শিক্ষক, জাতি গড়ার কারিগর, জাতির মেরুদণ্ড।
শিক্ষা যার মূল চাবিকাঠি, উদারতা মানব ধর্ম।
ছাত্র যার মূল অস্ত্র, আচরণে তার তারই মাতৃত্ব।
চোখে যার সমতা, তিনিই তো মহান,
সমাজে রাখেন তিনি অনন্য অবদান।
তিনি শিক্ষক, সমাজের রূপকার।
স্নেহ ভালবাসা নিয়ে যার হৃদয় ভরাট ,
সুষ্ঠ সমাজ কল্পনা করেন যিনি সদা
তিনিই গুরুদেব, শিক্ষক আমার।
যার ছায়াতলে মায়ের আদর, বাবার স্নেহ,
শিক্ষক কূল কে আমার কোটি কোটি প্রনাম।
পিতা মাতার পর জগতে যার স্থান ,
তিনিই আমার গুরু, শিক্ষক মহান।
সারা বিশ্বে বরেণ্য যিনি, শিক্ষা দিয়ে মানবতার।
কলমে যার অগাধ কালি, লেখেন বিশ্ব কল্যানের বানী,
উচ্চতা যার আকাশ বড়, সূর্যের অপেক্ষা তেজদীপ্ত।
বাতাসসম স্নিগ্ধ যিনি, জলের ন্যায় অমূল্য,
প্রকৃতিময় মানুষ তিনি, যাদের পেয়ে জীবন ধন্য।,
তাদের চরণে প্রণাম জানিয়ে আর্শীবাদ নিই মস্তকে তুলে।।