিদ্র হলেও খুব আদরের | কিন্তু শিখার মা-বাবা ছোটবেলায় শিখা কে ছেড়ে পরলোকে পাড়ি দেন | ছোট থেকেই মামা বাড়িতে মানুষ | শিখার তিন মামা ছিলেন স্বনামধন্য ব্যবসায়ীদের মধ্যে একজন | শুধু স্বনামধন্য ব্যবসায়ী নয় অহংকারীতে পরিপূর্ণ | বন্ধুদের মুখে শুনেছি, অগ্নি, শিখার বন্ধুত্বের কথা তার মামা যে দিন জানতে পেরেছিলো, তারপর থেকে অগ্নিকে আর কখনো কেউ দেখেনি | শিখারও কোন খবর নেই | অগ্নিশিখা নিভে গেলেও, তাদের প্রেমের কাহিনী চির অমর |
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
No comments:
Post a Comment